Rimu's Basket

Rimu's Basket আসসালামুআলাইকুম ভাইয়া আপুরা।আমি বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছি🇲🇾। আমার নতুন পেইজের নাম হচ্ছে Rimu's Gossips । এই পেইজটি পাশে থাকার অনুরোধ রইলো 🙏🥹
(3)

আমাদের ছেলেটাকে বিদায় দেওয়ার পালা ঐ সময়টায় জীবনের সব চাইলে কষ্ট কর সময়।আমার বোন বলছিলো বাবা তুমি চলে যাবা?যাও তাহলে চলে😭...
07/09/2025

আমাদের ছেলেটাকে বিদায় দেওয়ার পালা ঐ সময়টায় জীবনের সব চাইলে কষ্ট কর সময়।আমার বোন বলছিলো বাবা তুমি চলে যাবা?যাও তাহলে চলে😭।তারপর পরই আমাদের ছেলেটা বিদায় দিলো আমাদেরকে। সে আর কোলে উঠার জন্য বায়না করবেনা।রাগ করবে না।আদর চাইবে না,মায়া করবে না আল্লাহ তুমি আমাদের এই শোক বহন করার শক্তি দান করো😭।এটা আমরা আর নিতে পারতেছি না।ওর প্রতিটি চিহ্ন আমাদের সব বন্ধ করে দিচ্ছে।আমরা খুব মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি।💔🥀🐈

মানুষের মৃ/ত্যু হলে আহাজারি করতে দেখেছেন নিশ্চয়ই সবাই। কিন্তু কখনও কি দেখেছেন, এক প্রাণীর মৃ/ত্যুতে আরেক প্রাণীর আহাজারি...
07/09/2025

মানুষের মৃ/ত্যু হলে আহাজারি করতে দেখেছেন নিশ্চয়ই সবাই। কিন্তু কখনও কি দেখেছেন, এক প্রাণীর মৃ/ত্যুতে আরেক প্রাণীর আহাজারি?

আমরা দুই বোন দেখেছি আমাদের বাকি বাচ্চাগুলোর আহাজারি। বুকের ভেতর থেকে হারিয়ে গেল আরও একটি জীবন। ওদের নিয়ে কত কথাই না শুনেছি-পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী-কত মানুষ কত কিছু বলেছে। তারপরও বুক থেকে ফেলে দিইনি। সবসময় বলেছি, আল্লাহ পাক যেন তাদের শেষ নিশ্বাস আমাদের বুক থেকেই ত্যাগ করান। আর সেটাই হয়েছে !ঠিক তাই হয়েছে!

চলে গেছে আমাদের মুক্তি দিয়ে, চলে গেছে ওদের অবহেলা করা মানুষগুলোকে মুক্তি দিয়ে। আর ফিরে আসবে না। আমরাও একদিন চলে যাব, কিন্তু ওরা আমাদের কাছে সন্তানসমতুল্য। অসুস্থ সন্তানদের জন্য মা–বাবা যেমন চেষ্টা করেন, আমরাও করেছি একজন আর্থিকভাবে, আরেকজন শারীরিকভাবে ছুটোছুটি করে। মনে হয়েছিল কোটি টাকার বিনিময়ে কিংবা নিজের জীবনের বিনিময়ে হলেও যদি তার জীবনটা ভিক্ষা পাওয়া যেত, তবুও পিছপা হতাম না।

পাঁচটা বছর, ৩৬৫ দিন করে গুনলে-আমরা ওকে আগলেই রেখেছি। কখনো নিজের ছায়ায়, কখনো টাকা খরচ করে ছায়া কিনে দিয়েছি। তবুও শেষ নিশ্বাসটুকু রক্ষা করতে পারলাম না।

আল্লাহ, তুমি আমাদের ধৈর্য দাও এবং আমাদের বাকি বাচ্চাগুলোকে যেন সুস্থ ও ভালো রাখো এই ব্যবস্থা করে দিও।

আজ, ৭ সেপ্টেম্বর ২০২৫, আমাদের প্রথম বিড়াল সন্তান বাবুটা বিদায় নিলো।

🥀🥹💔🐈 বাবা তুমি মনে রেখো তোমার ২টো মা তোমাদের খুব ভালোবাসে।তোমরা ছাড়া আমাদের পৃথিবীটা শূন্য। সবাই স্বার্থপর শুধু তোমাদের ছিলো না আমাদের কাছে কোনো স্বার্থ। স্বার্থ ছাড়া আমাদের তোমরা ভালোবেসেছিলে।তোমাদের জায়গা আমাদের কলিজার ছিলো আছে থাকবেই।
ভালো থেকো বাবা আল্লাহ কাছে।তোমাদের ২ই মা বেঁচে থাকবে তোমাদের স্মৃতি নিয়েই

মালয়েশিয়ায় আট মাসে ৩৫ হাজারের বেশি অভিবাসী আটকমালয়েশিয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত গত ৮ মাসে ৩৫ হা...
06/09/2025

মালয়েশিয়ায় আট মাসে ৩৫ হাজারের বেশি অভিবাসী আটক
মালয়েশিয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত গত ৮ মাসে ৩৫ হাজার ২২৫ জন অভিবাসী আটক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আটককৃতদের অধিকাংশই ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে প্রবেশ, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ওয়ার্ক পারমিটের অপব্যবহারের মতো অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, গত ৮ মাসে দেশজুড়ে ৯ হাজার ৫০০টি অভিযান চালানো হয়েছে। এ সময় ১ লক্ষ ৫২ হাজার জনের বৈধতা যাচাই করা হয়েছে। একই সময়ে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেয়ার জন্য ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ২৮ আগস্ট পর্যন্ত মোট ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিন অবৈধ প্রবাসীদের জন্য নতুন জরিমানা নীতি ঘোষণা করেন এই মন্ত্রী। যা মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য কার্যকর হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো অভিবাসন কেন্দ্রগুলোতে ভিড় কমানো এবং অবৈধ অভিবাসীদের মামলার দ্রুত নিষ্পত্তি করা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই নীতি আগামী মাস থেকে কার্যকর হবে। এই নীতির আওতায় অতিরিক্ত সময় অবস্থানের মেয়াদ অনুযায়ী বিভিন্ন অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। ১ থেকে ৩০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থানের জন্য প্রতিদিন ৩০ রিঙ্গিত করে জরিমানা ধার্য করা হবে, যা সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত হতে পারে।

তিনি আরও জানান, ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থানের জন্য এককালীন ১ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে। ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থানের জন্য ২ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে। যাদের অতিরিক্ত অবস্থানের মেয়াদ ৯০ দিনের বেশি, তাদের ক্ষেত্রে আগের মতোই আদালতে মামলা দায়ের করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, এই নতুন নীতিটি এমন অবৈধ অভিবাসীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাদের অতিরিক্ত অবস্থানের পেছনে বৈধ কারণ থাকতে পারে, যেমন— অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ।

তিনি আরও বলেন, ‘জরিমানা আরোপের মাধ্যমে আমরা একটি মামলা এক দিনের মধ্যে নিষ্পত্তি করতে পারব, যেখানে আগে ১৪ দিন পর্যন্ত সময় লাগত। এতে করে অভিবাসন কেন্দ্রগুলোতে ভিড় এড়ানো সম্ভব হবে।’

গত বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ২৫টি অভিবাসন কেন্দ্রে ২০ হাজার ৭৫০ জন আটক ছিলেন। এর মধ্যে ১২ হাজার ২৩১ জন পুরুষ, ৩ হাজার ৩ জন নারী এবং ২ হাজার ৯২ জন শিশু। এই নতুন নীতির মাধ্যমে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং তাদের মামলা নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ করতে চাইছে।

বহিরাগত যারা মেয়াদোত্তীর্ণভাবে ৯০ দিনের মধ্যে দেশেই থাকতেন, তারা আর আদালতের মুখোমুখি হবেন না বরং ফাইন বা “কমপাউন্ড” দিয়...
06/09/2025

বহিরাগত যারা মেয়াদোত্তীর্ণভাবে ৯০ দিনের মধ্যে দেশেই থাকতেন, তারা আর আদালতের মুখোমুখি হবেন না বরং ফাইন বা “কমপাউন্ড” দিয়ে বিষয় নিষ্পত্তি হবে, এবং সর্বোচ্চ রাহদ হিসেবে RM2,000 ধার্য করা হয়েছে মন্তব্য করেছেন মন্ত্রী সাইফুদ্দিন নাসিউতিন ইসমাইল।

১–৩০ দিনের বেশি থাকা দৈনিক RM30 ফাইন ধার্য করা হবে, তবে সর্বোচ্চ RM900।
৩১–৬০ দিনের বেশি থাকা স্থায়ী RM1,000 কমপাউন্ড আরোপ করা হবে।
৬১–৯০ দিনের বেশি থাকা সর্বোচ্চ RM2,000 কমপাউন্ড আরোপ করা হবে।
৯০ দিনের বেশি overstaying (যেমন, ৯ বছর)

এই ক্ষেত্রে আদালতে প্রসিকিউশন বা আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে মামলা নেওয়া হবে।আগে এই ধরনের মামলা আদালতে যেতে ১৪ দিন পর্যন্ত সময় লাগত, কিন্তু নতুন নিয়মে কেবল একটি দিনের মধ্যেই নিষ্পত্তি করা সম্ভব হবে। ডিটেনশন সেন্টার বা ডিপোতে ভিড় কমানো মামলা দ্রুত নিষ্পত্তির ফলে ডিপোর চাপ কমবে।

ধন্যবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন-আলহামদুলিল্লাহ, আজ সকালেই আমরা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর মিলাদুন্নবী উদয...
05/09/2025

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন-
আলহামদুলিল্লাহ, আজ সকালেই আমরা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর মিলাদুন্নবী উদযাপন শেষ করেছি। এরপর আমি জামে মসজিদ বান্দার বারু সেরি পেতালিং-এ শত শত তাবলিগ জামাতের সাথীদের সঙ্গে জুমার নামাজ আদায়ের সুযোগ পেয়েছি। এই মসজিদই তিন দশকেরও বেশি সময় ধরে উম্মাহকে আলো দিয়ে আসছে।

নামাজ শেষে আমি ফেডারেল টেরিটরির মুফতি বিভাগের আয়োজনে মাদানি সভা কর্মসূচি-তে একটি তাউসিয়াহ (ধর্মীয় বক্তৃতা) দেওয়ার সুযোগ পাই। সেখানে আমি স্মরণ করি—রাসূলুল্লাহ ﷺ যে সংগ্রামের চেতনা আমাদের উত্তরাধিকার হিসেবে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ—সমস্ত মানবজাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ।

ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের শক্তি আসে ঐক্য, জ্ঞান ও চেতনা থেকে। আমি বর্ণনা করি কিভাবে সুলতান সালাহুদ্দিন আইউবি মসজিদকে সমৃদ্ধ করেছিলেন, জিহাদের চেতনা জাগিয়েছিলেন, ইসলামের স্পিরিট মানুষের অন্তরে প্রোথিত করেছিলেন, এবং উম্মাহর মধ্যে এমন সচেতনতা সৃষ্টি করেছিলেন যে তারা পুনরায় জেরুজালেম বিজয়ের শক্তি অর্জন করে।

এই প্রস্তুতির মূল হলো—মসজিদের শক্তি, সংগ্রামের চেতনা, সমাজের ঐক্য এবং জ্ঞানের বৃদ্ধি। আজকে এমন মানুষ আছে যাদের জ্ঞান আছে কিন্তু চেতনা নেই, আবার এমনও আছে যাদের চেতনা আছে কিন্তু সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার সাহস নেই।
আল্লাহ বলেনঃ
“আর যারা আমাদের পথে সংগ্রাম করে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথ দেখাবো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন।”
(সূরা আল-আনকাবুত, আয়াত ৬৯)

অর্থাৎ: যারা আমাদের দ্বীনের ইচ্ছা পূরণের জন্য সংগ্রাম করে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের এমন পথে পরিচালিত করব যা তাদের সুখ ও সন্তুষ্টির কারণ হবে; নিশ্চয়ই আল্লাহ নেককারদের সাথেই থাকেন।

আমি আরও জোর দিয়ে বলেছি, মাদানি রাষ্ট্র কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয় নয়। এর মধ্যে নিহিত আছে ঈমান, সৎকর্ম, দয়া ও ন্যায়ের মূল্যবোধ—যা বস্তুগত উন্নয়নের পাশাপাশি নৈতিকতা, শিক্ষা ও জনকল্যাণের পথ প্রশস্ত করে। উদাহরণস্বরূপ, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি নির্ধারণ—এসবই রাষ্ট্রীয় নীতিতে শিষ্টাচারের নীতির প্রতিফলন।

একইসাথে, এই সরকার সমালোচনা গ্রহণে উন্মুক্ত এবং দুর্বলতা সংশোধনে প্রস্তুত। তবে সমালোচনা অবশ্যই নৈতিকতার ভিত্তিতে হতে হবে—উপহাস বা অপবাদ নয়। পারস্পরিক নসিহতের চেতনা নিয়ে আমরা মানুষের, পরিবারের ও সমাজের মর্যাদা উন্নত করতে পারি।

প্রতিবার আমি বান্দার বারু সেরি পেতালিং-এর জামে মসজিদে পা রাখি, তখনই আলেম ও উস্তাদদের অবদানের কথা মনে পড়ে, যারা প্রজ্ঞা দিয়ে পরিবর্তন এনেছিলেন। আল্লাহর রহমতে এই সংগ্রামের চেতনা ও প্রজ্ঞামূলক দাওয়াহ আমাদের পদক্ষেপকে আলোকিত করুক, যেন আমরা ঈমান, জ্ঞান ও নবী ﷺ-এর আখলাকের ভিত্তিতে একটি মালয়েশিয়া মাদানি গড়ে তুলতে পারি।

২০২৪সালের ৩১মে অবধি ভিসার মেয়াদ থাকার সত্বেও কলিং এ যারা মালয়েশিয়া আসতে পারেননি,তাদেরকে এবার বোয়েসেল (BOESL)-এর মাধ্যমে...
05/09/2025

২০২৪সালের ৩১মে অবধি ভিসার মেয়াদ থাকার সত্বেও কলিং এ যারা মালয়েশিয়া আসতে পারেননি,
তাদেরকে এবার বোয়েসেল (BOESL)-এর মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে আসার জন্য।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে নতুন কর্মীদের জন্য নয়,
শুধুমাত্র পূর্বে ভিসা পাওয়া কর্মীদের জন্য এই সুযোগ।

মালয়েশিয়ায় বৈধভাবে ব্যবসার জন্য স্থানীয়দের বিয়ে করছেন বিদেশিরা!মালয়েশিয়ায় বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য বিদেশিরা ...
04/09/2025

মালয়েশিয়ায় বৈধভাবে ব্যবসার জন্য স্থানীয়দের বিয়ে করছেন বিদেশিরা!
মালয়েশিয়ায় বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য বিদেশিরা স্থানীয়দের বিয়ে করাকে ‘প্রধান পদ্ধতি’ বানিয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির উপ-অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়মন্ত্রী ডা. ফুয়াজিয়াহ সালেহ।

ডা. ফুয়াজিয়াহ বলেন, ১৯৫৬ সালের ব্যবসা নিবন্ধন আইন অনুযায়ী শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের একক মালিকানা বা অংশীদারিত্বের ব্যবসা নিবন্ধনের অনুমতি দেয়া হয়। কিন্তু কিছু বিদেশি এই আইনের সুযোগ নিয়ে তাদের স্থানীয় মালয়েশিয়ান জীবনসঙ্গীর নামে ব্যবসা নিবন্ধন করে থাকেন।

তিনি আরও বলেন, ‘আমরা হয়তো এই বিষয়ে আলোচনা করতে পারি যে কীভাবে এই পরিস্থিতি অন্যান্য স্থানীয় ব্যবসায়ীদের জন্য হুমকি সৃষ্টি করছে।’

উপ-মন্ত্রীর মতে, খুচরা দোকানের মতো ব্যবসার নিবন্ধন শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের জন্য সীমাবদ্ধ করা হয়েছে, যা মূলত স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করার একটি পদক্ষেপ।

তিনি জানান, এখন পর্যন্ত মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম)-এর এমন কোনো নিয়ম নেই যা বিদেশিদের বিবাহিত ব্যক্তিকে ব্যবসা নিবন্ধন করা থেকে বিরত রাখে।

ডা. ফুয়াজিয়াহ বলেন, তার মন্ত্রণালয় জনগণের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছে, যার মধ্যে একটি হলো বিদেশি জীবনসঙ্গীর জন্য বিয়ের পর একটি নির্দিষ্ট সময়ের জন্য, যেমন পাঁচ বছর, ব্যবসা নিবন্ধন সীমাবদ্ধ করা।

এছাড়াও তিনি জানান, বিদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে অভিযান চালানো হয়, কারণ মন্ত্রণালয়ের গ্রেফতার করার ক্ষমতা নেই।

মালাই টু বাংলা
04/09/2025

মালাই টু বাংলা

04/09/2025

স্বপ্নের দেশ ইতালিতে হৃদয়বিদারক ঘটনা,
অঝোরে কাঁদছে অসংখ্য মানুষ😢
#প্রবাসি #ইতালি

03/09/2025

মালয়েশিয়া নেয়ার নামে ভিসা সিন্ডিকেট যেভাবে
ভ/য়া/ব/হ বিপদে ফেলছে শ্রমিকদের

সচেতনতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুত্রজ্যায়ার KDN সম্মেলন কক্ষে এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়। টানজারেলেটিশন, Jalan Jel...
03/09/2025

সচেতনতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুত্রজ্যায়ার KDN সম্মেলন কক্ষে এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়। টানজারেলেটিশন, Jalan Jelawat ও Jalan Razak Mansion এলাকায় একাধিক অবস্থানে অভিযান পরিচালিত হয় (Kosmo)। মোট ৫ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। ২ জন “ডালাং” বা প্রধান সিন্ডিকেট সদস্য।৩ জন সিন্ডিকেট সদস্য হিসাবে নির্ধারিত।তাদের বয়স ছিল ১৯ থেকে ৪১ বছর

তারা তৈরি করছিল বিভিন্ন দেশের (Bangladesh, India, Pakistan, Myanmar, Nepal, Indonesia) পাসপোর্ট মূলত FOMEMA মেডিক্যাল পরীক্ষা পেতে ব্যবহারের জন্য। সিন্ডিকেটটি, যেখানে আসল ছবি ও তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে অন্যের নামে পাসপোর্ট তৈরি করা হচ্ছিল, এই ফসদ চালাচ্ছিল।প্রায় ১৬টি পাসপোর্ট, যার মধ্যে অন্তত ৭টি সম্পূর্ণ জালিয়াতি।

কম্পিউটার, পেনসিল ,১১টি মোবাইল ফোন, ক্যাশ (RM2,100), এবং একটি যানবাহন উদ্ধার করা হয়েছে। জালিয়াতির ফি ছিল RM150–250 প্রতিটি পাসপোর্টের জন্য। সিন্ডিকেটটি গত তিন মাস ধরে সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের সেকশন 56(1) অনুযায়ী ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

Address

Setapak
Kuala Lumpur
53200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimu's Basket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share