Rimu's Basket

Rimu's Basket Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rimu's Basket, Digital creator, setapak, Kuala Lumpur.
(3)

আসসালামুআলাইকুম ভাইয়া আপুরা।আপনাদের ভালোবাসার জন্য সত্যি আমি কৃতজ্ঞ 🙏।আমার নিজের রয়েছে ভিন্ন ভিন্ন পেইজ Rimu's Gossips , Owner By ShimuRimu ,রিমুর রূপকথা
আশা করি ঘুরে আসবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন আশা করি❤️

02/11/2025

মালয়েশিয়ার জে'লে নি'র্ম'ম নি'র্যা★ত'নের বর্ণনা দিচ্ছিলেন দেশে ফেরত আসা ৩৪ জন বাংলাদেশী !

02/11/2025

একটু ভুলে অবৈধ প্রবাস জীবনের নির্মম বাস্তবতা😢

কেদাহে ৬০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগসিক, ২৯ অক্টোবর ২০২৫ মালয়েশিয়ার কেদাহ রাজ্যের...
02/11/2025

কেদাহে ৬০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ

সিক, ২৯ অক্টোবর ২০২৫ মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ আজ ৬০ জন অবৈধ অভিবাসী (PATI)–কে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তাদেরকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) টার্মিনাল ১ ও ২-এর মাধ্যমে পাঠানো হয়।

ফেরত পাঠানোদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং এবং ভিয়েতনামের নাগরিক। এসব ব্যক্তিকে এর আগে কেদাহের সিক এলাকার বেলান্টিক ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছিল।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিবাসী ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (ধারা ১৫(১)(c) ও ৬(১)(c)) এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী অপরাধ করেছে। যেমন বৈধ পাস বা পারমিট ছাড়া প্রবেশ করা এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা। তারা শাস্তি ভোগ শেষে নিজ দেশে ফেরত গেছেন।

এই অপারেশনটি নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইসহাক বিন হামজাহ, সঙ্গে ছিলেন আরও ৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিবাসী পুনর্বাসন কর্মসূচি তাদের নিয়মিত আইনপ্রয়োগ কার্যক্রমের অংশ।

01/11/2025

যেভাবে নিয়ন্ত্রণে এলো কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার-৩ এর আ/গু/ন

মালয়েশিয়ায় দুই সৎকন্যাকে ধ/র্ষ/ণের দায়ে ব্যক্তির ১০৪ বছরের কারাদণ্ডমালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সিবু এলাকায় দুই সৎক...
01/11/2025

মালয়েশিয়ায় দুই সৎকন্যাকে ধ/র্ষ/ণের দায়ে ব্যক্তির ১০৪ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সিবু এলাকায় দুই সৎকন্যাকে বারবার ধ/র্ষ/ণ করার দায়ে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে ১০৪ বছরের কারাদণ্ড ও ১৮ বে/ত্রা/ঘা/তে/র সাজা দিয়েছেন সেশনস কোর্ট।

দোষী ব্যক্তি একসময় একটি ইউটিলিটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি মোট নয়টি অভিযোগে দোষ স্বীকার করেছেন।

মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত ২০২০ সাল থেকে ১৫ ও ১৬ বছর বয়সী দুই সৎকন্যাকে বারবার ধ/র্ষ/ণ করে আসছিলেন। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়ার পর, গত ২৫ অক্টোবর সিবুর Jalan Salim এলাকায় নিজেদের বাড়িতে ওই দুই কিশোরী ঘটনাটি তাদের মাকে জানায়। এরপরই বিষয়টি প্রকাশ পায় এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আদালত রায়ে উল্লেখ করেন, শিশু নি/র্যা/ত/নের এমন জঘন্য অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যাতে সমাজে সতর্কবার্তা পৌঁছায়।

❤️
01/11/2025

❤️

01/11/2025

কুয়ালালামপুরের KLCC টাওয়ার ৩–এর রেস্টুরেন্টে আ*গু*ন, দ্রুত নিয়ন্ত্রণে হ*তা*হ*তের খবর নে

31/10/2025

আগামীকাল থেকে বিমানবন্দরে নতুন নিয়ম চালু করছে মালয়েশিয়া।

31/10/2025

মালয়েশিয়া থেকে জেল খে*টে এসে ৩৪ বাংলাদেশী জানিয়েছে ঘটে যাওয়া ভ*য়ং*ক*র ঘটনা

31/10/2025

নতুন চিঠিতে মালয়েশিয়ার কলিং ভিসায় পুরোনো সিন্ডিকেট ফেরার শংকা।

31/10/2025

আমার নতুন আবৃত্তির পেইজ রিমুর রূপকথা 🖤

মালয়েশিয়ায় সরকারি কার্যক্রমে বাধ্যতামূলক করা হলো মালয় ভাষার ব্যবহারমালয়েশিয়া সরকারের যে কোনো কার্যক্রম, কর্মসূচি, ...
31/10/2025

মালয়েশিয়ায় সরকারি কার্যক্রমে বাধ্যতামূলক করা হলো মালয় ভাষার ব্যবহার

মালয়েশিয়া সরকারের যে কোনো কার্যক্রম, কর্মসূচি, প্রকল্প বা আনুষ্ঠানিক কার্যসম্পাদনে এখন থেকে সম্পূর্ণভাবে মালয় ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারি পরিষেবা বিভাগ (Public Service Department) এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত সরকারের সেই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মাধ্যমে জাতীয় ভাষা হিসেবে মালয় ভাষাকে শক্তিশালী ও মর্যাদাবান করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সব যোগাযোগ, সভা, প্রতিবেদন ও আনুষ্ঠানিক নথিপত্র মালয় ভাষায় সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক পরিচয়কে আরও সুসংহত করার প্রত্যাশা করছে মালয়েশিয়া সরকার।

Address

Setapak
Kuala Lumpur
53200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimu's Basket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share