21/09/2025
আগামীতে মালয়েশিয়াতে প্রবাসী শ্রমিকদের ভিসা রিনিউ করার সময়ে Fomema মেডিক্যালে হাতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে করতে হবে।
গতকাল মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে অতীতে দেখা গেছে একজনের মেডিকেল পরীক্ষা অন্য জন দিয়ে করানো হয়েছে । সেই সাথে স্বাস্থ্য মন্ত্রী ডা. জুলকেফলি আহমদ বলেন, যারা স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন না, তাদের কে দেশে ফেরত পাঠানো হবে।
তাই আগামীতে এই ব্যবস্থা চালু হলে একজনের মেডিকেল টেস্ট অন্যজন আর করতে পারবে না । তাই পরবর্তীতে মালয়শিয়াতে একজন শ্রমিকের শারীরিক পরীক্ষা, রক্ত, ইউরিন ও এক্সরে সব পরীক্ষার সাথে উক্ত শ্রমিকের ফিঙ্গার টেস্ট সংযুক্ত করানো হবে ।
#মালয়শিয়া #মেডিকেল