
29/07/2025
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, শুধু দিনের বেলা নয়-রাতেও নিজের আলাদা এক রূপে ধরা দেয়। আলো ঝলমলে রাস্তাঘাট, ব্যস্ত স্ট্রিট ফুড মার্কেট আর পুরোনো ঐতিহ্য মিশে তৈরি হয়েছে এক অনন্য শহুরে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতারই গল্প নিয়ে ‘একরাতের কুয়ালালামপুর’ ভ্রমণ করা হয়।
কুয়ালালামপুর শুধু দিনের বেলা নয়, রাতেও নিজের আলাদা এক রূপে ধরা দেয়।