Nahid Exclusive

Nahid Exclusive Entertainment 24 Hours

03/08/2025

ব্যবসায়ীক কাজে নুরুন্দি পিয়ারপুর যাচ্ছিলাম। আকাশ মেঘলা,আর ঘুরিঘুরি বৃষ্টি হচ্ছিল। ভাবলাম একটা ভিডিও বানালে খারাপ হবে না। তাছাড়া ড্রাইভ করতেও ভাল লাগে। আমার ভাললাগা আর সুন্দর দৃশ্য গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের দেখানোর জন্য। আসলেই আমাদের দেশটা অনেক সুন্দর। আপনার এলাকার ভিডিও গুলোও শেয়ার করুন যাতে করে খুব সহজেই আমরা দেখতে পারি। আপনি আমার জেলা সম্পর্কে জানেন আর আমিও চাই আপনার জেলা সম্পর্কে জানতে। এতেই আমাদের ভাললাগা আর ভালবাসা শেয়ার হবে।

03/08/2025

যেখানে সেখানে ময়লা ফেলার কারনেই আজ রাস্তার এই অবস্থা। সামান্য বৃষ্টি হলেই রাস্তা পানির নিচে তলিয়ে যায়।

02/08/2025

রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম,হঠাৎ চোখে পরল একটা গুইসাপ পুকুরের জ্বালে আটকা পরে আছে। দেখে মনে হল গুইসাপটি বাঁচার জন্য ছটফট করছে। আমার মনে হল ওকে উদ্ধার করা উচিৎ। একটা ব্লেড কিনে এনে পুকুরে নামলাম। আমার ভয় হচ্ছিল,কারণ এর আগে কখনো এভাবে গুইসাপ ধরা হয়নি। তবে আদনান ভাইয়ের ভিডিও গুলো দেখে অনুপ্রাণিত হয়েছি। আদনান ভাই প্রাণীবৈচিত্র নিয়ে কাজ করে। গুইসাপ আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী একটা প্রাণী। বিষাক্ত পোকামাকড়, ইদুর, সাপের ডিম,সাপের বাচ্চা খেয়ে জীবনধারণ করে থাকে।

গুইসাপ পরিবেশের জন্য খুবই উপকারী একটি প্রাণী। এদের উপকারীতাগুলো নিচে তুলে ধরা হলো:
১. পরিবেশের ভারসাম্য রক্ষা
গুইসাপ একটি গুরুত্বপূর্ণ 'পরিবেশ বন্ধু' প্রাণী, যা খাদ্য শৃঙ্খলে একটি বিশেষ ভূমিকা পালন করে। এরা বিষধর সাপ, ইঁদুর, ক্ষতিকর পোকামাকড়, শামুক, ব্যাঙ ও বিভিন্ন প্রাণীর ডিম খেয়ে থাকে। এভাবে তারা এসব প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যদি এদের সংখ্যা কমে যায়, তাহলে ইঁদুর ও সাপের উপদ্রব বেড়ে যেতে পারে, যা মানুষের জন্য ক্ষতিকর।
২. কৃষিক্ষেত্রে অবদান
গুইসাপ ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর খেয়ে ফসলের ফলন বাড়াতে পরোক্ষভাবে সাহায্য করে। অনেক সময় ইঁদুর প্রতিদিন প্রচুর ধানের শীষ কেটে নষ্ট করে। একটি গুইসাপ দৈনিক ৫০টিরও বেশি ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। তাই এদেরকে **'কৃষকের বন্ধু'**ও বলা হয়।
৩. পরিবেশ পরিচ্ছন্ন রাখা
গুইসাপ পচা-গলা বা মৃত প্রাণীর মাংস (carrion) খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি রোগজীবাণু ছড়ানো রোধ করতেও ভূমিকা রাখে।
৪. অর্থনৈতিক গুরুত্ব
বিশ্ববাজারে গুইসাপের চামড়ার প্রচুর চাহিদা রয়েছে। এই চামড়া দিয়ে মানি ব্যাগ, বেল্ট, জুতো এবং ভ্যানিটি ব্যাগের মতো দামি জিনিসপত্র তৈরি করা হয়। একারণে চোরা শিকারিদের কাছে এটি একটি লোভনীয় পণ্য। অনেকে এদের মাংস এবং তেল ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে ব্যবহার করে, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
দুঃখের বিষয় হলো, এই উপকারী প্রাণীটি এখন চোরাচালান, বনভূমি ধ্বংস এবং মানুষের অজ্ঞতার কারণে বিলুপ্তির পথে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুইসাপকে সংরক্ষণ করা খুবই জরুরি।

14/03/2025

এড . ওয়ারেছ আলী মামুন এমপি হলে ইনশাআল্লাহ লক্ষীরচর ইউনিয়ন এর সকল উন্নয়নে পাশে থাকবে।

09/02/2025

ফ্যাসি*স্ট খু*নি হাসিনা দীর্ঘ পনেরোটা বছর দেশের জনগ্ণকে যে পরিমান অত্যাচা*র নিপীড়ন করেছেন,তার সকল কূ-কীর্তি মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করতে হবে,যাতে করে যুগ যুগ ধরে দেশের সকল জনগণ মনে রাখতে পারে। এমনকি পবর্তীতে এমন সসরকার যেন আর না আসতে পারে।

30/01/2025
27/01/2025

বিগত ফ্যাসিস্ট সরকার থাকাকালীন আমরা জামালপুর বিএনপি জামালপুর এর কোন ভিডিও কিংবা সংবাদ প্রচার করতে পারি নাই। আমাদের প্রিয় নেতা এড. শাহ মোঃ অয়ারেছ আলী মামুন সাহেবের কোন প্রোগ্রামের ছবি কিংবা কোনও ভিডিও প্রকাশ করতে পারি নাই। আল্লাহর রহমতে খোদার মেহেরবানিতে ১৭ বছর হয়রানির পর নতুন সূর্যের আলো পেয়েছি আমরা বিএনপি পরিবার। আসুন আমাদের প্রিয় নেতা ও প্রিয় দলের ভালবাসার সকল কার্যক্রম সোস্যাল মিডিয়ায় যার যার অবস্থান থেকে প্রচার করি।

21/12/2024
06/12/2024

তারেক রহমান সহ সকল আসামী খালাস পাওয়ায় জামালপুর জেলা বিএনপির উদ্যেগে আলোচনা ও দোয়া মাহফিল।
প্রধান অতিথিঃ- এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন
সভাপতিঃ- মোঃ লিয়াকত আলী
সঞ্চালনায়ঃ- শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ

04/12/2024
25/11/2024

যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মীসভায়-২০২৪ , বক্তব্য রাখছেন জামালপুর জেলা যুবদলের আহবায়ক যুব আইকন সজিব খান।
জামালপুর জেলা
২৪-১১-২০২৪

Address

Kuala Lumpur
2000

Telephone

+8801729879143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Exclusive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid Exclusive:

Share