29/04/2025
পৃথিবীতে কোন জাদুকরী পাসপোর্ট থেকে থাকলে এটা হচ্ছে সেই একটি জাদুকরী সবুজ পাসপোর্ট।
যাদুকরী পাসপোর্ট কেন সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলছি।
পৃথিবীর অন্যান্য দেশের পাসপোর্টকে ইমিগ্রেশন অফিসাররা পাত্তাই দেন না, অন্যান্য দেশের পাসপোর্ট হাতে নেয়ার পর ইমিগ্রেশন অফিসাররা খুশি হন না, কেয়ার করেন না সাথে সাথেই তাদের সিল দিয়ে কোন রকমে দ্রুত এন্ট্রি দিয়ে দেন মানে তাদের এখানে দেরি করিয়ে ইমিগ্রেশনে ভীর জমানোর কোন মানে নেই তাই তাদের দ্রুত দেশের মধ্যে প্রবেশের অনুমতি দিয়ে দেন।
এবার আসি আমাদের জাদুকরী পাসপোরর্টের কথা, ইমিগ্রেশন অফিসার এই পাসপোর্ট হাতে নিয়েই কাপতে থাকেন৷ তাদের চেহারার পরিবর্তন হয়ে যায়, কথা বলার পূর্বেই পাসপোর্ট হাতে নিয়েই দাঁড়িয়ে যান, সন্মান দিয়ে বলেন যে আমার মত ছোট অফিসার দিয়ে হবেনা বড় অফিসার লাগবে।
দ্রুত ভিআইপি রুমে নিয়ে যান, বসান এবং কিভাবে আপ্যায়ন করতে পারেন সেই বিষয়ে না না প্রশ্ন করতে থাকেন।
তখনো তিনি পাসপোর্ট খুলে পর্যন্ত দেখেন নি এর মধ্যেই উনার চেহারার এত পরিবর্তন হয়ে যায়। ভাবেন একবার এটা জাদু ছাড়া আর কি হতে পারে।
পাসপোর্টের এমন যাদুকরী ক্ষমতা নিজে নিনে আসে নাই, আমরাই নিয়ে আসছি।
আমাদের যেই সুনাম হয়েছে বিভিন্ন দেশে তা মুছতে খুব কষ্ট হবে বুঝা যাছে। আপনাদের অনুরোধ করবো এসব থেকে একটু বের হয়ে আসুন না হয় দিনদিন ভ্রমণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে।
সবার মধ্যে থেকে যখন এই সবুজ পাসপোর্টধারীদের আলাদা করে নেয় তখন ব্যাপারটা একদমই ভালো মানায়না।
অনেক ইমিগ্রেশন অফিসারকে বলতে শুনেছি যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওভার স্টে হয়ে আছে।
ছোট ছোট দেশ গুলো পর্যন্ত ছাড়ে নাই।
এ অবস্থা থেকে বের না হলে ভবিষ্যৎ ভ্রমণ খুব কঠিন হয়ে আসছে। তাই সবাই ভালোভাবে ভ্রমণ করুন।