Sadat’s family vlogs

Sadat’s family vlogs Let’s explore the world together

সবাইকে জানাই শ্রমিক দিবসের অনেক শুভেচ্ছা
01/05/2025

সবাইকে জানাই শ্রমিক দিবসের অনেক শুভেচ্ছা

বিদেশের জন্য নিচের স্কিলগুলো খুবই জরুরি :১/ ড্রাইভিং শিখেন,লাইসেন্স প্রস্তুত রাখেন।২/ কম্পিউটার সম্পর্কে দক্ষতা রাখেন।৩/...
30/04/2025

বিদেশের জন্য নিচের স্কিলগুলো খুবই জরুরি :

১/ ড্রাইভিং শিখেন,লাইসেন্স প্রস্তুত রাখেন।

২/ কম্পিউটার সম্পর্কে দক্ষতা রাখেন।

৩/ আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখে রাখেন

৪/ যেই দেশে আসবেন সেই দেশের ভাষা সম্পর্কে ধারণা নিয়ে আসেন।

৫/ নিজের জন্য হলেও রান্নার কাজ শিখে রাখেন।

৬/ ইলেকট্রনিক ও মোবাইল ডিভাইস ইত্যাদির কাজ জানতে পারলে ভালো।

৭/ গুগল থেকে সব ধরনের তথ্য বের করায় পারদর্শী হওয়ার চেষ্টা করুন।

৮/ কমিনিউকেশন কিভাবে সুন্দর করতে হয় ভিডিও দেখে শিখে রাখুন।

৯/ নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার কৌশল শিখুন।

১০/ পরিশ্রমের মনমানসিকতা নিয়ে আসুন।

আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্...
29/04/2025

আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম অনলাইনে ফিলাপ করতে হয়। এটি অনেকেই না জানার কারণে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয়। বাংলাদেশে কিছু কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করে থাকে। এ ছাড়া আপনি লম্বা লাইন ধরে যদি ইমিগ্রেশন অফিসারের ডেস্ক এর সামনে থেকে যদি ফেরত আসতে হয় তাহলে কেমন লাগবে? সুতরাং ট্রাভেল করার সময় এই এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম যথাসময়ে ফিলাপ করে নিবেন।
নিছে কিছু দেশের Arrival Card & Customs Declaration Form এর অথেনটিক লিঙ্ক সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। আশাকরি সবার উপকারে আসবে

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa
🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain
🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home
🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/
🇵🇭Philippine - https://etravel.gov.ph/
🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller
🇧🇳Brunei - https://www.imm.gov.bn/

29/04/2025

শুভ সকাল

পৃথিবীতে কোন জাদুকরী পাসপোর্ট থেকে থাকলে এটা হচ্ছে সেই একটি জাদুকরী সবুজ পাসপোর্ট। যাদুকরী পাসপোর্ট কেন সেটা হয়তো অনেকেই...
29/04/2025

পৃথিবীতে কোন জাদুকরী পাসপোর্ট থেকে থাকলে এটা হচ্ছে সেই একটি জাদুকরী সবুজ পাসপোর্ট।
যাদুকরী পাসপোর্ট কেন সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলছি।
পৃথিবীর অন্যান্য দেশের পাসপোর্টকে ইমিগ্রেশন অফিসাররা পাত্তাই দেন না, অন্যান্য দেশের পাসপোর্ট হাতে নেয়ার পর ইমিগ্রেশন অফিসাররা খুশি হন না, কেয়ার করেন না সাথে সাথেই তাদের সিল দিয়ে কোন রকমে দ্রুত এন্ট্রি দিয়ে দেন মানে তাদের এখানে দেরি করিয়ে ইমিগ্রেশনে ভীর জমানোর কোন মানে নেই তাই তাদের দ্রুত দেশের মধ্যে প্রবেশের অনুমতি দিয়ে দেন।
এবার আসি আমাদের জাদুকরী পাসপোরর্টের কথা, ইমিগ্রেশন অফিসার এই পাসপোর্ট হাতে নিয়েই কাপতে থাকেন৷ তাদের চেহারার পরিবর্তন হয়ে যায়, কথা বলার পূর্বেই পাসপোর্ট হাতে নিয়েই দাঁড়িয়ে যান, সন্মান দিয়ে বলেন যে আমার মত ছোট অফিসার দিয়ে হবেনা বড় অফিসার লাগবে।
দ্রুত ভিআইপি রুমে নিয়ে যান, বসান এবং কিভাবে আপ্যায়ন করতে পারেন সেই বিষয়ে না না প্রশ্ন করতে থাকেন।
তখনো তিনি পাসপোর্ট খুলে পর্যন্ত দেখেন নি এর মধ্যেই উনার চেহারার এত পরিবর্তন হয়ে যায়। ভাবেন একবার এটা জাদু ছাড়া আর কি হতে পারে।

পাসপোর্টের এমন যাদুকরী ক্ষমতা নিজে নিনে আসে নাই, আমরাই নিয়ে আসছি।
আমাদের যেই সুনাম হয়েছে বিভিন্ন দেশে তা মুছতে খুব কষ্ট হবে বুঝা যাছে। আপনাদের অনুরোধ করবো এসব থেকে একটু বের হয়ে আসুন না হয় দিনদিন ভ্রমণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে।
সবার মধ্যে থেকে যখন এই সবুজ পাসপোর্টধারীদের আলাদা করে নেয় তখন ব্যাপারটা একদমই ভালো মানায়না।
অনেক ইমিগ্রেশন অফিসারকে বলতে শুনেছি যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওভার স্টে হয়ে আছে।
ছোট ছোট দেশ গুলো পর্যন্ত ছাড়ে নাই।
এ অবস্থা থেকে বের না হলে ভবিষ্যৎ ভ্রমণ খুব কঠিন হয়ে আসছে। তাই সবাই ভালোভাবে ভ্রমণ করুন।

মনোবিজ্ঞানীদের মতে,পরিবারের সবচেয়ে অসহায় এবং  হতাশাগ্রস্থ ব্যাক্তিটি হচ্ছে পরিবারের বড় মেয়ে,কারন তার উপর সবথেকে বেশী মান...
29/04/2025

মনোবিজ্ঞানীদের মতে,পরিবারের সবচেয়ে অসহায় এবং হতাশাগ্রস্থ ব্যাক্তিটি হচ্ছে পরিবারের বড় মেয়ে,কারন তার উপর সবথেকে বেশী মানসিক চাপ থাকে,পরিবারের সবার সেক্রিফাইস সে একাই করে😰

29/04/2025

বিয়ের আগে বাবার আর বিয়ের পরে সামীর পরিচয়ে মেয়েরা পরিচিত হয়
এটাই বাস্তব

আপনার জন্য সবচেয়ে টক্সিক অথবা মারাত্মক মানুষ হচ্ছে সে যে আপনাকে ভালোওবাসেনা আবার ছেড়েও যায়না 😌
21/04/2025

আপনার জন্য সবচেয়ে টক্সিক অথবা মারাত্মক মানুষ হচ্ছে সে যে আপনাকে ভালোওবাসেনা আবার ছেড়েও যায়না 😌

এই আমগুলো কিভাবে খাব?🤔🤔
19/04/2025

এই আমগুলো কিভাবে খাব?🤔🤔

নরসিংদীর বিখ্যাত চ্যাপা শুটকি দিয়ে মিষ্টি কুমড়াকার কার পছন্দের
19/04/2025

নরসিংদীর বিখ্যাত চ্যাপা শুটকি দিয়ে মিষ্টি কুমড়া
কার কার পছন্দের

রাতের জন্য রান্না করবো আমার অনেক পছন্দের কোরাল মাছ দিয়ে শীম আলু টমেটোর ঝোল,এই তরকারিটা রান্না করলেই আমার দেশের শীত কালের...
16/04/2025

রাতের জন্য রান্না করবো আমার অনেক পছন্দের কোরাল মাছ দিয়ে শীম আলু টমেটোর ঝোল,এই তরকারিটা রান্না করলেই আমার দেশের শীত কালের কথা মনে পরে যায়

মাঝে মাঝে বাসায় খেতে আমার ভালো লাগেনা,বাসায় রান্না করেও আজকে বাইরে চলে গিয়েছিলাম রাতের খাবার খেতে,মালেয়শিয়ান লোকাল খাবার...
15/04/2025

মাঝে মাঝে বাসায় খেতে আমার ভালো লাগেনা,বাসায় রান্না করেও আজকে বাইরে চলে গিয়েছিলাম রাতের খাবার খেতে,মালেয়শিয়ান লোকাল খাবার আমার ভীষণ প্রিয়,ধন্যবাদ আমার বাবুর আব্বুকে এত রাতে বাইরে আমার পছন্দের খাবার খেতে নিয়ে যাওয়ার জন্য🥰🌷

Address

Petaling Jaya
Kuala Lumpur
55000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadat’s family vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share