
21/09/2025
আগামীতে নতুন নিয়মে প্রবাসীদের Fomema মেডিকেলে, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, ও এক্স এর সাথে, হাতের ফিঙ্গার প্রিন্ট যোগ করার কথা ভাবতেছেন।
বর্তমানে অনেক বিদেশী নাগরিক অনেকেই কন্টাক্ট মেডিকেল বা অন্যের মেডিকেল দিয়ে নিজের নামে অনলাইন করে নেয় , যা একটি চক্র আনফিট শ্রমিকদের মেডিকেল ফিট করে দিচ্ছে অনলাইনে।
তাইতো এই নতুন পদ্ধতি চালুর বিষয়ে,বিশেষ দৃষ্টি দিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
যারা মেডিকেল আনফিট হয়ে যাবে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
কবে থেকে চালু হবে বা কোন সিস্টেমে হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরেই ইনশাল্লাহ আপডেট পাবেন।
প্রবাস তথ্য সেবা