প্রবাস তথ্য সেবা

প্রবাস তথ্য সেবা আসসালামুয়ালাইকুম।
প্রবাস তথ্য সেবা য় আপনাকে স্বাগতম।
প্রবাসের সমস্ত তথ্য পেতে লাইক দিয়ে সাথে থাকুন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুকে জানিয়েছেন, আজ সকালে তিনি তাঁর “প্রিয় বন্ধু” ও গণপ্রজাতন্ত্রী বাংলা...
12/08/2025

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুকে জানিয়েছেন, আজ সকালে তিনি তাঁর “প্রিয় বন্ধু” ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন।
ড. ইউনুস গতকাল থেকে শুরু হওয়া তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

আপনার কাছে প্রবাসীদের প্রথম চাওয়া, অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো। জেলখানায় আটককৃত ...
09/08/2025

আপনার কাছে প্রবাসীদের প্রথম চাওয়া, অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো।

জেলখানায় আটককৃত প্রবাসীদের, দ্রুত দেশে পাঠানো, পাসপোর্ট রিনিউ কার্যক্রম সহজ ও দ্রুত করা।

কলিং ভিসার সিন্ডিকেট বন্ধ করা, এয়ারপোর্ট হয়রানি বন্ধ করা, প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো।

প্রবাসীদের এই সমস্ত যৌক্তিক দাবি গুলো, আশা করি আমাদের মহামান্য উপদেষ্টা প্রধান প্রফেসর মোঃ ইউনুস স্যার আন্তরিকতার সাথে দেখবেন।

প্রবাসীদের জন্য সুখবর! কমবে হয়রানি।সোমবার সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণ করে এই মাইলফলক...
05/08/2025

প্রবাসীদের জন্য সুখবর! কমবে হয়রানি।
সোমবার সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণ করে এই মাইলফলক স্পর্শ করে।

ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যার পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন তাহসিন। যাত্রী নামানোর পর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলমান পরীক্ষার অংশ হিসেবে জিডিজিএস, বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ-সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ও পানি সরবরাহব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।

Dhaka Post

01/08/2025

জি এটাই পুরুষ.!!
একমাত্র পরিবারের সুখের দিকে তাকিয়ে, এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রবাস জীবনে।
👉 প্রবাস টিভি Probas Tv

01/08/2025

অনেক স্বপ্ন নিয়ে বাহরাইনে পাড়ি জমায় এই দুই প্রবাসী ভাই,নিয়তির কাছে হেরে গিয়ে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

🔥 দেশটা মনে হয় তাদের বাপ দাদার..... প্রবাসীরা দেশ বিক্রি করে প্রবাসে আসেনি, বরং রাজনৈতিক নেতারাই দেশ বিক্রি করে বিদেশে প...
18/07/2025

🔥 দেশটা মনে হয় তাদের বাপ দাদার.....

প্রবাসীরা দেশ বিক্রি করে প্রবাসে আসেনি, বরং রাজনৈতিক নেতারাই দেশ বিক্রি করে বিদেশে পারি জমায়। দেশের মেহনতি মানুষের টাকা দিয়ে বিদেশে আরাম আয়েশে কাটায়। তাদের রাজনীতি বন্ধ করা উচিত প্রবাসীদের নয়।
দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না।
প্রবাসীদের নিয়ে এরকম মন্তব্যের নিন্দা অর প্রতিবাদ জানাচ্ছি।
এর সাথে সাথে বিএনপির শীর্ষ স্থান থেকে এই বিষয়ে সুস্পষ্টভাবে ব্যাখা চাইছি।
আমাদের স্পষ্ট কথা জাতীয় সংসদে সকল প্রবাসীদের পক্ষ থেকে ২ জন সদস্য রাখতে হবে।
প্রবাসীদের লাঞ্চিত করে কথা বললে কোনোভাবেই সহ্য করা হবেনা।
Loud and clear.

17/07/2025

ই-পাসপোর্ট রি-নিউ এর জন্য ESKL এর এপয়েন্টমেন্ট করে দেওয়া যাবে, কোন টাকা দেওয়া লাগবে না, শুধু নামাজ পড়ে দোয়া করবেন 🤲
হোয়াটসঅ্যাপ 011-6326 4256

25/06/2025

ভয়াবহ অগ্নিকাণ্ডে শিকার কেলাং মেরুর একটি কোম্পানি।
সর্বশেষ আপডেট ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ইতিমধ্যে পৌঁছে গেছে।

২৭ বাংলাদেশি সহ ৩৯ জন আটক।ইমিগ্রেশন দপ্তরের অভিযানে অবৈধ ই-ওয়েস্ট প্রক্রিয়াজাতকরণ কারখানা ধরপাকড়মালয়েশিয়া ইমিগ্রেশন...
22/06/2025

২৭ বাংলাদেশি সহ ৩৯ জন আটক।
ইমিগ্রেশন দপ্তরের অভিযানে অবৈধ ই-ওয়েস্ট প্রক্রিয়াজাতকরণ কারখানা ধরপাকড়

মালয়েশিয়া ইমিগ্রেশন দপ্তর (JIM) জাতীয় নিবন্ধন দপ্তরের সহযোগিতায় সেলাঙ্গরের পুলাউ ইন্দাহ এলাকায় একটি কারখানায় অভিযান চালায়, যেখানে অবৈধভাবে ইলেকট্রনিক বর্জ্য (ই-ওয়েস্ট) প্রক্রিয়াজাত করা হচ্ছিল। একইসাথে, বিলাসবহুল আবাসিক এলাকায় অনলাইনে প্রতারণার জন্য ব্যবহৃত কয়েকটি বাসস্থানে ও অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, এসব প্রতারণার কর্মকাণ্ড বিদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত হচ্ছিল।

মোট ৪২ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ৩৯ জন বিদেশি ও তিনজন স্থানীয় মালয়েশিয়ান নাগরিক ছিলেন। তল্লাশির ফলাফলে ৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে ৪ জন পুরুষ ও ১২ জন নারী চীনা নাগরিক এবং ২৭ জন পুরুষ বাংলাদেশি নাগরিক রয়েছে।

অভিযান দলটি পরবর্তীতে কাজাং এবং কুয়ালালামপুরের একটি বিলাসবহুল আবাসিক এলাকায় দ্বিতীয় অভিযান চালায়, যেখানে অনলাইন প্রতারণার কার্যক্রম চলছিল বলে সন্দেহ করা হয়। সেখানে তল্লাশিতে চারজন চীনা পুরুষ, তিনজন চীনা নারী, এক চীনা শিশু মেয়ে এবং একজন তাইওয়ানের পুরুষ নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া সাতটি সাক্ষীর সমন জারি করা হয়েছে।

আটককৃত সকল বিদেশিকে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

ইমিগ্রেশন দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, অবৈধভাবে থাকা, অনুমতিপত্রের সময়সীমা অতিক্রম বা ভিসার অপব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো প্রকার আপোস করা হবে না। যারা অবৈধ অভিবাসীদের চাকরি দেয় বা আশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জুমা মুবারক
20/06/2025

জুমা মুবারক

20/06/2025

VIP ফ্লাইটের জন্য, অন্য ফ্লাইটের এক ঘন্টা বিলম্ব হতো,এখন থেকে এই বিলম্ব আর হবে না বলে জানিস অন্তর্বর্তীকালীন সরকার।

নকল ভিসা ব্যবহার থেকে বিরত থাকুন। আপনাদের কে দিয়ে সিন্ডেকেট রা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।প্রবাস তথ্য সেবা
19/06/2025

নকল ভিসা ব্যবহার থেকে বিরত থাকুন। আপনাদের কে দিয়ে সিন্ডেকেট রা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

প্রবাস তথ্য সেবা

Address

Kuala Lumpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস তথ্য সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাস তথ্য সেবা:

Share