
28/07/2025
সময় মানুষকে অনেক কিছু শিখায়। ভাল মন্দের মাপকাঠি হল সময়। সময় মানুষকে অর্থহীন অবস্থার সামষ্টিক অভিজ্ঞতা দেয়। ভাল সময় সফলতাকে আলিঙ্গন করায়। সময় আপনাকে বুঝিয়ে দিবে সর্ত সাক্ষেপে প্রকৃতির নিয়ম অনুসুরন করে। তাই নিজের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। কারণ সার্তপর সময় পেক্ষাপট অনুসারে পরিবর্তন হয়। তাই সুসময় ও দুঃসময় সবার জীবনকেই চলমান নদীর পানির মতো মিশ্রীত আকৃতির রুপ রেখা অংকন করে রাখে। সবাইকে এই দুইটি প্রত্যয়ের সাতে দেখা করতে হবে। আর এই দুই সময়ের স্বাদ সবাইকে গ্রহন করাই লাগবে।