
31/07/2025
ভালবাসার মূল্য সবাই বুজে না। যদি তোমার মনের ভিতরে দোষ থাকে তাহলে সবএ তুমি খুত খুজতে থাকবে। এটা বলল না কেন, ওটা করল না কেন, এটা বলছে কেন,, আজাইরা যত সব মেন্টালিটি। আরে ভাই তুমি যতটুকু পাইছো তার জন্য কৃতজ্ঞ থাক আন্তরিক থাক। তাতে করে দেখবা যে মনের ভিতরে থেকে আর দোষ ধরা আসবে না খুত ধরা আসবে না। তখন ভাল টা ভালই মনে হবে।📌📌 হিংসা আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। কারও ক্ষতি বা রিজিক নষ্ট করার চিন্তা কর না তাহলে সেটার ভুক্ত ভুগী নিজেকে হতে হয়।
📌📌বিশেষ দ্রষ্টব্য📌📌 : সব বউ এর বুদ্ধি ভাল হয় না। কিছু কিছু বউ এর বেশি বুদ্ধি চালানোর জন্য ভাল হওয়ার থেকে ক্ষতি হয় বেশি। 📌📌এজন্যই কথায় বলে মাইগগা বুদ্ধি ভালো না📌📌