07/04/2025
গ[জা অঞ্চলের এক ভাই আমাকে জানেলেন আসল ষড়যন্ত্রকারী কারা।
গতকাল চায়নাতে ফি{লি{স্তিনি গ{জার এক ভাই, আমার টি-শার্টে ফি{লি{স্তিনি পতাকা দেখে এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, “আপনি কি ফি{লি{স্তানের পক্ষে?”
আমি “হ্যাঁ” বলার পর, আমার সাথে তিনি ৩০ মিনিট ধরে চোখে জল নিয়ে কথা বললেন । তিনি জানালেন, গা{জ[র পেছনে ফিলিs{তান নেতারাই ষড়যন্ত্র চালাচ্ছে—তারা নিজেদের পকেট বরছে, বড়লোক হচ্ছে এবং সেই টাকা দেশের বাহিরে নিয়ে তারা শান্তিতে থাকছে, এবং তাদের মুল পরিকল্পনা গ{জা বাসিকে খুবই দ্রুত জর্ডান বা অন্য দেশের দিকে পাঠিয়ে দেওয়া। তিনি তাদের গপন টেলিগ্রাম গ্রুপ আমায় দেখালেন এবং সেখানে তাদের সকল আপডেট তারা দেখতে পান। কতো মানুষের জীবন জরেছে এবং গ্রুপে একজন গ{জা সেনা ছবি দেখিয়ে তিনি আমায় বললেন তুমি কি তাকে চেনো, আমি বললাম হে চিনি তবে নাম মনে নেই।
তার মুল কথা মধ্যে যা বুজতে পারলাম ফিলি}তান এর নেতা গুলো ষড়যন্ত্র করছে, গা{ জা শেষ করার জন্য এবং তারা আর বেশী সময় টিকে থাকতে পারবে না বলে তিনি আমায় জানিয়েছেন।
ভয়ে তাঁর দিন কেটে যাচ্ছে—তিনি এখন জর্ডান যাচ্ছেন, এবং বললেন চায়নাতেও তিনি নিরাপদ নন। বললেন, ফোনে যদি এসব প্রমাণ পাওয়া যায়, তাকেও ছেড়ে দেবে না। তাঁর চোখে পচন্ড ভয় ছিল, আমার মনে হচ্ছিল, তিনি না—আমি নিজেই সেই মানুষ।
আমার শেষ কথা; ইতিহাস সাক্ষী, যারা নির্যাতিত হয়েছে, শেষ জয় তাদেরই হয়েছে। আল্লাহর কসম, সেই পবিত্র মাটির সংগ্রাম কেউ থামাতে পারবে না।
-আলিফ মাহমুদ