Law of Logic

Law of Logic It's online service Media and Entertainment

09/03/2025

জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:

I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে।

II. যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ঐ জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন- সি.এস খতিয়ান, এস.এ খতিয়ান , আর.এস খতিয়ান, বি.এস/ঢাকা সিটি জরীপের খতিয়ানসহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল(chain of title), নামজরী খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলাসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র।

III. যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভুমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।

IV. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষমুলে বণ্টন হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে।

V. উক্ত জমিটি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোন প্রকার মামলা নিস্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে জমিটি বন্ধক/ দায়বদ্ধতা আছে কিনা।

VI. যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু স¤পত্তি কিনা বা সরকার কোন কারনে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে।

VII. জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে।

VIII. সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে।

IX. জমির মালিকানা স্বত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সি.এস/আর.এস/বি.এস/ঢাকা সিটি জরীপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ঐ জমিটি সেই দাগের কিনা এবং সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে।

X. এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারনে ভোগ দখলে বাধাগ্রস্থ হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোন বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে।

25/02/2025

ধ*র্ষ*ণের সময় মূখ থেকে ওড়না টা সরিয়ে নিস। না হলে বাসায় গিয়ে দেখবি ওটা তোরই বোন ছিলো।
✌️🙊

18/02/2025
ক্ষমতার লোভ মানুষকে কত লাঞ্ছিত করে তার প্রমাণ সাকিব আল হাসান😭          বিদায় লিজেন্ড🥀💔
19/10/2024

ক্ষমতার লোভ মানুষকে কত লাঞ্ছিত করে
তার প্রমাণ সাকিব আল হাসান😭
বিদায় লিজেন্ড🥀💔

19/10/2024

A good man doesn't love a million girls, he loves one girl in million ways.

যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়,তেঁতুল তলায় আসিও রাত ১২ টার সময়।😊😊
03/09/2024

যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়,
তেঁতুল তলায় আসিও রাত ১২ টার সময়।😊😊

ব্যানারে একজন বেগানা মহিলার ছবি প্রদর্শন করে, মসজিদে দোয়া মাহফিল ইসলাম কতটুকু বৈধতা দিয়েছে?
02/09/2024

ব্যানারে একজন বেগানা মহিলার ছবি প্রদর্শন করে, মসজিদে দোয়া মাহফিল ইসলাম কতটুকু বৈধতা দিয়েছে?

02/09/2024

চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী। তেমনি বাংলাদেশের দুঃখ আওয়ামী লীগ/ বিএনপি / জাতীয় পার্টি। শুধু আলাদা আলাদা ক্যারেক্টার৷ কিন্তু গল্প একই। 🙂

27/08/2024

বিগত স্বৈরাচার সরকারের এত এত ভূলত্রুটি থাকা সত্ত্বেও দলের একজন নেতা-কর্মীও কিঞ্চিৎ অনুশোচনা তো দুরের কথা আত্মসমালোচনা বা আত্মোপলব্ধি পর্যন্ত করে না। একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে...! ক্ষমতা মানুষকে অহংকারী করে তুলে।

Address

Petaling Jaya
47400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law of Logic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share