B I b e k-বিবেক

B I b e k-বিবেক মাকে যারা ভালোবাসেন লাইক দেন

19/11/2025

এটা সেই ছিল🔥
Bangladesh Football Federation

18/11/2025

বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়.!🖤

18/11/2025

শেষমেশ সবাই আমাকে মাটির নিচে শুইয়ে
রেখে চলে যাবে, আর নিঃসঙ্গতাই হবে আমার
চিরসঙ্গী|

18/11/2025

ইয়া রব,
অতিরিক্ত কিছুই চাই না। যতটুকু হলে জীবন সুন্দর হয় আমাকে ততটুকু দান করুন।

17/11/2025

Everyone has a replacement. আপনি যদি ভাবেন আপনি কারও খুব ভালো বন্ধু, আপনাকে ছাড়া তার চলবেই না। তাহলে আপনি ভুল ভাবছেন। তার জীবনে আপনার জায়গাটা কেউ না কেউ এসে নিয়ে নিবেই। হয়তো সে নিজ থেকেই আপনাকে রিপ্লেস করে ফেলবে। জীবনে প্রতিটা জিনিস আসলেই এরকমই। কারও জন্য কোথাও কিছু থেমে থাকে না। কোথাও না। হয়তো মানুষ সাময়িকভাবে কষ্ট পায়, ভুলতে কিংবা মেনে নিতে একটু সময় লাগে।

তবুও আমি জীবনে দু চারটে মানুষ দেখেছি, যাদের কাছে হাজারটা ব্যাটার রিপ্লেমেন্ট থাকতেও তারা শুধুমাত্র সেই মানুষটার জন্য নিজেদের জীবনে একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছে সবসময়। হয়তো রোজ কথা হয় না, দেখা হয় না। তবুও, আজও সেই তার প্ৰিয় বন্ধু। সেই জায়গাটা কেউ নিতে পারিনি; বা সে তার জীবনে ঐ জায়গাটা কাউকে দেয় নি। কারও জীবনে ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারা বা কারও জীবনে ঐটুকু মূল্যায়ন পাওয়া ভীষণরকম ভাগ্যের।

কেউ যদি আপনাকে তার জীবনে ঐ জায়গাটায় রাখে তবে তার সর্বোচ্চ মূল্যায়ন করুন। কৃতজ্ঞ হোন। আপনার প্রতি তার বিশ্বাস, আস্থা, ভরসার যথাযথ মর্যাদা দিতে চেষ্টা করুন। গুরুত্ব দিয়ে এই মানুষগুলোকে আগলে রাখুন। কারণ আপনি সেই ভাগ্যবান মানুষদের একজন যে বন্ধুর মতো বন্ধু পেয়েছেন বা কোন একজন মানুষের সত্যিকারের ভালোবাসা পেয়েছেন। সবার জীবনে এরকম কেউ থাকে না। এইটুকু সবাই পায় না। আসলেই পায় না।।

18/09/2025
15/07/2025
21/04/2025

Address

Port Klang

Website

Alerts

Be the first to know and let us send you an email when B I b e k-বিবেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to B I b e k-বিবেক:

Share