Talha Diary

Talha Diary নিজের সম্পর্কে বলার মত কোন গল্প নাই!😀
ভিডিওগুলো ভাল লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়েন!
(1)

21/04/2025

কারো জীবনে প্রথম পুরুষ হতে পারাটা সৌভাগ্য কিন্তু হয়েও থাকতে না পারাটা চরম দূর্ভাগ্য! ❤️‍🩹🎧

কঠিন বাস্তব থেকে অনুভব!

20/04/2025

ভুল!

20/04/2025

শেষ কবে বিষন্নতাহীন চিন্তা মুক্ত হয়ে ঘুমিয়েছি মনে নাই! 🖤🎧

19/04/2025

তোমার ভালোবাসা পাওয়া, না পাওয়া নিয়ে আর কোনো আক্ষেপ নেই। তোমার অযাচিত সময় ভিক্ষা চাইতে আর ভালো লাগে না। মন চাইলে ভালোবাসো, মন না চাইলে বেসো না-দুঃখ নেই। আমায় ভালোবাসার কোনো বাধ্যবাধকতা নেই তোমার।

স্রেফ মুখে " ভালোবাসি" বললেই হৃদয় কভু পুলকিত হতে পারে না। ভালোবাসা প্রমাণ চায়, আস্থা চায়। ভালোবাসা বোঝা যায় আচরণে, গুরুত্বে এবং দুঃখের দিনে। তুমি ভালোবাসলেও সই, না বাসলেও সই। কোনো তফাত নেই।

মেনে নিয়েছি সব।

পৃথিবীতে ভালোবাসার সময় কভু ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। যার মনে ভালোবাসা জন্মায়নি কখনো, সে কভু ভালোবাসে না। ভালোবাসার ভান করে ভালোবাসা যায় না। উপলব্ধি না হলে ভালোবাসা যায় না। অনুভবে, অস্তিত্বে মিশে না থাকলে ভালোবাসা যায় না।

মানুষ ভালোবাসে বলেই জীবনের সবচাইতে কঠিন মূহুর্তে ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকতে চায়। মানুষটাকে পাশে চায়, মানুষটার সঙ্গ চায়, মানুষটাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে থাকে, মানুষটা ছাড়া এক মূহুর্ত থাকতে পারে না।

তোমার ভালোবাসা পাওয়ার আর কোনো আকাঙ্খা নেই। কোনো সম্ভাবনা নেই, কোনো নিশ্চয়তা নেই। তুমি বরং তোমাকেই ভালোবাসো, নয়তো অন্য কাউকে, তাতে কোনো দুঃখ নেই।

ভালোবাসা এবং সময় চেয়ে নেয়ার জিনিস নয়। যার প্রতি ভালোবাসা জন্মায়, তাকে ছাড়া মানুষ থাকতে পারে না। তুমি দিব্যি থাকো, তাতে কোনো আক্ষেপ নেই। তোমার ভালোবাসা পাওয়ার আর কোনো ইচ্ছেই নেই আমার। তোমার ভালোবাসা পাওয়া, না পাওয়া দু'টোই সমান এখন। তোমার এমন অনিশ্চিত ভালোবাসা পাওয়ার চাইতে না পাওয়াই জীবনের সবচাইতে বড় নিশ্চয়তা! 🖤🎧

18/04/2025

ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না। প্রচন্ড মানসিক অশান্তি নিয়ে, দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও তোমায় বলতে ইচ্ছে করে না, আমি ভালো নেই!

আজকাল কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না। আমার মন খারাপের কারণ, বিষন্নতার দায়ভার, অভিযোগ-অনুযোগ কিচ্ছু না।

এই যে দিনের পর দিন কথা বলো না, সময় দাওনা, খোঁজ নাওনা, কিভাবে বাঁচি জানতে চাওনা, তবুও কি জোর করি তোমায়? দেদারসে ভুলে যাও সব, ভুলে থাকো। মাঝে মাঝে ভালোবাসো এটা জানান দিতে আসো অথচ মন জানে, ঠিক কতটুকুই বা বেসেছো ভালো।

প্রচন্ড মন খারাপে কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসলেও তোমায় বলি না আর, বলে কী হয়?

তুমি দায়সারা ভাব নিয়ে কথা বলো। অনিয়মে জর্জরিত সম্পর্কে মানুষ কী আদৌ ভালো থাকতে পারে?

এভাবে ভালোবাসা হয় না, জানো তো?
ছেড়েও যেন ছাড়ো না, আবার শক্ত করেও ধরো না। আমার দুঃখ দেখে বোবা পাখিও আফসোস করে।

অথচ তুমি? আমি ভালো নেই জেনেও দিব্যি আমায় ছাড়া থাকো, দুচোখের তোমার বিভোর ঘুম। অন্তত এইসব মন খারাপের রাতে সঙ্গ দিতে পারতে, দাওনি। আজকাল কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না। তোমার মতোই দায়সারা ভাব নিয়ে নিজের মতোই থাকি।

ভেবেছো অনুভূতিহীন নীতিবিবর্জিত সিদ্ধান্তে যন্ত্রমানব হয়ে গেছি? হ্যাঁ, শুধু তোমায় বলতে ভাল্লাগে না আমার কষ্টের কথা, মন খারাপের কারণ, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা, কোনোকিছুই না কারণ এই সম্পর্কের কোন নামই নাই! 💔🖤🎧

17/04/2025

আমার কিছু বলার নেই-দুঃখ পেলেও অভিমানে, কোথাও যাওয়ার জায়গা নেই!

কথা জমে বুকটা ভারী, শোনার কোনো মানুষ নেই-তবুও আমার কিছু বলার নেই!

কেউ না থাকার যন্ত্রণাতে, একা হওয়ার অভিশাপে, মন খারাপের কারণ নেই-তবুও আমার কোনো দুঃখ নেই!

সঙ্গী হয়ে ছিল যারা, পর মানুষের অন্তরালে, আপন ভেবে বুকে টেনে, জড়িয়ে ছিলাম মায়াজালে। এখন পাশে কেউ নেই! তবুও আমার কোনো দুঃখ নেই।

শোকে শোকে পাথর হয়ে, অনুভূতি নষ্ট হয়, বুকের ভেতর শূন্যতাতে, আমার ভীষণ কষ্ট হয়! তবুও, আমার কিছু করার নেই!

ভালোবেসে আগলে রেখে, হাত পেতেছি ভিক্ষা নিতে-ফুরিয়ে গেছি, তলিয়ে গেছি, হাড় কেঁপেছে তীব্র শীতে!

তবুও চাদর হয়ে পাশে থেকে, আগলে রাখার কেউ নেই! আমার কোথাও যাওয়ার জায়গা নেই!

নিঃসঙ্গ আর্তনাদে, বুক ফেটেছে জলপ্রপাতে, খুদা মন্দায় ভুগছি ভীষণ, ছাই দিয়েছে বারা ভাতে! তবুও আমার কোনো দুঃখ নেই!

যা চেয়েছি দু-হাত তুলে, ফিরিয়ে দিলো বিধি ভুলে! তবুও আমার কিছু বলার নেই।

মৃত্যু যখন আসবে কাছে, জড়িয়ে নিবো বাহুডোরে, এমন করে যায় কি বাঁচা? একাকিত্বের মোহজালে?

জন্ম থেকেই মানুষ একা, বুঝবি কবে ওরে বোকা? আপন হওয়ার ভান করে সব, কাছে এসে দেয় যে ধোঁকা!

আমার কিছু বলার নেই-
দুঃখ পেয়ে অভিমানে, কোথাও যাওয়ার জায়গা

14/04/2025

Let the wait be long, but right person come in life — not the wrong one 💔

12/04/2025

জীবন যেখানে নিয়ে যাচ্ছো, সেখানে যাওয়ার কথা ছিল না! 🖤🎧

11/04/2025

দম বন্ধ হয়ে আসা, মাঝে মাঝে বুকের মধ্যে ব্যাথা অনুভব হওয়া, ব্যাপারটা কিন্তু দারুণ!

ভালবাসি বিষন্নতা আর একাকিত্ব কে।

06/04/2025

আল্লাহ তায়ালা! আপনি ফিলি*স্তিনের গা*জাবাসীকে হেফাজত করুন 🤲

16/12/2024

বয়স মাত্র ২১ অতঃপর প্রবাসের মাটিতে স্ট্রোক করে মৃ*ত্যু! 🥺 || Talha Diary

#প্রবাসী

Address

Port Klang
6780

Alerts

Be the first to know and let us send you an email when Talha Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talha Diary:

Share

Category