প্রনিতা

প্রনিতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রনিতা, Digital creator, Jalan TPP 5/6 puchong ‘puchong, Puchong.

15/09/2025

এটা শুধু আমার কথা নইরে নাইলা ,এটা সকল প্রবাসির মনের কথা। আছি মালএশিয়ার মালাক্কা শহরে ভিডিও নাম্বার ১৫ #বাংলাদেশ

15/09/2025

মামার মাশি তাহলে আমাদের কি হবে?

তুমি ঘুমিয়ে গেলেই জাগ্রত হবে বিষন্নতা ও হতাশায় ভরা হাজারও রাতজাগা চোখ।
14/09/2025

তুমি ঘুমিয়ে গেলেই জাগ্রত হবে বিষন্নতা ও হতাশায় ভরা হাজারও রাতজাগা চোখ।

12/09/2025

সুন্দর এক বিকালে ,,আছি মালএশিয়ার মালাক্কা শহরে ভিডিও নাম্বার ১৪@topfans

হাত মেলালেই শেষ। লেখা ও ভাবনা নিজের। শ্রীলংকা থেকে হয়েছিল শুরু তারপরে বাংলাদেশ নেপাল ও  চলেছে একই পথে কোথায় এ পথের শেষ...
11/09/2025

হাত মেলালেই শেষ।
লেখা ও ভাবনা নিজের।

শ্রীলংকা থেকে হয়েছিল শুরু
তারপরে বাংলাদেশ
নেপাল ও চলেছে একই পথে
কোথায় এ পথের শেষ?
জনতারা সব বুঝে গেছে
শাসকের চলন ধারা।
মারলে পোলটি রাষ্ট্রের সাথে
দিচ্ছে করে দেশ ছাড়া।
দক্ষিণ এশিয়ায় যে কয়টা দেশ
আছে অন্তর্ভুক্ত।
তার ভিতরে প্রায় সবদেশ
দুর্নীতির সাথে যুক্ত।
চোরের মায়েরা বড় গলায়
করে শুধুই বড়াই।
পিছলালে পা পালিয়ে গিয়ে
থাকে বেগম পাড়ায়।
এরা বিদেশে বসে মায়া দেখায়
নিজের মাতৃভূমির।
এরা মানুষ নামের রাঘববোয়াল
জলে ও ডাঙ্গার কুমির।
পাসের দেশ বন্ধু রাষ্টের
ক্ষমতায় নরেন্দমোদি।
হাত মেলালেই কারোর সাথে
হারায় সে জন গদি।
পালিয়ে যাওয়া শাসক শোষক
সবার দিচ্ছে ঠাঁই।
উনার খুটিও নড়বড় করছে
কখন কি যে হয়।
বদমায়েশের আস্তাকুড়ে
আগুন যদি লাগে।
দেখবো সেদিন এদের রেখে
দাদা কোথায় ভাগে।

11/09/2025

মাঠ পাগলা আমি ,,আছি মালএশিয়ার মালাক্কা শহরে ভিডিও নাম্বার ১৩

10/09/2025

একটা শহরের ভিতর এত সুন্দর হতে পারে? আমি মালএশিয়ার মালাক্কা শহরে ভিডিও নাম্বার ১২

08/09/2025

আসুন গ্রাম দেখি ,,আছি মালএশিয়ার মালাক্কা শহরে ভিডিও নাম্বার ১১

একটি বিলকে ঘিরে ভাবনা ও লেখা নিজের লেখালেখি যাই করি ভাই আমিও কিন্তু বুঝি। এই যায়গাতেই অনেক লোকেরচলছে রুটি রুজি। ছোট ছোট ...
08/09/2025

একটি বিলকে ঘিরে
ভাবনা ও লেখা নিজের

লেখালেখি যাই করি ভাই
আমিও কিন্তু বুঝি।
এই যায়গাতেই অনেক লোকের
চলছে রুটি রুজি।
ছোট ছোট টলের দোকান
খেলনা রেশমি চুড়ি।
রংবে রঙের সাপ বেলুন আর
হাওয়ায় উড়া ঘুড়ি।
বাহারি সব দোকান সাজানো
চুড়ি তাগি লাল ফিতায়।
ঝুলানো আছে টলের চালে
গোলাপি হাওয়ার মিঠায়।
ঠান্ডা জলের লেবুর সরবত
নয়তো আখের রস।
বেগুনির চপ তেলের গন্ধে
মাথা করে টসটস।
গাড়ীর হর্ণ কান ঝালাপান
জর্দা মেশানো পান।
ব্লুটুথ যুক্ত মোবাইলে চলে
বুক ফাইট্টা যায় গান ।
চায়ের কাপে চুমুক আর
ঠোটে নিকোটিন।
এসব নিয়ে চলছে ভালো
কাটছে ভালই দিন।
গদখালির গাঁদার মালা
সঙ্গে রজনীগন্ধা।
খোঁপায় গুজে ললনারা সব
ঘুরছে সকাল সন্ধা।
নৌবিহারের ব্যবস্থা আছে
ন'কাটির এই বিলে।
ঘুরতে পারেন জনপ্রতি মাঝির
একশো টাকা দিলে।
চটপটি আর ডাল ঘুগনি
সঙ্গে ফুচকা ভাজা,
তার সাথে গরম পাপড়
মুড়মুড়ে তরতাজা।
একটা ছোট্ট বিল এখানে
একটাই বট চারা।
হাজার লোকের সংসার চালানোর
কারান হয়েছে তারা।
যে বন্যায় হাজার চাযির
মুখ হয়েছে কালো।
সেই পানিতেই অনেকে আবার
দেখছে আশার আলো।
কেউ দিয়েছে টলের দোকান
কেউ করে হকারি।
কারোর নেশা মাছ ধরে সে
কামাবে পয়সা কড়ি।
আয় রোজগার করুক সবাই
এই বিলকে ঘিরে।
ফসল ক্ষতির মাসুল আসুক
কৃষকের হাতে ফিরে।

পড়তে চাইলে আবার লিখবো, মতামত চাই ধন্যবাদ।

07/09/2025

ভুড়ি নিখোজ হবে ,,আছি মালএশিয়ার মালাক্কা শহরে ভিডিও নাম্বার ১০

06/09/2025

এটা ন'কাটির বিল নইরে নাইলা ,,আছি মালএশিয়ার মালাক্কা শহরে ভিডিও নাম্বার ৯

একটি বটগাছ ও বিলের ঘটনা ভাবনা ও লেখা নিজের।  #কলারোয়া  #সাতক্ষীরা  #চন্দনপুর  #বাংলাদেশ  Al FaysalSaiful Islam Abu Tuhin...
06/09/2025

একটি বটগাছ ও বিলের ঘটনা
ভাবনা ও লেখা নিজের। #কলারোয়া #সাতক্ষীরা #চন্দনপুর #বাংলাদেশ Al FaysalSaiful Islam Abu Tuhin আর ছবি দিয়ে সাহায্য করেছে Arif Hossain 5.0

কৃষকের ফসল ডুবলো
ভাঁসলো ঘেরের মাছ।
বিপদ সীমার মধ্যেই আছে
অনেক ফলের গাছ।
কারোর গেছে সবজি ডুবে
কারোর ক্ষেতের ধান।
অনেক কৃষক পথের ফকির
ডুবে বরজের পান।
গৃহস্থলের গরু ছাগল
সবাই খালি পেটে।
সারা বিলে পানি ভর্তি
খাবে কি দাঁতে কেটে?
ঘাস নেই পাতা নেই
নেই ফসলে ভরা।
এখন চলছে বন্যার মৌসুম
কয়দিন পরেই খরা।
ভারত থেকে আসা পানি
সঙ্গে বাদল ধারা।
ফসল দিলো তলিয়ে সব
কৃষক সর্বহারা।
অনেকের রাতে হয় না ঘুম
কেউবা অনাহারে।
কারোর হাতে ভিক্ষার থলি
ঘুরছে দ্বারে দ্বারে।
কৃষক ভাইদের শেষ ভরসা
ন'কাটির এই বিল।
পাগল মানুষ নিচ্ছে এসে
কক্সবাজারের ফিল।
কত বেশি পুলক আছে
তোমাদের মনে ভরা।
এবার আসবা চৌত্র মাসে
শুরু হলে খরা।
লোকের ঘর পোড়া আগুনে
তোমরা পোড়াও ঝাল।
পানি কিন্তু এই বিলে
থাকবেনা চিরকাল।
যখন চৈত্রের খরার সময়
পড়বে গরম তাপ।
তখন এসে tiktok করবা
দেখবো কেমন ভাব।
সবার প্রিয় খলিল বুড়োর
প্রাণের বটগাছ।
নীরবে দেখছে ইতরামি আর
খুল্লাম খোলা নাচ।
শীতল ছায়া নিরিবিলি
নিরব পরিবেশ।
খলিল বুড়োর বটতলার
সবকিছু আজ শেষ।
লোকে লোকে লোকারন্য
নানান রকম ভাব।
কক্সবাজারারের ফিল নিতে এসে
খাচ্ছে ডলা চাপ।
ঝালমুড়ি পেয়াজু খাচ্ছে
খাচ্ছে ঠান্ডা মালায়।
এই বিল থেকে প্রেম করে শুরু
অনেকেই যাবে পালায়।
প্রেম করার পরশপাথর
হয়ে গেছে এই বিল
ঘুরতে এসে করছে চয়েস
কার সাথে কার মিল।
এই কথাটা ভেবে আমার
লাগছে একটু ভাল।
ফল ফসলের ক্ষতি হলেও
আছে আশার আলো।
ফলফলাদির ক্ষতি হলেও
মুক্ত হবে দায়।
টাকা করজ করে ছেলে মেয়ের বিয়ে
কতজন বাবা মা চাই?
পালিয়ে গিয়ে করবে বিয়ে
প্রেম শুরু ন'কাটির বিলে
ঘুরতে এসেই প্রেম ও বিয়ে
যেন দুই পাখি এক ঢিলে।

উৎসাহ পেলে আরো লিখব, লেখার সাথে ওখানকার বর্তমান অবস্থার কোনো মিল আছে কি? জানাবেন ধন্যবাদ।

Address

Jalan TPP 5/6 Puchong ‘puchong
Puchong
41700

Telephone

+60173818761

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রনিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রনিতা:

Share