Jaman's Digital Diary

Jaman's Digital Diary আল্লাহ বলেন:
"তোমাদের রিজিক আকাশেই রয়েছে,
যেমন রয়েছে প্রতিশ্রুতিও।”
(সূরা আয-যারিয়াত: ২২)
(14)

আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় বাংলার বীর, ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে।
18/12/2025

আলহামদুলিল্লাহ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিদায় বাংলার বীর, ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে।

18/12/2025

আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া

18/12/2025

দোয়াটি শুনে শুনে পড়ুন। তাতেও আল্লাহু তায়ালা কবুল ও মঞ্জুর করবেন ইনশাআল্লাহ।

শুভ সকাল 🌹💕
18/12/2025

শুভ সকাল 🌹💕

❤️🥀বিয়ের পিঁড়িতে বসার ঠিক দুই ঘণ্টা আগে এক তরুণী তার জীবনের এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি নববধূর সাজে সেজেছ...
17/12/2025

❤️🥀বিয়ের পিঁড়িতে বসার ঠিক দুই ঘণ্টা আগে এক তরুণী তার জীবনের এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি নববধূর সাজে সেজেছেন ঠিকই, কিন্তু তার মন জুড়ে রয়েছে এক তীব্র হাহাকার।
ঘটনার বিবরণ: তরুণীটির নাম শ্রেয়া। তিনি তার পরিবারের চাপে পড়ে অন্য জায়গায় বিয়ে করতে বাধ্য হচ্ছেন। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে তিনি তার প্রাক্তন প্রেমিকের সাথে শেষবারের মতো দেখা করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তার বন্ধুর সহায়তায় তিনি অত্যন্ত গোপনে মাঝরাস্তায় সেই প্রেমিকের সাথে দেখা করতে আসেন।গাড়ি থেকে নেমে শ্রেয়া তার প্রেমিকের সাথে কথা বলেন। তাদের চোখে ছিল জল এবং অসীম বেদনা। একে অপরকে জড়িয়ে ধরে তারা যখন বিদায় নিচ্ছিলেন, তখন সেটি ছিল এক "অসম্পূর্ণ ভালোবাসার" অত্যন্ত করুণ দৃশ্য।

গাড়িতে ফেরার পর: শ্রেয়া যখন কাঁদতে কাঁদতে গাড়িতে ফিরে আসেন, তার বন্ধু তাকে শেষবারের মতো জিজ্ঞেস করেন, "এখনও সময় আছে, তুমি কি নিশ্চিত যে তুমি এই বিয়েটি করতে চাও?" শ্রেয়া কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, "প্লিজ, আর কিছু বলো না।"
রাসেল হাওলাদার ম্যাক্স 💐

17/12/2025

চারটি জিকির বেশি বেশি করবেন।

17/12/2025

চমৎকার কিছু ছোট ছোট আমল।

আলহামদুলিল্লাহ। আরও একটা সুন্দর সকাল।  #দিনের শুরুটা হোক আল্লাহর উপর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ।
17/12/2025

আলহামদুলিল্লাহ। আরও একটা সুন্দর সকাল।
#দিনের শুরুটা হোক আল্লাহর উপর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ।

17/12/2025

আল কুরআনের সব থেকে শক্তিশালী দোয়া।

একদিন খলিফা হারুনুর রশিদ তাঁর স্ত্রী জুবাইদাকে বললেন, আমি কি আরেকটা বিয়ে করতে পারি?জুবাইদা বললেন, আমি থাকতে আপনার জন্য ...
16/12/2025

একদিন খলিফা হারুনুর রশিদ তাঁর স্ত্রী জুবাইদাকে বললেন, আমি কি আরেকটা বিয়ে করতে পারি?

জুবাইদা বললেন, আমি থাকতে আপনার জন্য অন্য কাউকে বিয়ে করা বৈধ নয়।

খলিফা বললেন, তুমি কীভাবে নিশ্চিত?

জুবাইদা উত্তর দিলেন, আপনি চাইলে কোনো আলেমকে জিজ্ঞেস করে দেখতে পারেন।

খলিফা বললেন, তাহলে চলুন, সুফিয়ান সাওরির কাছে যাই।

খলিফা সুফিয়ান সাওরি রহ.-এর কাছে গিয়ে বললেন, আমার স্ত্রী বলে—সে থাকতে আমার জন্য আরেকটি বিয়ে করা বৈধ নয়।
অথচ কুরআনে আল্লাহ বলেছেন
فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ
‘তোমরা পছন্দমতো দুই, তিন বা চার জন নারীকে বিয়ে করো।’

সুফিয়ান সাওরি শান্তভাবে বললেন, আয়াতের এর পরের অংশও পড়ুন।

খলিফা পড়লেন—
فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً
‘কিন্তু যদি ভয় করো ইনসাফ করতে পারবে না, তবে একজনই।’

সুফিয়ান বললেন, হে খলিফা! আপনার পক্ষে ইনসাফ করা সম্ভব হবে না।

এই কথা শুনে খলিফা অত্যন্ত খুশি হলেন।
তিনি সুফিয়ান সাওরিকে দশ হাজার দিরহাম উপহার দিতে চাইলেন।

কিন্তু সুফিয়ান সাওরি তা নিতে অস্বীকার করলেন।

কারণ—সত্য বলা আলেমের কাজ, আর সত্যের মূল্য দুনিয়ার মুদ্রায় হয় না।

— মুখতাসারু হিলয়াতিল আউলিয়া : ২/৩৭০

16/12/2025

শুনলে মন জুড়িয়ে যায়।

সবাই শেয়ার করে দেন
16/12/2025

সবাই শেয়ার করে দেন

Address

Rawang

Telephone

+60142757576

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaman's Digital Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaman's Digital Diary:

Share