
15/07/2025
মালয়েশিয়ায় কারা প্রবাসী হওয়া উচিত? আর কাদের জন্য মালয়েশিয়া না। মালয়েশিয়া প্রবাসী হওয়ার আগে এই বিষয়গুলো লক্ষ্য করুন।
১*মালয়েশিয়াতে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। মালয়েশিয়াতে আসার পরে একজন নতুন প্রবাসী যে সিচুয়েশন গুলোর সামনে পড়বে। সেই সিচুয়েশন গুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। যদি মাথা ঠান্ডা না রাখেন। তাহলে আপনি পথ হারিয়ে ফেলবেন। মাথায় কাজ করবে না এবং নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবেন। তাই যে কোন খারাপ সিচুয়েশন আসুক। যত খারাপ পরিস্থিতি আসুক। ঠান্ডা মাথায় সবর করুন। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায় এটা বিশ্বাস রাখুন।
২* মালয়েশিয়াতে অনেকেরই কাজে মন বসে না এবং কাজ মনের মত হয় না। এক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই কাজকে ভালবাসুন এবং যেকোনো এক জায়গায় লেগে থাকুন। যেকোনো কাজ শিখার চেষ্টা করুন। প্রথম প্রথম কষ্ট লাগবে। যদি মনটাকে বসিয়ে নিতে পারেন তাহলে কষ্ট অনেক সহজ হয়ে যাবে এবং যদি কাজ শিখার মন মানসিকতা থাকে তাহলে আপনার আরো স্পিডে কাজ করতে মন চাইবে এবং আপনার সামনে পরিস্থিতি বদলাবে। এজন্য কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে।
৩* মালয়েশিয়াতে আপনি পদে পদে চিটার বাটপারের সাথে দেখা হবে। এজন্য আপনার সবচেয়ে বড় বিষয় মানুষ চিনতে হবে এবং যার অধীনস্থ কাজ করবেন সেই মানুষ কেউ বুঝতে হবে। যদি দেখেন কোথাও টাকা মাইর যায় তাহলে সেখানে লেগে থাকবেন না। যত দ্রুত সম্ভব সেখান থেকে কেটে পড়বেন। ভালো বস হলে এবং শেখার কিছু থাকলে এবং যদি মনে করেন এখানে থেকে সামনে আপনি ভালো কিছু করতে পারবেন ।তাহলে সেখানে দুই টাকা বেতন কম হলেও লেগে থাকবেন।
৪*মালয়েশিয়াতে সব সময় বৈধভাবে থাকার চেষ্টা করুন এবং অবৈধ হলে নিরাপদ জায়গায় কাজ করার চেষ্টা করুন এবং সামনে বৈধতা এজন্য নিজের ডকুমেন্টগুলো সবসময় স্ট্যান্ড বাই রাখুন।
৫* মালয়েশিয়াতে দুই একজন এমন মানুষ রাখুন। যেন আপনার বিপদে এগিয়ে আসে। তাদের সাথে সুসম্পর্ক রাখুন। নিজের ফ্যামিলির নাম্বার এবং যেকোনো প্রয়োজনে যদি আপনাকে খুঁজে না পায়। তাহলে তারা যেন তাদের সাথে যোগাযোগ করে এবং আপনার বিপদ হলেও আপনি তাদেরকে আপনার এই পরিস্থিতির বিষয়ে অবগত করবেন সবার আগে।
৬*মালয়েশিয়া মন চায় জিন্দিগির একটা দেশ। এখানে টাকা হলে আপনি সবকিছু পাবেন। তাই নিজেকে নিজের ধর্ম অনুযায়ী সংযুক্ত রাখুন এবং টাকা সেভিংস করুন এখানে কাজ করুন দেশে গিয়ে রাজ করতে পারবেন এবং নিজের ভবিষ্যতের জন্য টাকা জমানোর চেষ্টা করুন। প্রথম থেকে টাকা জমানো একটা নেশা যদি প্রথম থেকে শুরু করেন। দেখবেন কয়েক বছর পরে ভালো একটা এমাউন্ট আপনার কাছে আছে। দেখবেন অনেক পুরনো প্রবাসী ভালো টাকা কামায় কিন্তু এদের পুঁজিফাটা নাই। তাদেরকে ফলো করবেন না। আপনার জীবন আপনার মত সাজান এবং নিজেকে নিজের সংকল্প অভ্যাসের দাসে পরিণত করুন।
৭*মালয়েশিয়া প্রবাসীদের একটা দোষ একজন অন্যজনকে খোঁচা মারে। কবে দেশে যাইবা এটা সেটা। কারো কথায় এবং আবেগের বসে একবারে দেশে যাবেন না ভিসা ক্যানসেল করে। যদি বৈধ প্রবাসী দেশে যাওয়া লাগে তাহলে ছুটিতে যান আবার ঢুকতে পারবেন। অবৈধ এবং একবারে দেশে যাওয়ার ক্ষেত্রে চিন্তা করুন। আপনার দেশে যথেষ্ট পুঁজিপাটা আছে কিনা। যদি যথেষ্ট টাকা থাকে তাহলে দেশে যাবেন কোন সমস্যা নাই কিন্তু যদি কিছুই না থাকে তাহলে আবেগের বসে গেলে আপনি পরবর্তীতে আবার মালয়েশিয়াতে ঢুকার জন্য পা.গল হয়ে থাকবেন। তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। নিজের জীবন নিজের মত সাজাও। পকেটের না থাকিলে মাল জীবনে থাকে না তাল।
৮*মালয়েশিয়াতে বৈধভাবে অবৈধভাবে প্রতিনিয়ত বিভিন্ন বাংলাদেশী আসতেছে। কেউ এখানে টিকতেছে কেউ আবার তাদের ভবিষ্যৎ অন্ধকার করে। পরিবারকে ঋণের সাগরে ভাসিয়ে নিজ দেশে ফিরতেছে। তাই আপনি যদি এখানে টিকে থাকতে চান? তাহলে আপনাকে কঠিন হৃদয়ের মানুষ হতে হবে এবং যেকোনো পরিস্থিতি মাথা ঠান্ডা করে কঠিন পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে।সবার প্রবাস জীবন সুন্দর হোক
এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে।
লিখেছেন: জলিল আহমেদ ভাই 🖤🤗