Mizan Grand Intertraders Sdn. Bhd.

Mizan Grand Intertraders  Sdn. Bhd. Mizan Grand Inter-traders Sdn. Bhd

মালয়েশিয়ায় কারা প্রবাসী হওয়া উচিত? আর কাদের জন্য মালয়েশিয়া না। মালয়েশিয়া প্রবাসী হওয়ার আগে এই বিষয়গুলো লক্ষ্য ...
15/07/2025

মালয়েশিয়ায় কারা প্রবাসী হওয়া উচিত? আর কাদের জন্য মালয়েশিয়া না। মালয়েশিয়া প্রবাসী হওয়ার আগে এই বিষয়গুলো লক্ষ্য করুন।
১*মালয়েশিয়াতে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। মালয়েশিয়াতে আসার পরে একজন নতুন প্রবাসী যে সিচুয়েশন গুলোর সামনে পড়বে। সেই সিচুয়েশন গুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। যদি মাথা ঠান্ডা না রাখেন। তাহলে আপনি পথ হারিয়ে ফেলবেন। মাথায় কাজ করবে না এবং নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবেন। তাই যে কোন খারাপ সিচুয়েশন আসুক। যত খারাপ পরিস্থিতি আসুক। ঠান্ডা মাথায় সবর করুন। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায় এটা বিশ্বাস রাখুন।
২* মালয়েশিয়াতে অনেকেরই কাজে মন বসে না এবং কাজ মনের মত হয় না। এক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই কাজকে ভালবাসুন এবং যেকোনো এক জায়গায় লেগে থাকুন। যেকোনো কাজ শিখার চেষ্টা করুন। প্রথম প্রথম কষ্ট লাগবে। যদি মনটাকে বসিয়ে নিতে পারেন তাহলে কষ্ট অনেক সহজ হয়ে যাবে এবং যদি কাজ শিখার মন মানসিকতা থাকে তাহলে আপনার আরো স্পিডে কাজ করতে মন চাইবে এবং আপনার সামনে পরিস্থিতি বদলাবে। এজন্য কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে।
৩* মালয়েশিয়াতে আপনি পদে পদে চিটার বাটপারের সাথে দেখা হবে। এজন্য আপনার সবচেয়ে বড় বিষয় মানুষ চিনতে হবে এবং যার অধীনস্থ কাজ করবেন সেই মানুষ কেউ বুঝতে হবে। যদি দেখেন কোথাও টাকা মাইর যায় তাহলে সেখানে লেগে থাকবেন না। যত দ্রুত সম্ভব সেখান থেকে কেটে পড়বেন। ভালো বস হলে এবং শেখার কিছু থাকলে এবং যদি মনে করেন এখানে থেকে সামনে আপনি ভালো কিছু করতে পারবেন ।তাহলে সেখানে দুই টাকা বেতন কম হলেও লেগে থাকবেন।
৪*মালয়েশিয়াতে সব সময় বৈধভাবে থাকার চেষ্টা করুন এবং অবৈধ হলে নিরাপদ জায়গায় কাজ করার চেষ্টা করুন এবং সামনে বৈধতা এজন্য নিজের ডকুমেন্টগুলো সবসময় স্ট্যান্ড বাই রাখুন।
৫* মালয়েশিয়াতে দুই একজন এমন মানুষ রাখুন। যেন আপনার বিপদে এগিয়ে আসে। তাদের সাথে সুসম্পর্ক রাখুন। নিজের ফ্যামিলির নাম্বার এবং যেকোনো প্রয়োজনে যদি আপনাকে খুঁজে না পায়। তাহলে তারা যেন তাদের সাথে যোগাযোগ করে এবং আপনার বিপদ হলেও আপনি তাদেরকে আপনার এই পরিস্থিতির বিষয়ে অবগত করবেন সবার আগে।
৬*মালয়েশিয়া মন চায় জিন্দিগির একটা দেশ। এখানে টাকা হলে আপনি সবকিছু পাবেন। তাই নিজেকে নিজের ধর্ম অনুযায়ী সংযুক্ত রাখুন এবং টাকা সেভিংস করুন এখানে কাজ করুন দেশে গিয়ে রাজ করতে পারবেন এবং নিজের ভবিষ্যতের জন্য টাকা জমানোর চেষ্টা করুন। প্রথম থেকে টাকা জমানো একটা নেশা যদি প্রথম থেকে শুরু করেন। দেখবেন কয়েক বছর পরে ভালো একটা এমাউন্ট আপনার কাছে আছে। দেখবেন অনেক পুরনো প্রবাসী ভালো টাকা কামায় কিন্তু এদের পুঁজিফাটা নাই। তাদেরকে ফলো করবেন না। আপনার জীবন আপনার মত সাজান এবং নিজেকে নিজের সংকল্প অভ্যাসের দাসে পরিণত করুন।
৭*মালয়েশিয়া প্রবাসীদের একটা দোষ একজন অন্যজনকে খোঁচা মারে। কবে দেশে যাইবা এটা সেটা। কারো কথায় এবং আবেগের বসে একবারে দেশে যাবেন না ভিসা ক্যানসেল করে। যদি বৈধ প্রবাসী দেশে যাওয়া লাগে তাহলে ছুটিতে যান আবার ঢুকতে পারবেন। অবৈধ এবং একবারে দেশে যাওয়ার ক্ষেত্রে চিন্তা করুন। আপনার দেশে যথেষ্ট পুঁজিপাটা আছে কিনা। যদি যথেষ্ট টাকা থাকে তাহলে দেশে যাবেন কোন সমস্যা নাই কিন্তু যদি কিছুই না থাকে তাহলে আবেগের বসে গেলে আপনি পরবর্তীতে আবার মালয়েশিয়াতে ঢুকার জন্য পা.গল হয়ে থাকবেন। তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। নিজের জীবন নিজের মত সাজাও। পকেটের না থাকিলে মাল জীবনে থাকে না তাল।
৮*মালয়েশিয়াতে বৈধভাবে অবৈধভাবে প্রতিনিয়ত বিভিন্ন বাংলাদেশী আসতেছে। কেউ এখানে টিকতেছে কেউ আবার তাদের ভবিষ্যৎ অন্ধকার করে। পরিবারকে ঋণের সাগরে ভাসিয়ে নিজ দেশে ফিরতেছে। তাই আপনি যদি এখানে টিকে থাকতে চান? তাহলে আপনাকে কঠিন হৃদয়ের মানুষ হতে হবে এবং যেকোনো পরিস্থিতি মাথা ঠান্ডা করে কঠিন পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে।সবার প্রবাস জীবন সুন্দর হোক
এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে।

লিখেছেন: জলিল আহমেদ ভাই 🖤🤗

18/06/2025
👉তোমার সন্তান তা-ই হবে, তুমি তাকে যা বলছো।👉তাকে স্মার্ট বলেছ,... সে বিশ্বাস করবে সে স্মার্ট।👉তাকে একরোখা বলেছ,... একটি গ...
18/06/2025

👉তোমার সন্তান তা-ই হবে, তুমি তাকে যা বলছো।

👉তাকে স্মার্ট বলেছ,... সে বিশ্বাস করবে সে স্মার্ট।
👉তাকে একরোখা বলেছ,... একটি গোঁয়ার তৈরি করে ফেলেছ তুমি।
👉যদি বলো─ "কিছুই মনে রাখতে পারো না তুমি!"... পরদিন থেকে স্কুলের পড়া মনে থাকবে না তার, এবং প্রায়ই কিছু-না-কিছু হারিয়ে ফেলবে।
👉তাকে "বেয়াদব" বললে,... তুমি কল্পনাও করতে পারবে না আগামীকাল কী প্রচণ্ড মাত্রার বেয়াদবি করবে সে তোমার সাথে, বন্ধুদের সাথে, এমনকি স্কুলেও!
👉তাকে যদি "লক্ষ্মী" বলো,... দেখবে─ যে-সহপাঠীটির সাথে কেউ খেলছে না, তাকে তোমার সন্তানটি ডেকে নিয়ে একসাথে খেলছে; দেখবে─ টিচারকে হেল্প করছে সে গড়িয়ে পড়ে যাওয়া মার্কার-পেনটি তুলে দিয়ে; দেখবে─ কান্নারত একটি শিশুকে আদর করছে সে।

💪বলো─ "তুমি বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হতে 'পারবে'",... 💪"তুমি ডাক্তার হতে 'পারবে'",... "গায়িকা হতে
💪পারবে' তুমি",... "তুমি বড়ো হয়ে পেইন্টার হতে 'পারবে'";... পরমুহূর্ত থেকেই তোমার সন্তান আপ্রাণ প্রচেষ্টায় থাকবে অমন হয়ে উঠতে।

🤝গুরুত্ব দিলে, শিশু নিজেকে গুরুত্বপূর্ণ ভাববে।
অবহেলা করলে, সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে।

🙌শিশুকে, তার ক্ষমতা চিনিয়ে দিতে হয়;
তবেই সে হয়ে ওঠে যোগ্য মানুষ, নিজের মধ্যকার ক্ষমতা চিনে নিয়ে।

❤️অতএব, তোমার শিশুসন্তানকে বলো─ "তুমি এই জগতের সুন্দরতম মানুষ।"
তোমার সন্তানটি হয়ে উঠবে তোমার জীবনের সুন্দরতম উদাহরণ।

সে তা-ই হবে, যা সে মনেপ্রাণে বিশ্বাস করে।

Salah Uddin Ahmed Jewel অনুদিত─
সৌজন্যে─ লিভিং ফুল
#আলহামদুলিল্লাহ

11/06/2025
👉মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা:যাদের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র নেই, তারা আগামী ক...
06/06/2025

👉মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা:
যাদের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র নেই, তারা আগামী কয়েকদিন অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না।
অত্যাবশ্যক প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন।

বর্তমানে বিভিন্ন প্রদেশে পুলিশ চেকপোস্ট (রোড ব্লক) বসিয়ে কাগজপত্র যাচাই করছে। বৈধ কাগজপত্র না থাকলে আপনাকে গ্রেফতার বা জরিমানা করা হতে পারে।

সকলকে সতর্ক থাকার অনুরোধ রইল।🗣️

📣 “প্রবাসীদের অর্থ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত” – একটি যুগান্তকারী বই গত প্রায় তিন বছর ধরে আমি নীরবে একটি গুরুত্বপূর্ণ কাজ ...
05/06/2025

📣 “প্রবাসীদের অর্থ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত” – একটি যুগান্তকারী বই

গত প্রায় তিন বছর ধরে আমি নীরবে একটি গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছিলাম। লক্ষ লক্ষ প্রবাসী ভাইবোনের অনুরোধ আর প্রয়োজনকে সামনে রেখে, আমি শুরু করেছিলাম একটি বই লেখার কাজ—
একটি এমন বই, যা প্রবাসীদের বাস্তব জীবন, চ্যালেঞ্জ, সংগ্রাম, এবং অর্থনৈতিক সমস্যাকে বুঝে সমাধান দিতে পারে।

এই কাজটা মোটেই সহজ ছিল না।

আমি নির্ভর করেছি আমার নিজস্ব অভিজ্ঞতা, বহু গবেষণা, এবং প্রবাসীদের জীবনের সত্য ঘটনার উপর।

তাদের বলা না বলা গল্প, প্রতারণার শিকার হওয়ার ইতিহাস, পরিবার কর্তৃক অবহেলার কষ্ট,
আর বারবার শুনেছি—“ভাই, জানপরান দিয়ে টাকা আয় করি ঠিকই, কিন্তু নিজের জন্য কোন টাকাই থাকে না, টাকাগুলো যে কই যায় বুঝে উঠতে পারিনা!”

এই বইয়ের নাম —
📘 "প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট: এ রোড টুওয়ার্ডস রিচেস"

এই বই সেইসব ভাইদের জন্য যারা:
✅ আয় করছেন, কিন্তু সঞ্চয় হচ্ছে না
✅ পরিবারে আর্থিক চাপে থাকেন প্রায়ই
✅ ভবিষ্যতের পরিকল্পনায় দিক হারিয়ে ফেলছেন
✅ অর্থনৈতিক মুক্তি চান, কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না
✅ বিনিয়োগ, নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন

📱 ইবুক এবং 📚 পেপারবুক—দু’ভাবেই প্রকাশ হচ্ছে।

কভার ডিজাইন সম্পূর্ণ হয়েছে, বর্তমানে প্রিন্টিংয়ের কাজ চলছে।

আমার একটাই লক্ষ্য—প্রবাসীরা যেন শুধু আয় না করে, বরং নিজেদের জীবন পরিকল্পনা করে গড়ে তুলতে পারে।

এই বই তাদের জন্য, যারা আজ কষ্ট করছে—কাল সুখে থাকার আশায়।

📍 খুব শিগগিরই পাওয়া যাবে **www.finfactsmart.com**-এ এবং আমাদের ফেসবুক পেজে।
পেজ লিঙ্কঃ https://www.facebook.com/profile.php?id=61576713301202

📢 ভাই, এবার শুধু আয় করবেন না—জীবনটাকেও আয়ত্তে আনবেন।
বইটা নিন, পড়ে ফেলুন… নিজের জন্য কিছু করুন।

এখন প্রি অর্ডার করতে টেক্সট করুন হোয়াটসাপে - 01974033300

এই বইটা আপনার জন্যই লেখা।

নং ৪৯.০০.০০০০.০২৪.২৩.০০৬.২৩.১০৪৮।--বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) বা সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচন...
31/05/2025

নং ৪৯.০০.০০০০.০২৪.২৩.০০৬.২৩.১০৪৮।--বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) বা সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচন করা প্রসঙ্গে।

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
24/05/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

21/12/2024

Address

Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizan Grand Intertraders Sdn. Bhd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizan Grand Intertraders Sdn. Bhd.:

Share