10/06/2022
শুনেছি আগের দিনে মানুষজন লাঠি-সোঁটা নিয়ে জমি দখল করতে যেতো। আর আজকাল অনেক মানুষ জায়নামাজ নিয়ে মাসজিদ দখল করতে যায়। বুঝে অথবা না বুঝেও!
তো সেই বিশাল সাইজের জায়নামাজ পেতে সংসার সাজানো হয় যার এক সাইডে মোবাইল, অন্য সাইডে চাবির গোছা, আর একদিকে পানির বোতল থাকে। সে সংসারের দু পাশে এক মানুষ সমান ফাঁকা থাকলেও পিছনের কেউ বা পাশের কেউ পাড়া দেয়ার দুঃসাহস রাখেনা। ও, সে জায়নামাজের নিচে কিন্তু সুপার গ্লু দিয়ে আটকানো থাকে, সামনের কাতারে ফাঁকা থাক না চুলায় যাক সেটা ব্যাপার না, ব্যাপার হলো এই জবরদস্ত আঠার কারনে সামনে যাওয়া যায়না বরং সাত কাতার পিছনের মানুষকে ডেকে এনে সামনে দিতে হয়। আর জানেন তো, এই সংসারের অধিপতির সম্ভবত বিদেশি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট থাকে, এজন্যই কিছুক্ষণ পর পর মোবাইল টা উল্টে প্রাইস বাড়লো না কমলো সেটা দেখা ছাড়া উপায় থাকেনা। আর সুবিধামত এসির নিচে দাঁড়িয়ে নামাজ পড়তে আর ইমামের তিলাওয়াত শুনতে তো গলা শুকানো স্বাভাবিক ব্যাপার, এজন্যই একটু পরপর পানি খাওয়া লাগে।
জুমার দিন ইনারা খুব আবেগী থাকেন বিধায় অন্যদিনের তুলনায় স্বমহিমায় বেশি প্রস্ফুটিত হয়ে থাকেন।
দিন দিন এই দখলদার দের সংখ্যা বাড়ছে, যা প্রচন্ড বিরক্তিকর।