25/03/2025
দেশের বর্তমান অবস্থা নিয়ে আমার লেখা একটি কবিতা।
**কবিতার নাম: নেতার লোভে বন্দি দেশ**
এখানে প্রত্যেকে নেতা হতে চায়,
ক্ষমতার মঞ্চে চোখ সবার যায়।
কেউ শোনে না অন্যের কথা,
মারামারিতে হারায় ব্যথা।
শান্তির কোনো আভাস নেই,
লড়াই জ্বালে মাটির ঠাঁই।
একতা ভেঙে বিভেদ গড়ে,
উন্নতি থামে আগুনে পড়ে।
এখানেই আমার বাংলাদেশ বন্দি,
স্বপ্ন ফিকে, হৃদয় কাঁদে।
কথায় মিথ্যে, কাজে ছল,
শিকল পড়ে অন্ধ গলি।
নেতা হতে চায় এখানে প্রতি প্রাণ,
কিন্তু শোনে না কেউ অন্যের গান।
শান্তি পালায় অন্ধ রাতে,
ক্ষতের দাগ বোনে মাটির ঘাটে।
এখানেই আমার বাংলাদেশ কাঁদে,
মুক্তির আলো খুঁজে ছায়ার ফাঁদে।
এই অন্ধকারে ভোরের আশা,
সোনার স্বপ্ন ফিরবে বাসা।
আলিফ মাহমুদ।