As Abu Sayed

As Abu Sayed আমার পেজে আপনাকে স্বাগতম পেজটিকে ফলো করার জন্য ধন্যবাদ ফলো না করে থাকলে অবশ্যই করুন

♥️love you all

বিখ্যাত এই চিত্রকর্মটি তৈরি করেছেন জামার্নীর চিত্রশিল্পী জন লি ❤️❤️
20/02/2024

বিখ্যাত এই চিত্রকর্মটি তৈরি করেছেন জামার্নীর চিত্রশিল্পী জন লি ❤️❤️

আজ রাতেই দেশে পৌছাবেন টাকার মেশিন মালয়েশিয়া প্রবাসী পাবনা সাথিয়ার আনোয়ার। বি দ্র: নিজে ভালো থাকুন তবেই পরিবার ভালো থাকবে...
16/02/2024

আজ রাতেই দেশে পৌছাবেন টাকার মেশিন মালয়েশিয়া প্রবাসী পাবনা সাথিয়ার আনোয়ার।

বি দ্র: নিজে ভালো থাকুন তবেই পরিবার ভালো থাকবে।সকল প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবে যা এই প্রবাসের মাটিতে কার মৃত্যু না হয়। এর থেকে দুঃখজনক কোন কিছু হয় না

তারা কি খুজতেছে যদি আপনি একদিনও খুঁজে থাকেন তাহলে বলতে পারবেন ইউনিক উত্তর চাই
16/02/2024

তারা কি খুজতেছে যদি আপনি একদিনও খুঁজে থাকেন তাহলে বলতে পারবেন
ইউনিক উত্তর চাই

আল্লাহর কাছে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ
16/02/2024

আল্লাহর কাছে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ

মুন্সীগঞ্জ শ্রীনগরে কামারগাঁও মোকার দোকান এলাকায় ঢাকা-দোহার সড়কে ট্রাক চাপায় পদ্মা কলেজে শিক্ষার্থী স্বর্ণা আক্তার নিহত।...
14/02/2024

মুন্সীগঞ্জ শ্রীনগরে কামারগাঁও মোকার দোকান এলাকায় ঢাকা-দোহার সড়কে ট্রাক চাপায় পদ্মা কলেজে শিক্ষার্থী স্বর্ণা আক্তার নিহত।

মোটর সাইকেলে করে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক প্রেমিক ।
বাইকের পেছন থেকে পড়ে গিয়ে মেয়েটি ট্রাকের চাকার নিচে চলে যায়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পরে প্রেমিকার লাশ রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই প্রেমিক ।

আহ! ভালবাসা!

বিঃদ্র: ”বাইকের পিছনের উঠার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন!“
সংগৃহীত পোস্ট

, প্রত্যেক জেলা থেকে একজন করে লোক থাকবেআসুন পরিচয় হই..... আমি 21 নাম্বারে...!!!আপনি...!!!1. Chittagong (চিটাগাং)2. Band...
07/02/2024

, প্রত্যেক জেলা থেকে একজন করে লোক থাকবে

আসুন পরিচয় হই..... আমি 21 নাম্বারে...!!!
আপনি...!!!

1. Chittagong (চিটাগাং)
2. Bandarban (বান্দরবন)
3. Barguna (বরগুনা)
4. Bogura (বগুড়া)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8. Chandpur (চাঁদপুর)
9. Sylhet (সিলেট)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Cumilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna(পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Borisal (বরিশাল)
63.Thakurgaon(ঠাকুরগাঁও)
64.Tangail( টাঙ্গাইল)

কমেন্ট করতে ভুলে যাবেন না আপনার গ্রামের নাম কি,,???
06/02/2024

কমেন্ট করতে ভুলে যাবেন না আপনার গ্রামের নাম কি,,???

আসসালামু আলাইকুম। একটি হারনো বিজ্ঞপ্তি :নাম: মো: সজিববাবার নাম :হোসেন গ্রাম আশকপুর উপজেলা :নিয়ামতপুর জেলা :নওগাঁ মহাদেবপ...
05/02/2024

আসসালামু আলাইকুম।
একটি হারনো বিজ্ঞপ্তি :
নাম: মো: সজিব
বাবার নাম :হোসেন
গ্রাম আশকপুর
উপজেলা :নিয়ামতপুর
জেলা :নওগাঁ

মহাদেবপুর থানাধীন একটি হাফেজিয়া মাদরাসা থেকে পাঞ্জাবি কেনার উদ্দেশ্য দুইজন মহাদেবপুর বাজারে যায়, গতকাল থেকে আর দুইজন কে খুঁজে পাওয়া যায়নি।
দয়া করে কেউ খোঁজ পেলে জানালে উপকৃত হতাম, ধন্যবাদ।
মোবাইল :01303567799

কতো সালে ফেসবুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন??🙂আমি ২০১৪ সালে ভর্তি হয়ছি!!🤭
05/02/2024

কতো সালে ফেসবুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন??🙂

আমি ২০১৪ সালে ভর্তি হয়ছি!!🤭

নাগরিক টিভিতে একটা নিউজ দেখলাম। শিরোনাম হলো " রাস্তায় কুড়িয়ে পাওয়া পাগলিকে বিয়ে করলেন মিরাজ"। তবে বিষয়টি এই শিরোনামের মত...
03/02/2024

নাগরিক টিভিতে একটা নিউজ দেখলাম। শিরোনাম হলো " রাস্তায় কুড়িয়ে পাওয়া পাগলিকে বিয়ে করলেন মিরাজ"। তবে বিষয়টি এই শিরোনামের মতো না। এটি অনেক বেশি সুন্দর। শিরোনামে যে পাগলির কথা বলা হয়েছে তার নাম ফাতেমা। লালমাটিয়ায় রাস্তার পাশে পড়ে থাকতো। যার সারা গায়ে ময়লা। আপন বলতে কেউ নেই।

তবে ফাতেমার গায়ে শুধু ময়লা ছিল না। পেটে বাচ্চাও ছিল। জানতো না বাচ্চার বাবা কে। সে আসলেই মানসিক ভারসাম্যহীন। শুধু নামে পাগলি না। তারপর তার জীবনে আসে এক অদ্ভুত মানুষ। নাম মিরাজ। যে তাকে রাস্তা থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে যায়। ফাতেমার বাচ্চা বয়স এখন এক বছর। নাম আবদুল্লাহ। এদিকে ফাতেমার জীবনে অন্য একটা ঘটনা ঘটেছে। মিরাজ তাকে ভালোবেসে ফেলেছে। মিরাজ জানিয়েছে ফাতেমা আশ্রমের কারো কথা না শুনলেও শুধু একজন মানুষের কথা মন দিয়ে শুনতো। সেই মানুষটি মিরাজ। কারণ ভালোবাসার আলাদা একটা ভাষা আছে। কারো মনে ভালোবাসা জন্মালেই এই ভাষা বোঝা যায়। এই ভাষা

শিখতে হয় না। তাই ফাতেমাকেও শিখতে হয়নি।অবশেষে আশ্রমের মানুষের আয়োজনে ধুমধাম করে দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের আসরে ফাতেমা লজ্জা লজ্জা মুখে বললো " আমি আগে বলি নাই, আমিই বেশি ভালোবাসি"।

অনেকেই মানবিকতার জন্য মিরাজের প্রশংসা করছে। কিন্তু মিরাজ ফাতেমাকে বিয়ে করেছে ভালোবেসে। ভালোবাসা এমন এক সুন্দর ব্যাপার। যার হৃদয়ে জন্মায় শুধু সে জানে যারে দুনিয়ার কেউ কাছে টানে না। তারে একটু কাছে পাওয়ার জন্য মন কেন এত ছটফট করে। মানুষের মনে কখন কার জন্য ভালোবাসা জন্মে যায় বোঝা মুশকিল। এটা এমন এক অদৃশ্য টান যেখানে দুটো আত্মার মিলন হয়। তখন বাহ্যিক সবকিছু ফিকে মনে হয়। দোয়া করি তাদের দুজনের দাম্পত্য জীবন সুখের হোক।

আমিন

এক ভাই এর আর্তনাদ ভয়াবহ বন্যা, জনম দুখী মায়ের ইন্তেকাল! লাশ দাফন করার নেই কোন শুকনো জায়গা! বন্যার পানির শ্রুতে ভাসিয়ে দি...
02/02/2024

এক ভাই এর আর্তনাদ ভয়াবহ বন্যা, জনম দুখী মায়ের ইন্তেকাল! লাশ দাফন করার নেই কোন শুকনো জায়গা! বন্যার পানির শ্রুতে ভাসিয়ে দিলো মায়ের লাশ! ছোট্ট একখানা সাদা কাগজে লিখে দিলো, লাশটি আমার মায়ের, আমি বানভাসি, আশ্রয় কেন্দ্রে বর্তমানে অবস্থান করছি, শুকনো জায়গা না থাকায় কলিজার টুকরা মাকে ভাসিয়ে দিলাম! আল্লাহ এই মা কে জান্নাত নোছিব করো। আমিন,,
সংগ্রহ করা পোস্ট

Address

Teluk Intan

Telephone

+60139162178

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Abu Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share