Daily Banshkhali News

Daily Banshkhali News Informações para nos contactar, mapa e direções, formulário para nos contactar, horário de funcionamento, serviços, classificações, fotos, vídeos e anúncios de Daily Banshkhali News, Site de notícias, Beira.

নির্বাচনে পরাজয় হলেও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রীজাপানের ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্...
21/07/2025

নির্বাচনে পরাজয় হলেও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী

জাপানের ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। খবর বিবিসির।

রোববার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছেন। এই নির্বাচন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও এর অংশীদার কোমেইতোর জন্য হতাশাজনক।

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যুরাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজ...
21/07/2025

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস এতথ্য নিশ্চিত করেছে। সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাঁশখালী-আনোয়ারা চার লেন সড়কের দাবি।বাঁশখালী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আনোয়ারা কালা বিবির দীঘি থেকে বাঁশখালী টইটং পর্য...
02/05/2025

বাঁশখালী-আনোয়ারা চার লেন সড়কের দাবি।

বাঁশখালী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আনোয়ারা কালা বিবির দীঘি থেকে বাঁশখালী টইটং পর্যন্ত চার লেন সড়কের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী নাগরিক সমাজের আহবায়ক মারুফুল হক চৌধুরী। তিনি বলেন, একটা রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা একটি অঞ্চলের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের সেতুবন্ধন। আনোয়ারা–বাঁশখালীর মানুষ আজও সেই প্রতীক্ষায় আছে একটি নিরাপদ, দ্রুতগামী এবং টেকসই সড়কের জন্য। এই চার লেন রাস্তা হলে শুধু বাঁশখালীর মানুষই নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষ উপকৃত হবে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, আমাদের এই ন্যায্য দাবির বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আনিসুর রহমান, অ্যাডভোকেট লায়ন নাসির উদ্দীন, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, জাহেদুল হক জাহেদ, আবু বক্কর সিকদার, মাসুদ সিকদার, অ্যাডভোকেট সরওয়ার কামাল, অ্যাডভোকেট মাহমুদ, অ্যাডভোকেট আসিফ, শামসুল আরেফিন খালেদ, জুনায়েদ রাসেল, আরিফ, শাহেদ রেজা, জিহান, ইমরান, রাকিব ও অভি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ারা–বাঁশখালী সড়কটি অবহেলিত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, মানুষের ভোগান্তির শেষ নেই। চার লেন সড়ক নির্মাণ হলে অর্থনীতি, পর্যটন ও সামগ্রিক জীবনমানের উন্নয়ন হবে। প্রেস বিজ্ঞপ্তি।

লবণের ন্যায্য মূল্যের দাবিতে বাঁশখালীতে এনসিপির মানববন্ধনবাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ৫:১৮ অপরাহ্ণলবণ...
07/04/2025

লবণের ন্যায্য মূল্যের দাবিতে বাঁশখালীতে এনসিপির মানববন্ধন

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ৫:১৮ অপরাহ্ণ

লবণের ন্যায্য মূল্যের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সোমবার (৭ এপ্রিল) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেটের কাছে জিম্মি করে লবণের ন্যায্য দাম থেকে কৃষকদের বঞ্চিত করার প্রতিবাদে এবং সিন্ডিকেট ভেঙে লবণের ন্যায্য দাম নির্ধারণের দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আশরাফ মাহদি।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহবায়ক আবদুর রহমান, লবণ চাষী মোহাম্মদ কাশেম, জাতীয় নাগরিক পার্টি বাশখালীর সংগঠক রিয়াজ উদ্দিন, তাওহীদ, আব্দুর রহমান, মীর তোয়াহা শিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা আবরারুল করিম, মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আশরাফ মাহদি বলেন, “বাংলাদেশে লবণের মত রপ্তানিযোগ্য পণ্য আজ সিন্ডিকেটের কবলে। এই সিন্ডিকেট লবনচাষীদের ন্যায্য মূল্য না দিয়ে আমদানীর পায়তারা করছে। লবণচাষীদের উপর এই শোষণ বন্ধ করতে জনতাকে সাথে নিয়ে এনসিপি সকল সিন্ডিকেট রুখে দিতে হবে”

সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বলেন, “যদি সিন্ডিকেট ভেঙে অতি দ্রুত লবণ চাষীদের ন্যায্য মূল্য দেওয়া না হয় তাহলে কক্সবাজার থেকে বাঁশখালী চাষীরা পাল্টা সিন্ডিকেট করবে, এক ফোটা লবণ বের হতে দেবেনা। তারা ভুলে যায় লবণ সংরক্ষণ করা যায়।” তিনি আরও বলেন, ” বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টিই প্রথম লবণ চাষীদের পক্ষে দাঁড়িয়েছে, ন্যায্য মূল্য আদায় না করা পর্যন্ত এনসিপি কাজ করে যাবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বলেন “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ইনসাফভিত্তিক বাংলাদেশে আমরা আর কোন বৈষম্য চাই না, লবণ কোম্পানিগুলোর সিন্ডিকেট ভেঙে দিয়ে লবণের দাম বৃদ্ধি করতে হবে,আমাদের লবণচাষীরা ভালো নেই, তাঁদের ঘরে ঈদ আসে নাই, অবিলম্বে লবণের দাম বাড়িয়ে পুনরায় দাম নির্ধারণ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহবায়ক আবদুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলের এই লবণ দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক ভাবে রাপ্তানি করে থাকে। কিন্তু যারা এই অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছে তারা আজ দুর্বিষহ জীবন যাপন করছে। লবণ ব্যবসায়ীর সিন্ডিকেট ভেঙে দিলেই লবণ চাষীরা তাদের ন্যায্যতা ফিরে পাবে।

মানববন্ধনে লবণ চাষী মোহাম্মদ কাশেম বলেন, “গত বছরও মন প্রতি ৪০০-৫০০-৬০০ টাকাও পেয়েছি সেখানে এইবার মন প্রতি ১৮০-২০০ টাকা পাচ্ছি, আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি, খুব বেশি অভাবে আছে লবণ চাষীরা।”

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা।

21/07/2024
20/07/2024

বহির্বিশ্ব থেকে প্রতিবাদ✊

20/07/2024

▶️ শুক্রবার কারফিউ জারি হওয়ার পর শনিবার সকালে ঢাকার রাস্তায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।

গণভবনে ১৪ দলের বৈঠকে শুক্রবার রাতে দেশব্যাপী কারফিউ ও সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।

এই সপ্তাহের আন্দোলন চলাকালীন সহিংসতায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।

29/01/2024

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের খ্যালাইচ্ছার দোকান থেকে আস্করিয়া সড়কটি বেহাল অবস্থা তা নিয়ে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেন।
বিস্তারিত জানতে নিচের ভিডিও দেখুন।

#বাঁশখালী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনন...
29/01/2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আসাদুজ্জামান খান এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন চট্টগ্রাম১৬ (বাঁশখালী) নবনির্মিত সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি এমপি।

Endereço

Beira

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Daily Banshkhali News publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Compartilhar