Love Yourself

Love Yourself ফেজের পোস্ট গুলো রূপকথা ও কল্পনা নির্ভর গুছানো, যদি কাকতালিয় ভাবে কারো জিবনের সাথে মিলে যায় আমি দুঃখিত।

16/10/2025

যে মানুষটা আমার নয়, যার সঙ্গে আমৃত্যু
পথচলা হবে না! তার সঙ্গেই কেন দেখা হয়?
বলতে পারেন?

আপনাকে আমি পাব না। আমাকে পাবেন না আপনি, গাছ যেমন তার নিজস্ব ফুলকে পায় না, আকাশ যেমন ছুঁতে পারে না তার চোখের জল তেমন করে আমিও আপনাকে আর পাবোনা! 🥹

❝প্রিয় মানুষ মানেই একরাশ মায়া, তার হাসিতে লুকিয়ে থাকে আমার দিনের শুরু,তার অভিমানেই থেমে যায় আমার পৃথিবী।ভালোবাসা শুধু কথ...
13/10/2025

❝প্রিয় মানুষ মানেই একরাশ মায়া,
তার হাসিতে লুকিয়ে থাকে আমার দিনের শুরু,
তার অভিমানেই থেমে যায় আমার পৃথিবী।

ভালোবাসা শুধু কথায় নয়, তার নীরবতাতেও
খুঁজে পাই শান্তি, যাকে দেখে মনে হয়,
এতো মমতা, এতো অনুভূতি শুধু তার জন্যই
জমে ছিলো এতদিন ধরে। সে-ই আমার
আবেগের নাম, সে-ই আমার মনের মায়া।❞🌹💖🌼

কখনো আপনার ছায়ার সঙ্গে, আবার কখনো বা আপনার ছবির সঙ্গে কথা বলি, বলতে পারেন পাগলামি, কিন্তু এই পাগলামিতেই আমার শান্তি! 😔
12/10/2025

কখনো আপনার ছায়ার সঙ্গে, আবার কখনো বা আপনার ছবির সঙ্গে কথা বলি, বলতে পারেন পাগলামি, কিন্তু এই পাগলামিতেই আমার শান্তি! 😔

আপনারে পেয়ে গেলে হয়তো সব কষ্টের মানে বদলে যেতো, অভিমান হতো মিষ্টি আর একা রাতগুলো গল্প হয়ে যেতো শুধু আমাদের দুজনের.! কেন ...
12/10/2025

আপনারে পেয়ে গেলে হয়তো সব কষ্টের মানে বদলে যেতো, অভিমান হতো মিষ্টি আর একা রাতগুলো গল্প হয়ে যেতো শুধু আমাদের দুজনের.! কেন কিছু মানুষ এতোটাই আপন হয়ে যায়! যে মাঝে মাঝে ভয় লাগে সে যদি দূরে সরে আমার কি হবে..! 😔🖤

আপনার সঙ্গ পেয়েছিলাম বলেইবুঝতে পেরেছি যে নিজের থেকেওবেশি কাউকে ভালোবাসা যায়..!❤️‍🩹
03/10/2025

আপনার সঙ্গ পেয়েছিলাম বলেই
বুঝতে পেরেছি যে নিজের থেকেও
বেশি কাউকে ভালোবাসা যায়..!❤️‍🩹

একসাথে থাকা হবে না জেনেও,কিছু মানুষ খুব অল্প সময়ে আমাদের হৃদয়কে এতোটাই গভীর ভাবে ছুঁয়ে যায় যে-গোটা জীবন বুকের মাঝে আগলে ...
03/10/2025

একসাথে থাকা হবে না জেনেও,
কিছু মানুষ খুব অল্প সময়ে আমাদের হৃদয়কে এতোটাই গভীর ভাবে ছুঁয়ে যায় যে-গোটা জীবন বুকের মাঝে আগলে রাখতে ইচ্ছে হয়। 🫂❤️‍🩹

পাবো না জেনেও কোনো এক অদ্ভুত কারণে,
আমরা তাকেই সবচাইতে বেশি চেয়ে থাকি!😔

When you feel sad remember thatyou have Me, ok? I may not be muchbut I will always be by your side.❤️‍🩹
03/10/2025

When you feel sad remember that
you have Me, ok? I may not be much
but I will always be by your side.❤️‍🩹

একলা হলেই বুজতে পারি, ভালোবাসি কত 😔একটা তুমি আছো বলেই, ভালো আছি এত ❤️‍🩹
03/10/2025

একলা হলেই বুজতে পারি, ভালোবাসি কত 😔
একটা তুমি আছো বলেই, ভালো আছি এত ❤️‍🩹

28/09/2025
︵❝ইন্তেজারের সমাপ্তি হোক কোন এক ক্ষণে─ রবের রহমতের চাদর জড়ানো সঙ্গীর সাক্ষাতে...🩷💐
28/09/2025

︵❝ইন্তেজারের সমাপ্তি হোক কোন এক ক্ষণে─ রবের রহমতের চাদর জড়ানো সঙ্গীর সাক্ষাতে...🩷💐

"এই পৃথিবীতে একদণ্ড আরাম করে বসে মন দিয়ে আমার চারটা কথা শোনার মতো একটা মানুষ আছে"এর থেকে সুন্দর বিষয় আর কি হতে পারে?
25/09/2025

"এই পৃথিবীতে একদণ্ড আরাম করে বসে মন দিয়ে আমার চারটা কথা শোনার মতো একটা মানুষ আছে"

এর থেকে সুন্দর বিষয় আর কি হতে পারে?

Endereço

Mocuba
Mocuba
1100

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Love Yourself publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Compartilhar