Desher Alo

Desher Alo নতুন দেশ গড়ার চ্যালেন্জে সকল জনতার মনের কথা বলার স্বাধীনতা ও সত্য খবর প্রকাশের জন্য Desher Alo ডট কম আছে আপনার পাশে। সত্য বলুন সত্য জানুন

বিএনপিকে ‘বেঁধে ফেলতে’ নতুন সংস্কার প্রস্তাবনির্বাচনে যাদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হবে, তারা তো বিএনপি প্রধানের ...
23/07/2025

বিএনপিকে ‘বেঁধে ফেলতে’ নতুন সংস্কার প্রস্তাব
নির্বাচনে যাদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হবে, তারা তো বিএনপি প্রধানের নেতৃত্ব মেনেই অংশ নেবেন। ফলে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারার মতো ‘অযৌক্তিক’ প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না।

প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান—এই তিনটি পদে একজন ব্যক্তি একযোগে দায়িত্ব পালন করতে পারবেন কি না—এই বিষয়টি বেশ কয়েকদিন ধরে ঐকমত্য কমিশনের সংলাপে আলোচনার কেন্দ্রে ছিল। বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আম জনতার দল মনে করে, একজন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপি এবং আরও কিছু দল এতে আপত্তি জানিয়েছে। তারা মনে করে, দলের প্রধান ব্যক্তি যেন প্রধানমন্ত্রী না হন। এই ভিন্নমতের প্রেক্ষিতে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের ১৭তম দিনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ঘোষণা দেন—‘রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না।’ তবে, এতে যেসব দল একমত নন, তারা জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবেন।

সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,

“প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান—একই ব্যক্তি হবেন কি না, সে বিষয়ে বেশিরভাগ দল একমত হলেও কিছু দল দ্বিমত পোষণ করেছে। আমরা আগেই বলেছি, সংবিধানের ৭০ অনুচ্ছেদে যেমন ভিন্নমত রাখার সুযোগ রয়েছে, এখানেও তা রাখা যেতে পারে।”

তিনি আরও বলেন,

“গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না—এমন বিধান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কোথাও নেই। এটি তার গণতান্ত্রিক অধিকার। পার্লামেন্ট সদস্যরা যাকে চাইবেন, তিনিই হবেন প্রধানমন্ত্রী। দলীয় প্রধান প্রধানমন্ত্রিত্ব পাবেন না—এমন বিধান গ্রহণযোগ্য নয়।”

বিএনপির স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-এর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়েও আলোচনা হয়। কমিটি মনে করে, সংসদীয় গণতন্ত্রে সরকারপ্রধানের হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন। তবে রাষ্ট্রপতিরও নির্দিষ্ট কিছু বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখা যেতে পারে। কিন্তু রাষ্ট্রপতিকে যদি অতিরিক্ত ক্ষমতায়িত করা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব কমে যাবে।

এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনার পরবর্তী পর্বে বিষয়টি আবার উঠবে।

এদিকে সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে ব্যাপক প্রাণহানির ঘটনায় বিএনপি গভীর শোক প্রকাশ করে। দলের স্থায়ী কমিটির বৈঠকে নিহত ছাত্রছাত্রী, শিক্ষিকা ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। শোকাহত পরিবারের প্রতি গভীর সহানুভূতিও প্রকাশ করে বিএনপি।

23/07/2025
চিরবিদায় ‘হেভি মেটালের গডফাদার’ ওজি ওসবার্ন  | ২৩ জুলাই ২০২৫, সকাল ১১:৩৩বিশ্ব সংগীতাঙ্গনের কিংবদন্তি ও ‘গডফাদার অব হেভি ...
23/07/2025

চিরবিদায় ‘হেভি মেটালের গডফাদার’ ওজি ওসবার্ন
| ২৩ জুলাই ২০২৫, সকাল ১১:৩৩

বিশ্ব সংগীতাঙ্গনের কিংবদন্তি ও ‘গডফাদার অব হেভি মেটাল’ খ্যাত ওজি ওসবার্ন আর নেই।
যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,

“অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, আমাদের প্রিয় ওজি আজ সকালে পরিবারের সদস্যদের পাশে থেকে শান্তিতে বিদায় নিয়েছেন। আমরা এই কঠিন সময়টিতে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাই।”

মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

🎸 শেষবার স্টেজে 'ব্ল্যাক সাবাথ'-এর সঙ্গে
মাত্র কিছু সপ্তাহ আগেই জন্মশহর বার্মিংহামে এক 'ব্যাক টু দ্য বিগিনিং' কনসার্টে নিজের ব্যান্ড ব্ল্যাক সাবাথ-এর সদস্যদের সঙ্গে মঞ্চে ফিরেছিলেন ওজি। দীর্ঘ দুই দশক পর গিটারিস্ট টনি আইওমি, ড্রামার বিল ওয়ার্ড ও বেসিস্ট গিজার বাটলার-এর সঙ্গে একত্রে পারফর্ম করেন তিনি। সেটিই ছিল তার জীবনের শেষ মঞ্চ।

🛤️ অনন্য এক সংগীতযাত্রা
১৯৪৮ সালের ৩ ডিসেম্বর, ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম ওজির। কর্মজীবনের শুরু কসাইখানায়, অতঃপর জীবনের বাঁক ঘুরে ১৯৬৭ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্ল্যাক সাবাথ’। ১২ ঘণ্টায় রেকর্ড হওয়া প্রথম অ্যালবাম দিয়েই বদলে দেন রক সংগীতের ধারাপাত।

‘Paranoid’, ‘Iron Man’, ‘Master of Reality’—প্রজন্মের পর প্রজন্ম দোল খেয়েছে তার গলায়।

১৯৭৮ সালে ব্যান্ড থেকে বেরিয়ে একক ক্যারিয়ার শুরু করেন ওজি। তার একক অ্যালবাম ‘Blizzard of Ozz’ ও গান ‘Crazy Train’ আজও আইকনিক।

🧠 বিতর্ক, ব্যতিক্রম ও ব্যক্তিত্ব
মঞ্চে বাদুড়ের মাথা কামড়ানো হোক বা অ্যালকোহল-মাদকে আসক্তি—ওজি সবসময় ছিলেন বিতর্ক ও ক্যারিশমার কেন্দ্রবিন্দু।

১১টি একক অ্যালবাম, ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় এবং ‘The Osbournes’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও ছিলেন সমান জনপ্রিয়।

⚕️ দীর্ঘদিনের অসুস্থতা
২০১৯ সালে নিউমোনিয়ায় ভুগে শরীর ভেঙে পড়ে।
২০২০ সালে পারকিনসন্স রোগে আক্রান্ত হন।
শেষবার ২০২২ সালের কমনওয়েলথ গেমস-এ মঞ্চে উঠেছিলেন।

গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন—

“আমার জীবনের শেষ ইচ্ছা, আরেকটা শো করে ভক্তদের ধন্যবাদ জানানো।”

🕊️ রেখে গেলেন পরিবার
ওজি রেখে গেছেন স্ত্রী শ্যারন ওসবার্ন (যিনি তার ম্যানেজারও ছিলেন), প্রথম পক্ষের তিন সন্তান এবং শ্যারনের সঙ্গে তিন সন্তান—জ্যাক, কেলি ও এমি।

🎧 ওজি ওসবার্ন ছিলেন শুধু একজন রকস্টার নন, ছিলেন এক জীবন্ত কিংবদন্তি।
তার সুর, বিদ্রোহ, ব্যতিক্রমী জীবনযাপন যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে।
চিরশ্রদ্ধা, ওজি।

⚖️ মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত কমিটি গঠনের নির্দেশ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুল | ২২ জুলাই ২০২৫ | ঢাকাউত্ত...
22/07/2025

⚖️ মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত কমিটি গঠনের নির্দেশ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুল
| ২২ জুলাই ২০২৫ | ঢাকা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতদের পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

🧑‍⚖️ হাইকোর্টের রুল: তদন্ত, নিষেধাজ্ঞা ও ক্ষতিপূরণ
মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুর এর দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।
রিটটি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

রিটে উল্লেখ করা হয়:

জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে

নিহত পরিবারকে ৫ কোটি, আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে

বিমান বাহিনীর ত্রুটিপূর্ণ বিমানগুলোর সংখ্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে

🗣️ বিচারপতির মন্তব্য ও নির্দেশনা
শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের বলেন,

“এ রকম দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত জরুরি।”

এরপর হাইকোর্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

🌍 বিদেশে চিকিৎসার নির্দেশনা
আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এই মামলার প্রেক্ষিতে আগামী শুনানিতে সংশ্লিষ্টদের থেকে রিপোর্ট চাওয়া হবে। বিচার বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি আদালতের তত্ত্বাবধানে থাকবে বলে জানা গেছে।

🚨 মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১ জন | ২২ জুলাই ২০২৫ | ঢাকাউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বি...
22/07/2025

🚨 মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১ জন
| ২২ জুলাই ২০২৫ | ঢাকা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

তিনি মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

✈️ দুর্ঘটনার বিবরণ
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় এবং আশেপাশের শ্রেণিকক্ষে তা ছড়িয়ে পড়ে।

🖤 রাষ্ট্রীয় শোক ঘোষণা
এই মর্মান্তিক ঘটনায় সরকার আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

🔹 সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
🔹 দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশি মিশনেও পতাকা অর্ধনমিত রয়েছে।
🔹 নিহতদের আত্মার শান্তি কামনায় দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

✊ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা: আসিফ নজরুলক্যাম্পাস ডেস্ক | ২২ জুলাই ২০২৫ | ঢাকারাজধানীর উত্তরা ...
22/07/2025

✊ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা: আসিফ নজরুল
ক্যাম্পাস ডেস্ক | ২২ জুলাই ২০২৫ | ঢাকা

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার। এমনটি জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

📋 শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
4. উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান
5. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল
6. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার

🔥 উত্তেজনা ও সংঘর্ষ
তবে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণা আসার পরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ঘোষণা প্রত্যাখ্যান করে "ভুয়া ভুয়া" ও "We want justice" স্লোগান দিতে থাকেন। তারা পুলিশের দিকে জুতা ও প্লাস্টিক বোতল ছুঁড়ে মারেন, ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজের ৫ নম্বর ভবনের সামনের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

🕯️ প্রেক্ষাপট ও আন্দোলন
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন পাইলট, একজন নারী শিক্ষিকা ও ২৫ জন শিক্ষার্থী রয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা হুঁশিয়ারি দেন,

“দুপুর ১২:৩০-এর মধ্যে যদি সরকারের কোনো প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা না বলেন, তাহলে উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করা হবে।”

22/07/2025

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়েছে সরকার।

🕯️ রাষ্ট্রীয় শোক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, বন্ধ এইচএসসিওনিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই ২০২৫ | ঢাকারাজধানীর ...
22/07/2025

🕯️ রাষ্ট্রীয় শোক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, বন্ধ এইচএসসিও
নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই ২০২৫ | ঢাকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় সারাদেশে আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ মর্মান্তিক পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়:

“আজকের (২২ জুলাই) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”

🎓 এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত
বিমান দুর্ঘটনার প্রভাব পড়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষাতেও। আজকের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

আজকের রুটিন অনুযায়ী যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল:

রসায়ন (তত্ত্বীয়) – দ্বিতীয় পত্র

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি – দ্বিতীয় পত্র (মানবিক শাখা)

ইতিহাস – দ্বিতীয় পত্র

গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন – দ্বিতীয় পত্র

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন – দ্বিতীয় পত্র

এসব বিষয়ের পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

📌 প্রেক্ষাপট
সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জন শিশু শিক্ষার্থী, একজন নারী শিক্ষিকা এবং একজন পাইলট রয়েছেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Desher Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desher Alo:

Share

Category

We are create art and techtune type video

Bangla Media our Art Channel .This is wold wide famous Channel.You can see our video Please flow this link BANGLA MEDIA

This is my Channel BANGLA MEDIA

Most Popular video

https://www.youtube.com/watch?v=W_5Cm1ceTyA