Md Masud Rana

Md Masud Rana Contactgegevens, kaart en routebeschrijving, contactformulier, openingstijden, diensten, beoordelingen, foto's, video's en aankondigingen van Md Masud Rana, Digitale maker, America.

..আমার আইডল হযরত মুহাম্মদ (সাঃ)..!!!🌸

___লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
(সাঃ)..!!!!!🌸

বাবার অর্থ সম্পদ নয়,,,
___ বাবা থাকাটাই জরুরী..!!🌸🌸🌸

বিশ্ববিদ্যালয় পড়ুয়া আতরওয়ালার বি*দায়...!!!! শাফি-নামটার সাথেই যেন জড়িয়ে আছে এক মিষ্টি সুবাস। বিশ্ববিদ্যালয়ে অবসর সময়...
13/11/2025

বিশ্ববিদ্যালয় পড়ুয়া আতরওয়ালার বি*দায়...!!!!

শাফি-নামটার সাথেই যেন জড়িয়ে আছে এক মিষ্টি সুবাস। বিশ্ববিদ্যালয়ে অবসর সময়ে ফাঁকে ফাঁকে আতর বিক্রি করতো। বন্ধুরা বলত-ও শুধু আতর নয়, চরিত্রের সুবাসও ছড়াতো সবার মাঝে।

তার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক লিখেছেন, "শাফি সবার মাঝে সুবাস বিলিয়ে দিতো।”

বাবার ছিল অঢেল সম্পদ। প্রাইভেট গাড়ি থাকা সত্ত্বেও শফি কখনো গাড়িতে ওঠেনি। টেম্পু, রিকশা-এই ছিলো তার যাত্রাসঙ্গী। স্কুল-কলেজে "ফুডপান্ডা"-য় কাজ করে নিজের খরচ চালাতো। বন্ধুদের কাছ থেকে ধার নিলে সময়মতো ফিরিয়ে দিতো। আমানতদারিতে ছিলো সে অটল।

মেরিনে চান্স পেয়েও ভর্তি হয়নি, কারণ সেখানে দাঁড়ি রাখা যাবে না! ঈমানের দৃঢ়তা এমনই হয়- যেখানে দুনিয়ার চাকচিক্য ম্লান হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির সামনে।

আল্লাহ! কতটা অনাসক্ত, কতটা নরম-সুবাসিত আত্মা ছিলো শাফি! একটা তরুণ, যে আমাদের শিখিয়ে গেলো-সত্যিকারের সাফল্য গাড়ি বা ক্যারিয়ারে নয়, বরং ঈমান আর আমলে।

আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন.!!!

কোন এক পরিবারের আসল যুদ্ধা ...!!!🖤🌸
15/10/2025

কোন এক পরিবারের আসল যুদ্ধা ...!!!🖤🌸

14/10/2025

হে যুবক যুবতী পাপ করার আগে একবার পোকাটির জায়গায় নিজেকে রাখুন পিপড়ার জাগায় নিজের পাপের শাস্তি রাখুন.. খেয়াল রাখবেন আল্লাহর শাস্তি এরচেয়ে ভয়ংকর।

ইমাম ও খতিবের ২০ বছর পূর্তিতে মহল্লাবাসীর ভালোবাসার উপহার- উমরাহ সফর।সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দন...
11/10/2025

ইমাম ও খতিবের ২০ বছর পূর্তিতে মহল্লাবাসীর ভালোবাসার উপহার- উমরাহ সফর।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা পশ্চিম জামে মসজিদে এক অনন্য সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, প্রিয় ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মাওলানা হাবিব উল্লাহ হাফিজাহুল্লাহ-এর ২০ বছর পূর্তিকে কেন্দ্র করে মহল্লাবাসীর পক্ষ থেকে তাঁকে প্রদান করা হয়েছে এক আবেগঘন ভালোবাসার উপহার-উমরাহ সফর।

দুই যুগেরও কাছাকাছি সময় ধরে মাওলানা হাবিব উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিষ্ঠা, প্রজ্ঞা ও ধর্মীয় মূল্যবোধে সমাজকে আলোকিত করে চলেছেন। তাঁর কণ্ঠে খুতবা, তাঁর নির্দেশনায় নামাজ, এবং তাঁর পরামর্শে সমাজে ইসলামী আদর্শের প্রচার-সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এলাকার শ্রদ্ধাভাজন এক আলোকিত মুখ।

এই দুই দশকের আধ্যাত্মিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে মহল্লাবাসী ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তাঁকে উমরাহ সফরের সুযোগ করে দিয়েছেন।

মহল্লাবাসীর একাধিক সদস্য জানিয়েছেন, "আমাদের প্রিয় ইমাম সাহেব শুধু মসজিদের নয়, আমাদের জীবনের দিশারিও। তাঁর জন্য এই সামান্য উপহার আমাদের হৃদয়ের গভীর শ্রদ্ধার প্রতীক।"'''🖤

জাতিসংঘ (United Nations) মূলত প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত ক...
05/08/2025

জাতিসংঘ (United Nations) মূলত প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আন্তর্জাতিক সহযোগিতা, বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

১। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি হল:

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা:
যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা।
২। বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা:

বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বৃদ্ধি করা, যাতে তারা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারে।
৩। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধান করা:

বিশ্বব্যাপী দারিদ্র্য, ক্ষুধা, রোগ এবং শিক্ষার মতো সমস্যা সমাধানে সহযোগিতা করা।
৪। মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখা:
জাতি, লিঙ্গ, ভাষা বা ধর্ম নির্বিশেষে সকলের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব নেতারা উপলব্ধি করেন যে, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়। তাই, ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়।

26/07/2025

😥😢

🚩 মাযলুম গাযাবাসীর আপনাদের সহকারে সারা বিশ্বের কাছে পাঠানো বার্তা!বিশ্ব বিবেকের কাছে জরুরি আহ্বান: গাযা আজ চরম পর্যায়ের...
22/07/2025

🚩 মাযলুম গাযাবাসীর আপনাদের সহকারে সারা বিশ্বের কাছে পাঠানো বার্তা!

বিশ্ব বিবেকের কাছে জরুরি আহ্বান: গাযা আজ চরম পর্যায়ের ক্ষুধার্ত, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিক সংস্থা, সর'কার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং বিবেকবানদের প্রতি আবেদন জানাচ্ছি যে তারা গাযার ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের দিকে মনোযোগ দিক, যেখানে
২০ লক্ষেরও বেশি মানুষ অব'রুদ্ধ অবস্থায় আটকা পড়েছে এবং প্রকৃত দুর্ভি'ক্ষের মুখোমুখি হচ্ছে। শিশুরা ক্ষুধায় মা'রা যাচ্ছে; পরিবারগুলি সবচেয়ে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, এবং সাহায্য অভাবীদের কাছে পৌঁছাচ্ছে না। ক্ষুধা আর কোনও
হুমকি নয় - এটি একটি নিষ্ঠুর বাস্তবতা যা নিরীহ বেসামরিক জীবন ধ্বং'স করছে। আমরা অবিলম্বে মানবিক করি'ডোর খোলার এবং খাদ্য, পানি এবং চিকিৎসা সরবরাহের নিরবচ্ছিন্ন দাবি জানাই। জীবন বাঁচাতে এবং আরও বৃহত্তর বিপর্যয় রোধ করতে আমরা জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানাই।

গাযাকে বাঁচান। মানবতা বাঁচান! কারণ আজ গাযা শেষ হয়ে গেলে মানবতাও নি'শ্চিহ্ন হয়ে যাবে!

22/07/2025

অনেক নিন্দাজনক একটা বিষয় এটা

সন্তানের মতো শিক্ষার্থীদের জীবন বাচাতে গিয়ে নিজের জীবন দিলেন উত্তরা  মাইল স্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুর...
22/07/2025

সন্তানের মতো শিক্ষার্থীদের জীবন বাচাতে গিয়ে নিজের জীবন দিলেন উত্তরা মাইল স্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরী । বিনম্র শ্রদ্ধা জানাই মানবতার মা, বীরাঙ্গনা শিক্ষিকা মিস মেহেরীন চৌধুরীকে। আল্লাহ তাকে জান্নাতের উচু মাকাম দান করুন।

Adres

America

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Md Masud Rana nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact

Stuur een bericht naar Md Masud Rana:

Delen