
11/10/2025
ইমাম ও খতিবের ২০ বছর পূর্তিতে মহল্লাবাসীর ভালোবাসার উপহার- উমরাহ সফর।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা পশ্চিম জামে মসজিদে এক অনন্য সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, প্রিয় ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মাওলানা হাবিব উল্লাহ হাফিজাহুল্লাহ-এর ২০ বছর পূর্তিকে কেন্দ্র করে মহল্লাবাসীর পক্ষ থেকে তাঁকে প্রদান করা হয়েছে এক আবেগঘন ভালোবাসার উপহার-উমরাহ সফর।
দুই যুগেরও কাছাকাছি সময় ধরে মাওলানা হাবিব উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিষ্ঠা, প্রজ্ঞা ও ধর্মীয় মূল্যবোধে সমাজকে আলোকিত করে চলেছেন। তাঁর কণ্ঠে খুতবা, তাঁর নির্দেশনায় নামাজ, এবং তাঁর পরামর্শে সমাজে ইসলামী আদর্শের প্রচার-সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এলাকার শ্রদ্ধাভাজন এক আলোকিত মুখ।
এই দুই দশকের আধ্যাত্মিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে মহল্লাবাসী ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তাঁকে উমরাহ সফরের সুযোগ করে দিয়েছেন।
মহল্লাবাসীর একাধিক সদস্য জানিয়েছেন, "আমাদের প্রিয় ইমাম সাহেব শুধু মসজিদের নয়, আমাদের জীবনের দিশারিও। তাঁর জন্য এই সামান্য উপহার আমাদের হৃদয়ের গভীর শ্রদ্ধার প্রতীক।"'''🖤