13/11/2025
বিশ্ববিদ্যালয় পড়ুয়া আতরওয়ালার বি*দায়...!!!!
শাফি-নামটার সাথেই যেন জড়িয়ে আছে এক মিষ্টি সুবাস। বিশ্ববিদ্যালয়ে অবসর সময়ে ফাঁকে ফাঁকে আতর বিক্রি করতো। বন্ধুরা বলত-ও শুধু আতর নয়, চরিত্রের সুবাসও ছড়াতো সবার মাঝে।
তার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক লিখেছেন, "শাফি সবার মাঝে সুবাস বিলিয়ে দিতো।”
বাবার ছিল অঢেল সম্পদ। প্রাইভেট গাড়ি থাকা সত্ত্বেও শফি কখনো গাড়িতে ওঠেনি। টেম্পু, রিকশা-এই ছিলো তার যাত্রাসঙ্গী। স্কুল-কলেজে "ফুডপান্ডা"-য় কাজ করে নিজের খরচ চালাতো। বন্ধুদের কাছ থেকে ধার নিলে সময়মতো ফিরিয়ে দিতো। আমানতদারিতে ছিলো সে অটল।
মেরিনে চান্স পেয়েও ভর্তি হয়নি, কারণ সেখানে দাঁড়ি রাখা যাবে না! ঈমানের দৃঢ়তা এমনই হয়- যেখানে দুনিয়ার চাকচিক্য ম্লান হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির সামনে।
আল্লাহ! কতটা অনাসক্ত, কতটা নরম-সুবাসিত আত্মা ছিলো শাফি! একটা তরুণ, যে আমাদের শিখিয়ে গেলো-সত্যিকারের সাফল্য গাড়ি বা ক্যারিয়ারে নয়, বরং ঈমান আর আমলে।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন.!!!