
30/07/2025
এমন একটা পরিবেশই তো চাই আমরা, যেখানে লেকের পাশের সৌন্দর্য উপভোগ করতে পারবো, বুক ভরে নিশ্বাস নিতে পারবো। নিজের মনের আনন্দে মাছ ধরতে পারবো, আবার নদীর পাড়ে পা ছড়িয়ে একাকী সময়ও কাটাতে পারবো।
আরো ভালো লাগবে যখন দেখবো এমন এক শান্ত পরিবেশে খেলাধুলাও করা যায়, যেন বিনোদন আর প্রকৃতির মাঝে একটা ভারসাম্য তৈরি হয়।
এই সবকিছুই কিন্তু আমাদের দেশেও আছে, কিন্তু নেই সেই বুক ভরে নিশ্বাস নেওয়ার মতো নির্ভার শান্তি। বরং আছে হারিয়ে যাওয়ার ভয়, আছে ব্যক্তি আর ব্যক্তির মধ্যে অবিশ্বাস, আছে মিথ্যে আশার মোহ।
এখানে হয়তো প্রাণ কিছুটা বিশ্রাম পায়, কিন্তু সেই চিরচেনা প্রিয় মুখগুলো নেই যাদের সঙ্গে এসব দৃশ্য আরও হাজার গুণ বেশি সুন্দর হতো।