Introvert's Tale

Introvert's Tale “Introvert’s Tale”:
“Whispers of Solitude: Life, Journeys, Flavors, and Home.” 🌿🌍🍳🏡

01/09/2025

যখন আপনি সব সময় আনকন্ডিশনালি উপস্থিত থাকেন, মানুষ আপনাকে taken for granted ভাবে।। তারা ধরে নেয় আপনি সব সময় থাকবেন, তা...
27/08/2025

যখন আপনি সব সময় আনকন্ডিশনালি উপস্থিত থাকেন, মানুষ আপনাকে taken for granted ভাবে।।
তারা ধরে নেয় আপনি সব সময় থাকবেন, তাই অবহেলা করতে দ্বিধা করে না। মাঝে মাঝে গুরুত্ব দিলেও, আবার আগের মতোই অবহেলা শুরু হয়।
আসল কারণ হলো আপনার অতি-আন্তরিকতা। বেশি কেয়ার বা ভালোবাসা দেখাতে দেখাতে আপনি নিজেই ইজি হয়ে যান। তাই ভালোবাসুন, কেয়ার করুন, কিন্তু সীমার ভেতর।

লাইফে অনেক মানুষ আসবে যাবে। But নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে কারো উপস্থিতি, অনুপস্থিতি যেন জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হওয়া খারাপ না।

একটা কথা আছে, "Invest in yourself" কথাটা প্রচন্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কিচ্ছু নেই। নিজেই নিজের ফাস্ট প্রায়োরিটি হোন। No one can beat you.

মনে রাখবেন, হেলথি সম্পর্ক কখনও একতরফা হয় না। বোঝানোর পরও যদি কেউ না বোঝে, তবে তাকে ছেড়ে দিন। নিজের ভ্যালু নিজেকেই তৈরি করতে হবে, আর সঠিক মানুষ সেটাই রেসপেক্ট করবে।❤️

সংগৃহীত।

30/07/2025

📌বাসা থেকে বের হওয়ার সময় দোআ; We should always recite this Dua before going out;'বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়াল...
22/07/2025

📌বাসা থেকে বের হওয়ার সময় দোআ; We should always recite this Dua before going out;

'বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পড়ে বের হবেন সবসময়,এবং আয়াতুল কুরসী।
আল্লাহ আমাদের সবাইকেই হেফাজত করুক.

"বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।" এর অর্থ হলো, "আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি, আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই।"

Please use some common sense! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻              💔💔💔
21/07/2025

Please use some common sense! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 💔💔💔

✅জীবনে এমন কিছু মানুষ আসে, যারা মুখে হাসি নিয়ে কথা বলবে, কিন্তু তাদের কাছ থেকে ফেরার পর মনে হবে, যেন পুরোদিন বিষাক্ত ধোঁ...
16/06/2025

✅জীবনে এমন কিছু মানুষ আসে, যারা মুখে হাসি নিয়ে কথা বলবে, কিন্তু তাদের কাছ থেকে ফেরার পর মনে হবে, যেন পুরোদিন বিষাক্ত ধোঁয়া গিলে আসছেন।

✅এটাই ট'ক্সিক মানুষের আসল বৈশিষ্ট্য—তারা আপনার জীবনের সুখ ধীরে ধীরে গিলে ফেলে।

কিন্তু আগে থেকে চিনতে পারলে তাদের এড়িয়ে চলা সম্ভব।

✅✅ক‍্যামনে চিনবেন এদের?

- সবসময় আপনাকে ছোট করে দেখানো

এদের লক্ষ্যই হলো, আপনার আত্মবিশ্বাস নষ্ট করা। ধরুন, আপনি নতুন কিছু শিখেছেন। তারা বলবে, “এইটা তো খুব সাধারণ ব্যাপার। এতে আবার এত গর্বের কী আছে?”

✅এমন মানুষদের কাছে আপনার কোনো অর্জনই গুরুত্বপূর্ণ নয়।

- সব দোষ আপনার

টক্সিক মানুষ নিজের ভুল ঢাকতে ওস্তাদ। কোনো সমস্যা হলে তারা এমনভাবে কথা বলবে, যেন এর জন্য আপনিই দায়ী। যেমন ধরুন, “তুমি সময়মতো আমাকে মনে করায়া দিলে, আমি ভুল করতাম না।”

এরা নিজের দায় কখনোই স্বীকার করে না।

- ভালো কথার আড়ালে কটুকথা

এদের কথার মধ্যে সবসময় একটা সূ'ক্ষ্ম কটা'ক্ষ থাকবে। আপনি হয়তো নতুন কিছু পরেছেন। তারা বলবে, “ড্রেসটা সুন্দর, তবে তোমার শরীরের সঙ্গে ঠিক মানাচ্ছে না।”

✅✅এরপর আপনি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করবেন।

- নেতিবাচক মানসিকতা

ট'ক্সিক মানুষদের মন সবসময় নেগেটিভ চিন্তায় ভরা। আপনি বলবেন, “আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে।” তারা বলবে, “এত আনন্দিত হইয়ো না, খারাপ কিছু ঘটে যেতেও পারে।”

✅✅তাদের সাথে থাকলে আপনার মন থেকে পজেটিভ ভাবনা সব বিলীন হয়ে যাবে।

- সন্দেহপ্রবণতা

✅✅ট'ক্সিক মানুষরা আপনাকে এমনভাবে সন্দেহ করবে, যাতে আপনার নিজের ওপর আস্থাটাই উঠে যায়। আপনি যদি ভালো কিছু করেন, তারা বলবে, “তুমি কি সত্যিই এটা নিজে নিজে করছো? না কি কেউ হেল্প করছে?”

এদের সন্দেহ আপনার জীবনে অযথা মানসিক চাপ বাড়িয়ে দেবে।

✅ট'ক্সিক মানুষদের সঙ্গ শুধু আপনার মানসিক শান্তিই নষ্ট করে না, বরং আপনার জীবনের গতিপথও পাল্টে দিতে পারে।

সময় থাকতেই চিনে নিন এমন মানুষদের। জীবন একটাই, আর তা বিষিয়ে তোলার জন্য কারো সঙ্গ জরুরি নয়।

নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন।

✅✅যাদের আচরণে আপনি আনন্দের বদলে মানসিক চাপ অনুভব করেন, তাদের সঙ্গ এড়িয়ে চলুন।

সুখী ও শান্তিপূর্ণ জীবনের জন্য ট'ক্সিক মানুষদের বিদায় জানান।
(c)

কাটেনা সময় যখন আর কিছুতেবন্ধুর টেলিফোনে মন বসেনাজানলার গ্রিলটাতে ঠেকাই মাথামনে হয় বাবার মত কেউ বলেনাআয় খুকু আয়…আয় খ...
14/06/2025

কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলেনা
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
বাবা দিবসে সকল বাবার প্রতি শ্রদ্ধা।

আপনি  বেড়াতে গেলেন; সন্ত্রাসবাদীরা গুলি করে মেরে ফেললো । আপনি অফিস ফেরত ট্রেনে উঠতে গেলেন; পা পিছলে নিজেকে হারালেন । আপ...
12/06/2025

আপনি বেড়াতে গেলেন; সন্ত্রাসবাদীরা গুলি করে
মেরে ফেললো ।
আপনি অফিস ফেরত ট্রেনে উঠতে গেলেন; পা পিছলে নিজেকে হারালেন ।
আপনি IPL বিজয় মিছিলে গেলেন পদদলনে
পিষে গেলেন ।
আপনি দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে প্লেনে বসলেন;
সেটা ভেঙে পড়লো ।
আপনি হোস্টেল ক্যান্টিনে খেতে বসলেন; শেষ খাওয়াও হলো না আপনার ।
সাইড লোয়ার পেলেন অথচ আপনার নিথর দেহ নামানো হলো ।
ভেবেছিলেন হৃদয়ে জায়গা করে নেবেন কিন্তু ঠাঁই হলো প্রেসারকুকার বা ড্রামে ।
আগামী জীবনের স্বপ্ন বিভোরে হানিমুন থেকে আপনার আর ঘরে ফেরা হলো না ।

—— নিঃশ্বাসে বিশ্বাস নেই ।
বেঁচে থাকাটাই বড্ড আশ্চর্যের ।
তাই মুহূর্তে বাঁচুন ।
শেয়ার বা সিন্দুকে টাকা জমানো নয় ; বরং স্বপ্ন পূরণের ফিরিস্তি জমানোয় মন দেওয়া হোক ।

—আমরা আজ আছি, কাল নেই ।
আজ মরলে কাল দুদিন ।।

©️Moutusi Maji

যদি যু*দ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!সরাসরি মি*সা*ইল আক্রমণের সম্ভাবনা...
07/05/2025

যদি যু*দ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!

সরাসরি মি*সা*ইল আক্রমণের সম্ভাবনা বাদই দিলাম। তারপরেও যুদ্ধের পরিণাম আমাদের জন্য ভীষণ ভয়াবহ হবে।

যু*দ্ধ শুরু হলে ভারতের ত্রিপুরা, মেঘালয়, এবং আসামের সীমান্ত এলাকা থেকে হাজার হাজার মানুষ শরণার্থী হয়ে বাংলাদেশে প্রবাহিত হতে শুরু করবে। বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক ফিল্ডে বিরাট প্রভাব পড়বে। আমদানি-রপ্তানি সংকট, মূল্যস্ফীতি, সীমান্ত অস্থিরতা—এসব সমস্যা মোকাবেলা করতে আমাদের বর্তমান সরকার কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এছাড়া, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে ভারত-চীন এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া মত আন্তর্জাতিক ব্লকের চাপেও বাংলাদেশ পড়ে যেতে পারে।

তাই আমাদের উচিত যুদ্ধ না হওয়ার জন্য প্রার্থনা করা। পাকিস্তান বর্তমানে যথেষ্ট সংযত পদক্ষেপ নিচ্ছে, তবে যদি তাদের পক্ষ থেকে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসে, তখন আমরা একটা অদৃশ্য বিপদের সম্মুখীন হতে পারি।

তাই, ভারত প্রীতি কিংবা পাকিস্তান প্রীতি নয়, আমাদের এখন একমাত্র প্রীতি হওয়া উচিত শুধুমাত্র বাংলাদেশ প্রীতি।

যু*দ্ধ কোন ফ্যান্টাসি না। তোপের মুখে কখনো শান্তি জন্ম নেয় না। এটা শুধু ধ্বংসের আর্তনাদ, কিংবা প্রাণের মুখে ক্ষত-বিক্ষত হওয়ার রূপকথা।

- কালেক্টেড

23/04/2025

একটা দেশ আছে, যে দেশের কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নেই। একদিকে পাকিস্তান, একদিকে চীন, একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল। ভালো সম্পর্ক নেই শ্রীলঙ্কা,মালদ্বীপ,ভূটান,আফগানিস্তানের সাথেও।

মাঝখানে ‘গোপাল’ শুধু মার খায়, তারপর সেই মারধরের প্রতিশোধ নিতে বলিউডে মিথ্যা আর বানোয়াট সিনেমা বানায়।

আর ভক্তরা সেই সিনেমা দেখে নিজেদেরকে বীর সৈনিক মনে করে চিল্লায়া বলে “জেয় হিন্ড..” 🥱

( c ) ゚viralシfypシ゚viralシalシ

“নারী শক্তি, নারী সাহস, নারী ভালোবাসা—তাই নারী মানেই পৃথিবীর অপার সৌন্দর্য। তাদের অবদান ও স্বপ্নকে সম্মান জানাই। নারী দি...
08/03/2025

“নারী শক্তি, নারী সাহস, নারী ভালোবাসা—তাই নারী মানেই পৃথিবীর অপার সৌন্দর্য। তাদের অবদান ও স্বপ্নকে সম্মান জানাই। নারী দিবসের শুভেচ্ছা!”

Adres

Utrecht

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Introvert's Tale nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Delen