দেশের সংবাদ

  • Home
  • দেশের সংবাদ

দেশের সংবাদ ক্রিকেটের সর্বশেষ নিউজ পেতে পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোকা কোলার জন্য 😊
24/04/2025

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোকা কোলার জন্য 😊

মোজো, তুমি আমাদের আবেগকে পণ্যে পরিণত করেছো" এক সময় মোজোকে কেউ পাত্তা দিত না।দোকানে কেউ মোজো চাইলে দোকানদারও অবাক হয়ে তাক...
23/04/2025

মোজো, তুমি আমাদের আবেগকে পণ্যে পরিণত করেছো"

এক সময় মোজোকে কেউ পাত্তা দিত না।
দোকানে কেউ মোজো চাইলে দোকানদারও অবাক হয়ে তাকাতো—"মোজো? আপনি সিরিয়াস?"
কিন্তু এই ‘দেশপ্রেম’-এর আবেগকে পুঁজি করে যদি আপনি গলা কেটে দাম বসান, তবে সেটা দেশপ্রেম না, ব্যবসার নাম করে প্রতারণা।
মনে রাখুন,
প্রোডাক্ট দেশি হলেই তা ন্যায্য হয়ে যায় না।
জাতীয় পতাকা লাগিয়ে এক টাকার মুলা জুলিয়ে মোজো ধর্ম ব্যবসা করতেছে

৬০ টাকার মোজো এখন ১১০ টাকা!
এই মূল্যবৃদ্ধির পেছনে কি কোনো যুক্তি আছে? কাঁচামাল কি হীরায় তৈরি?
বিদেশি ব্র্যান্ড বয়কট করে দেশি পণ্যকে সামনে আনার এই সময়টাতে, মোজো যদি এই সুযোগে সাধারণ মানুষের আবেগকে কেবল লাভের ক্যালকুলেশনে ব্যবহার করে, তাহলে আমরা অবশ্যই বয়কট করবো।
আমরা চুপ থাকব না।
দেশকে ভালোবাসি বলেই প্রশ্ন করি।
ভুল দেখলে চুপ না থেকে বলি—"এটা ঠিক না।"
তাই সবার উচিত মোজোকে বয়কট করে প্রতিহত করার

**বিডা ও পুলিশ শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করলো; বিনিয়োগকারীদের জন্য পুলিশ জরুরি হেল্...
22/04/2025

**বিডা ও পুলিশ শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করলো; বিনিয়োগকারীদের জন্য পুলিশ জরুরি হেল্পলাইন চালু করবে**

**ঢাকা, ২১ এপ্রিল:** বাংলাদেশ পুলিশ সোমবার ঘোষণা করেছে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ জরুরি যোগাযোগ নম্বর চালু করা হবে, যার মাধ্যমে কোম্পানিগুলো যেকোনো ঘটনা সরাসরি জানাতে পারবে এবং তাৎক্ষণিক সহায়তা পাবে।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয় থেকে এ ঘোষণা আসে, যখন পুলিশ প্রধান বাহারুল আলম ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি গাজা হামলার প্রতিবাদে হওয়া আন্দোলনের সময় ভাঙচুরের শিকার ছয়টি বিদেশি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আইজিপি ও বিডার নির্বাহী চেয়ারম্যানের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নেসলে বাংলাদেশ, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা সু কোম্পানি বাংলাদেশ, রেকিট বেঙ্কিজার বাংলাদেশ, পেপসিকো এবং জুবিল্যান্ট ফুড ওয়ার্কস বাংলাদেশসহ শীর্ষস্থানীয় কোম্পানির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৭ ও ৮ এপ্রিল দেশের বিভিন্ন শহরে এসব প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডজনখানেক মামলা দায়ের করা হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং আমাদের বিডা টিমের উপস্থিতি বিনিয়োগকারীদের সঙ্গে একই ছাদের নিচে ছিল কেবল সময়োপযোগী নয়, বরং নজিরবিহীন।”

“এটি নিছক একটি সৌজন্য সাক্ষাৎ নয়—এটি একটি বার্তা। বাংলাদেশ বিনিয়োগকারীদের পাশে থাকার ব্যাপারে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটাই এতে ফুটে উঠেছে,” তিনি বলেন।

তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠানগুলো হাজার হাজার কর্মী ও তাদের পরিবারের জীবিকা নির্বাহে প্রত্যক্ষভাবে অবদান রাখে। আমরা প্রতিবাদের অধিকারকে সম্মান করি, তবে যে প্রতিষ্ঠানগুলো কাজ, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করে, সেগুলো ধ্বংস করা কোনো সমাধান নয়।”

বিডা প্রধান পুলিশের “দ্রুত পদক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারের” প্রশংসা করেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভাঙচুর, ক্ষয়ক্ষতি এবং কার্যক্রমে বিঘ্নের বিষয়ে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করেন।

জবাবে পুলিশ মহাপরিদর্শকের দপ্তর জানায়, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বিশেষ জরুরি যোগাযোগ নম্বর চালু করা হবে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলেন, এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে কোম্পানিগুলো যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে জানাতে পারবে এবং জরুরি সহায়তা পাবে।

আইজিপি বাহারুল আলম বিনিয়োগকারীদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “আমরা শুধু সাড়া দিতে এখানে নেই, আমরা আত্মবিশ্বাস তৈরি করতে এবং নিশ্চিত করতে এসেছি যে এ ধরনের বিশৃঙ্খলা আর না ঘটে।”

এই সংলাপের মাধ্যমে বিডা, পুলিশ ও ব্যবসায়িক সংগঠনসমূহ যৌথভাবে একটি প্রতিরোধমূলক কর্মপরিকল্পনা তৈরি করেছে, যার মধ্যে রয়েছে নতুন নিরাপত্তা প্রটোকল, র‍্যাপিড রেসপন্স ইউনিট এবং উন্নত সংকট যোগাযোগ ব্যবস্থা।

এই উদ্যোগ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা গড়ে তুলতে সহায়তা করবে বলে জানানো হয়।

“এই সংলাপ প্রতিক্রিয়ার চেয়ে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেয়,” বলেন বিডা নির্বাহী চেয়ারম্যান।

“সবচেয়ে বড় কথা, এটি সরকারের প্রতিশ্রুতিকে তুলে ধরে—আমরা আমাদের বিনিয়োগকারীদের পাশে থাকি শুধু সমৃদ্ধির সময় নয়, দুর্যোগের সময়ও,” বলেন আশিক চৌধুরী।

কোম্পানির প্রতিনিধিরা বিডা ও বাংলাদেশ পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে নতুন করে আশাবাদ প্রকাশ করেন।

এই উদ্যোগ বিডার বৃহত্তর মিশনের অংশ, যাতে বাংলাদেশকে একটি নিরাপদ, টেকসই এবং বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তোলা যায়, যা অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারভিত্তিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভালো কাজ গুলো সব সময় প্রশংসার দাবিদার, দোয়া ও ভালোবাসা রইল প্রিয় ভাই ❤️💚
20/04/2025

ভালো কাজ গুলো সব সময় প্রশংসার দাবিদার, দোয়া ও ভালোবাসা রইল প্রিয় ভাই ❤️💚

দেশের সীমানা পেরিয়ে মজো এখন ইউরোপে।
20/04/2025

দেশের সীমানা পেরিয়ে মজো এখন ইউরোপে।

সত্যিই অসাধারণ ধন্যবাদ দোকানদার ভাইকে ❤️
20/04/2025

সত্যিই অসাধারণ ধন্যবাদ দোকানদার ভাইকে ❤️

19/04/2025
🛑কোকাকোলা কোম্পানি দৈনিক ১.৬ বিলিয়ন পানীয় বিক্রি করে। কোকাকোলা কোম্পানির মোট সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার থেকেও বেশ...
19/04/2025

🛑কোকাকোলা কোম্পানি দৈনিক ১.৬ বিলিয়ন পানীয় বিক্রি করে। কোকাকোলা কোম্পানির মোট সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার থেকেও বেশি।এর সদর দপ্তর হচ্ছে আটলান্টা, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। কোকাকোলা কোম্পানিতে প্রায় দেড় লক্ষ শ্রমিক কাজ করে। পৃথিবীর ৫০ বিলিয়ন পানীয় এর মধ্যে ১.৩ বিলিয়ন বিক্রি হয় শুধু কোকাকোলা।কোকাকালার বিজ্ঞাপনের জন্য খরচ হয় ৫ বিলিয়ন ডলারেরও বেশি।
কোকাকোলা কোম্পানির বাৎসরিক আয় হচ্ছে ৪৭.১ বিলিয়ন ডলার। দৈনিক ১.৯ বিলিয়ন কোকাকোলা পরিবেশন করা হয় ২০০ টির বেশি দেশে।
কোকাকোলা প্রতি মিনিটে দুই লক্ষ বোতল বের করে।
পৃথিবীর ২০০ টিরও বেশী দেশে ৫০০ এর বেশি ব্রান্ডের পণ্য বিক্রি করে। কোকাকোলা সমগ্র পৃথিবীতে ৪৩ শতাংশ বিক্রি হয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে , ৩৭ শতাংশ বিক্রি হয় ভারত , চীন , ব্রাজিল , জাপান ও মেক্সিকোতে।বাকি ২০ শতাংশ বিক্রি হয় পৃথিবীর প্রায় ১৯৫ টি দেশে।সেই হিসেবে বাংলাদেশে পৃথিবীর মোট কোকাকোলা বিক্রির ০. ২৫ শতাংশ কোক বিক্রি হয় মাত্র।এই দেশের মানুষ কোক না খেলে কোকাকোলা কোম্পানির চুল পর্যন্ত ছেড়া যায় না।

🚨গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের কোকাকোলা কোম্পানিকে ১৩০ মিলিয়ন ডলার ( ১ হাজার ৪৩০ কোটি টাকা) দিয়ে কিনে নেয় তুরস্কের সিসিআই (কোকাকোলা আইসেক) । বাংলাদেশ কোকের ক্ষতি হলে তুরস্কের হবে ।এতে আমেরিকার চুলও ছেড়া যায় না।

🍁কোকাকোলায় উচ্চ - ফ্রক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করা হতো , যা ইহুদি কশর খাদ্যবিধি অনুযায়ী অনুপযুক্ত ছিলো।এই কারণে ইহুদীরা কোক বয়কট করে।

🌿২০১৯ সালে কোকাকোলা বাংলাদেশের অর্থনীতিতে ১২.২ বিলিয়ন টাকার অবদান রেখেছে। কোকাকোলা ক্রয়ে কোন ক্রেতা এক টাকা খরচ করলে তাঁর ৮৫ পয়সা স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয়। কোকাকোলা প্রতি বছর প্রায় ৬ বিলিয়ন টাকা মূল্যের বিক্রি হয়। যার ৭৫ শতাংশ কাঁচামাল তারা বাংলাদেশের স্থানীয় বাজার থেকে কিনে। দেশের মোট কর্মসংস্থান খাতে কোকাকোলার অংশীদারীত্ব ০.০৩ শতাংশ। কোকাকোলার সাথে বাংলাদেশের কৃষি, পরিবহন সহ প্রায় ২৬ টি কর্মসংস্থান জড়িত। কোকাকোলায় কাজ করে বাংলাদেশের ২১ হাজার ৩০০ মানুষ। কোকাকোলা বয়কট করলে আমেরিকা ও ইসরাইলের চুল ছেঁড়া যায় না। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের পায়েই কুড়াল মেরেছে।

❓কোকাকোলা কোম্পানি হল একটি আমেরিকান কর্পোরেশন যা ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে তখন ইসরায়েল নামক রাষ্ট্রের জন্মই হয়নি। ইসরায়েলের জন্ম হয় কোকাকোলা প্রতিষ্ঠার আরও ৫৬ বছর পর।

🛑কোকাকোলা চিনি, কার্বনিক এসিড, ভ্যানিলা , সাইট্রিক এসিড, কোকোর নির্যাস ( ক্যাফেইন) , কারামেল , ভ্যানিলা , উচ্চ ফ্রাক্টোজ ভূট্টা সিরাপ, ফসফরিক এসিড পানি ও রং দিয়ে তৈরি হয়। এছাড়াও ষড়যন্ত্র তত্ত্বমতে বলা হয় , কোকাকোলা তৈরিতে কোকোর ৩ ড্রামস ইউএসপি তরল নির্যাস, ক্যাফেইন ১ আউন্স, সাইট্রিক এসিড ৩ আউন্স , লেবুর জুস ২ পাইন্টের বেশি ( ব্রিটিশ ৫৬৮ এমএল, মার্কিন ৪৭৩ এমএল), পানি ২ দশমিক ৫ গ্যালন, ভ্যানিলা ১ আউন্স, কারামেল দেড় আউন্স, জায়ফলের তেল দশ ফোঁটা, ধনে পাতার জল তিন ফোঁটা, কমলার তেল ২০ ফোঁটা,
অ্যালকোহল ৮ আউন্স , দারুচিনির নির্যাস ১০ ফোঁটা তথা এমন অনেক তথ্য প্রচলিত আছে।তবে আজ পর্যন্ত কোকাকোলা তৈরির ফর্মুলা পৃথিবীর কেউই জানেনা।

🛑কোমল পানীয় মেশিনের আবিস্কারক জোসেফ প্রিস্টলি একজন খ্রিস্টান ধর্মযাজক। তিনি কার্বোনেটিং মেশিন তৈরি করেন। এর মাধ্যমে স্থির জলকে কার্বোনেটেড করা হয়।পরে টারবান বার্গম্যান সালফিউরিক এসিড ব্যবহার করে কার্বোনেটেড জল তৈরি করার যন্ত্র আবিষ্কার করেন।জেজে শোয়েপ্পে সর্বপ্রথম কোমল জাতীয় পানি বাজারজাত করেন।ধীরে ধীরে ১৮৮৬ সালে সর্বপ্রথম বাজারে আসে কোকাকোলা।

🚨কোকাকোলা কোম্পানি ধ্বংসের মুল চক্রান্ত হচ্ছে আকিজ কোম্পানির। কোকাকোলা বাংলাদেশ সরকারকে ৪০ শতাংশ কর দিয়ে ব্যবসা করতো।এতে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারের আয় হতো। অপরদিকে আকিজ কোম্পানি কর ফাঁকির মামলায় বারবার জেলে গেছে।মুলত কোকাকোলার ব্যাবসা ডাউন করতেই তার মজো ধর্মীয় ট্রাম্প কার্ড।
কোকাকোলা কোম্পানি যেখানে গত পাঁচ দশক ধরে সরকারকে ৪০ শতাংশ কর দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার যোগ করেছে সেখানে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আকিজ কর্পোরেশন।এই পর্যন্ত প্রায় শুধুমাত্র সিগারেট কোম্পানির নামেই তারা ২৪ হাজার কোটি টাকা পাচার করেছে। অতি সম্প্রতিও তাদের ২৯১ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা।

🍁কোকাকোলার আবিস্কারক পেম্বারটন ছিলেন একজন ফার্মাসিস্ট। তিনি একজন আমেরিকান ওষুধ প্রস্তুতকারক। ইহুদি বলে তার বিরুদ্ধে যেসব প্রোপাগান্ডা চালানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভূয়া।জন পেম্বারটন ১৮৩১ সালের ৮ ই জুলাই আমেরিকার জর্জিয়ায় জন্মগ্রহণ করেন।১৮৬৫ সালে কলম্বাসের যুদ্ধে জন পেম্বারটন তাঁর বুকে তরবারির আঘাত পান।বুকের এই ক্ষত থাকে বাঁচতে তিনি মরফিনে আসক্ত হয়ে পড়েন।ব্যাথানাশক ওষুধ নিয়ে কাজ করতে করতে তিনি অ্যালকোহল মুক্ত একটি সিরাপ আবিষ্কার করেন। পরবর্তীতে এটার সাথে কার্বোনেটেড জল মিশিয়ে তিনি কোকাকোলা আবিস্কার করেন।১৮৬৫ সালে যখন আমেরিকায় গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধের ক্ষত সারিয়ে তুলতেই কোক আবিষ্কার করেন পেম্বারটন। কোকাকোলা শব্দটি এসেছে কোকো পাতা ও কোকো নাটস থেকে।পেম্বারটন নেশা বা ড্রাগস থেকে বাঁচতে কোকাকোলা আবিষ্কার করেছিলেন। কিন্তু তার ছেলে চার্লি পেম্বারটন ছিলেন অলস প্রকৃতির।তিনি অতিরিক্ত মরফিনে আসক্ত ছিলেন।১৮৮৬ সালে অ্যালকোহল নিষিদ্ধ করা হলে তিনি তার বাবার কোম্পানি আরেক ফার্মাসিস্ট আশা কান্ডলার এর সাথে ব্যাবসায়িক চুক্তি করে বিক্রি করে দিন।২৩০০ ডলারের বিনিময়ে পেম্বারটন থেকে কোকের ফর্মুলা কিনে নেন আশা কান্ডলার। কোকাকোলা কোম্পানি হয়ে যায় কোকাকোলা কর্পোরেশন।

🌹কোকাকোলার ফর্মুলা খুব গোপনীয়তার সাথে রাখা হয়। কোকাকোলার মাত্র দশজন কর্মচারী বাদে পৃথিবীর কেউ তা জানে না।যে কর্মচারীরা কোকাকোলার ফর্মুলা জানেন তাদের একসাথে কোথাও ভ্রমনের অনুমতি নেই। এভাবেই কোকাকোলা তার গোপনীয়তা রক্ষা করে।এজন্য পৃথিবীর অন্যসব কোমল পানীয় থেকে কোকাকোলা সম্পূর্ণ আলাদা।১৮৮৬ সাল থেকে আজ পর্যন্ত কোকাকোলার স্বাদ অনন্য।১৯০৯ সালে আমেরিকার ফেডারেল সরকারে পর্যন্ত কোকাকোলার গোপন রেসিপি জানতে আদালতে মামলা করেছিল কিন্তু কোন লাভ হয়নি।কোকাকোলার ধারে কাছেও পৃথিবীর আর কোন কোমল পানীয় কোম্পানি নেই। বর্তমানে ফর্মুলাটি আমেরিকার সানট্রাস্ট ব্যাংকের একটি ভল্টে গোপন রাখা আছে।7x চিহ্নিত কোকের রিয়েল থিংসটি খুব স্বযত্নে জর্জিয়ায় ট্রাস্ট ব্যাংকে সংরক্ষিত আছে।
১৯১৯ সালে আর্নেস্ট উডরাফ ২৫ মিলিয়ন ডলার দিয়ে কোকাকোলা কিনি নিয়ে তা ঠান্ডা বোতলে বাজারজাত করলে সারাবিশ্বে কোকাকোলা ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে। কোকাকোলা নামকরণ করেন পেম্বারটনের হিসাবরক্ষক ফ্রাঙ্ক রবিনসন।এরা সবাই আমেরিকান খ্রিস্টান ছিলেন, কেউ ইসরায়েলের ইহুদি ছিলেন না।

🍁কোকাকোলার ৫০০ টি ব্রান্ড মুখস্থ করতে আপনার কয়েক বছর লেগে যাবে। কোকাকোলা বলতে যারা শুধু কোক বুঝেন তাঁরা জাতীয় আহম্মক ছাড়া আর কিছুই নন।কোক আবিষ্কার হওয়ার ৫৭ বছর পর ১৯৪৯ সালে কোকাকোলার ফ্যাক্টরি ইসরায়েলে স্থাপিত হয়।পেম্বারটন ও তার পার্টনার রবিনসন যখন কোক বিক্রি শুরু করেন তখন তাদের মূলধন ছিল এক লক্ষ ডলার।১৮৯৪ সাল থেকে কোক কাঁচের বোতলে বাজারজাত শুরু হয়।গত পঞ্চাশ বছর ধরে আমাদের বাপ ও দাদারা বাংলাদেশে কোক , স্প্রাইট, ফানটা, সেভেনআপ , মিরিন্ডা এসব খেয়ে আসছে।কান্ডলার পেম্বারটনের কোকাকোলাতে কার্বনডাই অক্সাইড জল মিশিয়ে কোকাকোলাকে রসনাতৃপ্তিদায়ক করে তুলেন।এই পর্যন্ত যত কোকাকোলা বিক্রি হয়েছে তা একসাথে লাগালে এক হাজারবার চাঁদে ঘুরে আসা যাবে।এই পর্যন্ত বিক্রিত কোকাকোলা বোতলের চেন বানালে পুরো পৃথিবী চার হাজারবার ঘুরে আসা যাবে।বিশ্বে প্রতি সেকেন্ডে ৮ হাজার গ্লাসের বেশি কোকাকোলা খাওয়া হয়ে থাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসা কোকাকোলা ভেন্ডিং মেশিন বসিয়েছে। কোকাকোলা মানে শুধু কোক নয় এর এটি ৩৫০০ রকমের বেভারেজ তৈরি করে।সবকটির স্বাদ নিতে আপনার কমপক্ষে ৩ বছরের বেশি সময় লাগবে। পৃথিবীর নব্বই শতাংশ লোক কোকাকোলা চিনলেও এই দেশের ৯০ শতাংশ আহম্মক কোকাকোলা সম্পর্কে তেমন কিছুই জানে না।
শুধু বাংলাদেশ নয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় পর্যন্ত কোকাকোলার ফ্যাক্টরি আছে।। চীনের জুস কোম্পানিগুলোতে কোকাকোলার ৩৫ শতাংশ শেয়ার আছে।বয়কট পয়কট এগুলো শুধুই একটি বাণিজ্যিক তামাশা।আহম্মকরা ছাড়া এইসব তামাশায় আর কেউ যুক্ত হয় না।

সত্য সবসময় সুন্দর
লুসিড ড্রিম
বাংলাদেশ ফোর্স ১৯৭১

আপনার মূল্যবান ভোট দিন
18/04/2025

আপনার মূল্যবান ভোট দিন

মোজো কোম্পানী আরেক দুর্নীতিবাজ, মানুষের আবেগ কাজে লাগিয়ে ৬০ টাকার ২ লিটার মোজো দাম বাড়তে বাড়তে এখন ১১০ টাকা হইছে কারো...
18/04/2025

মোজো কোম্পানী আরেক দুর্নীতিবাজ, মানুষের আবেগ কাজে লাগিয়ে ৬০ টাকার ২ লিটার মোজো দাম বাড়তে বাড়তে এখন ১১০ টাকা হইছে কারো কোন আক্ষেপ নাই!
থাকবে কি করে ১ টাকা ডোনেট এর কলা ঝুলায় রাখছে, ওই কলা দেখায় দেখায় কিছুদিন পর পর দাম বাড়িয়েই যাচ্ছে।
আমি নিজ স্থান থেকে মোজো বয়কট করলাম, এমনিতেই এর টেস্ট খুবই বাজে 🤮

কোকা কোলার স্বাদের ধারেকাছেও নেই মোজোর স্বাদ। যখন মোজো কে কেউ ঘোনায় ধরতোনা তখন ইহার ২ লিটারের দাম ছিল ৬০ টাকা,স্বাদে স্...
13/04/2025

কোকা কোলার স্বাদের ধারেকাছেও নেই মোজোর স্বাদ।

যখন মোজো কে কেউ ঘোনায় ধরতোনা তখন ইহার ২ লিটারের দাম ছিল ৬০ টাকা,স্বাদে স্বভাবে এই পানীয় কেউ খেলে তৃপ্তির ঢেকুর তুলবে না কিন্তু কোকা-কোলার বিকল্প হিসেবে তাকে গ্রহণ করা হয়েছিল।

মাগার বাঙালি জাতি যেহেতু নিজেদের সাইকোলজি ভাল বুঝে তাই তারা আস্তে আস্তে ৬০-৭০-৮০-৯০-১০০-১১০ দাম নিয়ে চলে আসছে,আর সাথে রয়েছে ফি****নের ফ্ল্যাগ ব্যবহার করে সস্তা মার্কেটিং।
ভাই ফি****নে তুমি কতো টাকা পাঠাও তা খোদাতায়ালা ভাল জানে মাগার তুমি আকিজ কোম্পানি যে চোরের থেকে কম না এইটা তোমার মূল্য বৃদ্ধির রেশিও দেখে খুব ভাল বোঝা গেছে।
দেশে তৈরি হওয়ার পরও তোমার দাম ১১০। মোজো মানুষের আবেগকে কাজে লাগিয়ে পতাকা লাগিয়ে ধর্মব্যবসা করতেছে তাই
সবাইকে অনুরোধ করবো মোজোকেও বয়কট করতে যতদিন না দাম ৭০-৮০ এর ঘরে না আসে।

boycotmojo

মোজো দেখি এক্সপোজ হয়ে গেলো! আকিজ গ্রুপ কর্মচারীদের গুজব ছড়াতে আর আজকের ভাংচুর লুটপাট করাতে জড়িত এটা এখন প্রমাণিত। ড ইউনু...
08/04/2025

মোজো দেখি এক্সপোজ হয়ে গেলো! আকিজ গ্রুপ কর্মচারীদের গুজব ছড়াতে আর আজকের ভাংচুর লুটপাট করাতে জড়িত এটা এখন প্রমাণিত। ড ইউনুসের আহ্বানে আজকে থেকে শুরু হওয়া ইনভেস্টমেন্ট সামিটে যাতে বিনিয়োগকারীরা ভয় পেয়ে চলে যায় সেটার জন্যই দেশের মানুষের আবেগকে পুঁজি করেছে এই ভন্ডরা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশের সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share