
18/08/2025
হারানো শিশু বাইজিদ উ'দ্ধার ✅
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থা'না পুলি'শ এক হারানো শিশুকে উ'দ্ধার করেছে। শিশুটির নাম মোঃ বাইজিদ। নিজের বাসার ঠিকানা বলতে পারছে না।
বর্তমানে বাইজিদ রূপগঞ্জ থা'নার হেফাজতে রয়েছে। যেকোনো স্বজন বা পরিচিত ব্যক্তি শিশুটিকে চিনে থাকলে রূপগঞ্জ থা'নায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শিশুটির পরিবারকে খুঁজে পেতে সবাইকে পোস্টটি বেশি বেশি শে'য়ার করার আহ্বান জানানো হয়েছে।
👉 যোগাযোগ: রূপগঞ্জ থানা : কপি পোস্ট