23/08/2024
ফেনী জেলা অন্তর্ভুক্ত সোনাগাজী থানার সফরপুর গ্রাম এক নাম্বার ওয়ার্ড সফরপুর দাখিল মাদ্রাসার দ্বিতীয় এবং তৃতীয় তলায় মহিলা এক হাজার+ এবং পাটোয়ারী বাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলায় পুরুষ অনুমানিক এক হাজার লোক অবস্থান করছে, গত দুই দিনে কেউ ত্রাণ এবং পানি খাওয়ার সরঞ্জাম নিয়ে না আসার কারণে উপস্থিত বন্যাকবলিত মানুষগুলো অনেকটা দিশেহারা এমত অবস্থায় সুবিনয় বিনীত অনুরোধ করছি, যে যেখানে থাকুন না কেন খানা এবং পানি নিয়ে এই লোকেশনে পৌঁছানোর জন্য অনুরোধ করলাম, উপস্থিত বন্যা কবলিত মানুষের ভিতরে অনেক শিশু আছে যাদের আত্মনাদে পরিস্থিতি অনেক ভারী হয়ে উঠেছে।