
23/07/2025
আমি তো সেই মানব,যাকে নির্মমভাবে মানুষ ঠকিয়েছে 🥲
জীবনের পথে অনেক ধরনের মানুষ আসে, কেউ ভালোবাসে,কেউ সহানুভূতি দেখায়,আবার কেউ ঠকায়---আর আমি? আমি সেই মানব, যাকে বার বার ঠকানো হয়েছে বিশ্বাসের মোহে !💔
আমি ভাবতাম মানুষ ভালোবাসা দিতে যানে,আমি বিশ্বাস করতাম কারো পাসে থাকলে সেও পাসে থাকবে আমার পাসে --কিন্তু বারবার আমি ভাঙা বিশ্বাসের চোরাবালিতে ডুবে গেছি 🥲
আমার সরলতাকে তারা দুর্বলতা ভাবছে>আমার নীরবতাকে তারা বোকামি মনে করছে --কারো বিপদে পাশে দাঁড়ালে সেও সুবিধা মতো সরেগেছে 🙃 যে হাতে আমি পানি দিয়েছি, সেই হাতেই কখনও বিষ চিলো কখনও চিলো ছুরি 💔
তবুও আমি বদলাইনি >> কারন আমি মানুষ -ভালোবাসা, বিশ্বাস আর সহানুভূতির প্রতীক ❤️
মানুষ ঠকিয়েছে ঠিকই,কিন্তু আমি এখনও মানুষ হিসেবেই বাঁচতে চাই 💪
আমি শিখেগেছি কাকে বিশ্বাস করতে হয়, আর কাকে দূরে রাখতে হয় 🤫 ' অনেক ঠকেছি কিন্তু হার মানিনি 🫠
ভুল করেছি কিন্তু শিক্ষা নিয়েছি 🙂
আজ আমি জানি, প্রথিবীতে সবাই আপনার ভালো চায়না! কেউ কেউ শুদু নিজের স্বার্থ পূরনের জন্যই আসে 😪
কিন্তু তাতে আমার মনুষ্যত্ব মরে যায়নি 🤲
আমি এখনো হাসি,ভালোবাসি,সপ্ন দেখি 🤩 😍