
07/04/2025
ফেরাউনকে যখন মূসা (আঃ) এর আগমন বার্তা দেয়া হয় তখন ভয়ে সে লাখ লাখ শিশু - বাচ্চাদের হ'ত্যা করেছিলো।কিন্তু আল্লাহ তার ঘরেই মূসা (আঃ) কে লালিত পালিত করেছিলেন। ফেরাউন ঠেকাতে পারেনি তার আগমনকে
হযরত ইসা (আঃ) এর সময়ও ততকালীন সম্রাটকে ইসা (আঃ) এর আগমন সম্পর্কে জানানো হয়েছিলো এবং সেও হাজার হাজার শিশু - বাচ্চা হ'ত্যা করেছিলো এরপরেও ইসা (আঃ) এর আগমন ঠেকাতে পারেনি!
ই'সরা'য়েলর নে'তানি'য়াহু একই কাজ করছে শিশু এবং বাচ্চাদের হ'ত্যা করে ইমাম মাহদির আগমন ঠেকাতে! কিন্তু এটা যে আল্লাহর পরিকল্পনা 🙂
ইতিহাস পূনঃত্থাপন হচ্ছে, নিজের ইমানকে শক্ত করুন। দাজ্জাল আগমনের জন্য তারা " Third Temple " তৈরি করবে এবং দাজ্জালের ৪০ দিন পৃথিবী শাষণের পরেই ইমাম মাহদির আগমন ঘটবে! এর আগে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। সময় খুবই কম, আমি আবারও বলছি নিজের ইমানকে শক্ত করুন!
~ ইশতিয়াক আহমদ