05/09/2025
এটি একটি সফল এডস ক্যাম্পেইন এর CASE STUDY
ই-কমার্স ও এডস বিষয়ে আগ্রহ থাকলে বিস্তারিত পড়তে পারেন। ⏬
$1941 ডলার স্পেন্ট করে প্রায় 4000 টি অর্ডার পেয়েছি।
সর্বনিম্ন 𝐂𝐏𝐑 $𝟎.33, এবং সর্বোচ্ছ 𝐂𝐏𝐑 $𝟎.68 ছিলো।
1️⃣ ক্যাম্পেইন পাব্লিশ করেছিলাম ১২ আগষ্ট , প্রথম দিন বাজেট ছিলো 𝟏𝟎 𝐔𝐒𝐃। ছবিতে দেখানো এডস রিপোর্ট এর স্ক্রিনশট নেয়া হয়েছে 31 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 এর পর। ২০ আগষ্ট ডেইলি বাজেট ছিলো 𝟏𝟎𝟎 𝐔𝐒𝐃 এবং পরবর্তীতে 𝐃𝐚𝐢𝐥𝐲 𝐛𝐮𝐝𝐠𝐞𝐝 𝟑𝟎𝟎 𝐔𝐒𝐃 পর্যন্ত পৌছেছে।
2️⃣ ক্লাইন্টের প্রবলেম ছিলো তার 𝐌𝐞𝐬𝐬𝐞𝐧𝐠𝐞𝐫 এডস থেকে সেলস আসতেছে না, তিনি তার লাইফে সর্বোচ্ছ ৩০-৪০ ডলার বাজেটের মধ্যে আটকে ছিলেন, 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐬𝐜𝐚𝐥𝐞 𝐮𝐩 করার জন্য বাজেট বাড়ালেই সেলস ড্রপ করতো এবং প্রত্যাশা অনুযায়ী সেলস না পাওয়ার কারনে বেশ কিছু দিন 𝐚𝐝𝐬 বন্ধ রেখেছেন। আমাকে হতাশার সহিত বিস্তারিত বিষয় জানালে পরিকল্পনার সহিত পরামর্শ দিয়েছি 𝐋𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐏𝐚𝐠𝐞 দিয়ে সেলস করার বিষয়ে, যদিও এর আগেও বেশ কয়েকবার বলেছিলাম ওয়েবসাইটে শিপ্ট করার জন্য কিন্তু তিনি ইগ্নোর করেছিলেন।
3️⃣ বেশ কিছুদিন অপেক্ষা করার পর ক্লাইন্ট তার বন্ধুর মাধ্যমে একটা 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 রেডী করেছেন, আমাকে এক্সেস দেয়ার পর দেখি এর চেয়ে বাজে ওয়েবসাইট আমার লাইফে দেখি নাই, নুনতম কাষ্টমাইজেশন ছিলো না, জাষ্ট থিম এন্ড প্লাগিন ইন্সটল করে ডেলিভারি দেয়া হয়েছে, এই সাইটের ডিজাইন কোন ভাবেই বাংলাদেশি কাষ্টমারদের জন্য না।
অবশেষে সেই 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 কিছুটা কাষ্টমাইজ করার চেষ্টা করলাম, বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর বুঝলাম এই সাইট কাষ্টমাইজ না করে এর বর্তমান ডিজাইন ডিলেট করে সম্পুর্ন নতুন সাইট তৈরি করাই উত্তম হবে। অবশেষে প্রথমে একটা 𝐋𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐏𝐚𝐠𝐞 ডিজাইন করে প্রোডাক্ট আপলোড দিয়ে 𝐋𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐏𝐚𝐠𝐞 এর কাজ সম্পন্ন করলাম। এবং এডস রান করার প্রস্তুতি নিলাম।
4️⃣ ক্লাইন্ট জানাইছে তার ফ্যাক্টরিতে 50,𝟎𝟎𝟎 পিছ 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐬 আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ঈদের আগেই সব স্টক ক্লিয়ার করবো। সেই হিসেবে প্রতি মাসে আমাদের প্রয়োজন হবে গড়ে 𝟑,𝟎𝟎𝟎 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲. আমাদের হিসেবে রাখতে হবে 𝐂𝐚𝐧𝐜𝐞𝐥 𝐨𝐫𝐝𝐞𝐫 ও 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐨𝐫𝐝𝐞𝐫 এর বিষয়ে। যেহেতু ক্যাশ অন ডেলিভারী তাই রিটার্ন অর্ডার থাকবেই। বাংলাদেশ থেকে COD সেলস করে রিটার্ন অর্ডার হবে না এটা কল্পনাই করা সম্ভব না।
5️⃣ প্রথম দিন ১০ ডলার বাজেটে এডস শুরু করার পর ক্রমাগত 𝐃𝐚𝐲 𝐛𝐲 𝐃𝐚𝐲 বাজেট বাড়াইছি, একটা 𝐚𝐝𝐬 𝐜𝐚𝐦𝐩𝐚𝐢𝐠𝐧 থেকে একাধিক 𝐛𝐚𝐜𝐤𝐮𝐩 এডস ক্যাম্পেইন করেছি, একইসাথে একাধিক 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐚𝐝𝐬 𝐜𝐚𝐦𝐩𝐚𝐢𝐠𝐧
ও রেখেছি, যেন একটা ক্যাম্পেইন 𝐟𝐚𝐢𝐥 করলেও সেলসে কোন প্রভাব না পড়ে। আলহামদুলিল্লাহ ৩১ আগষ্ট ছিলো এডস রান করার ২০ তম দিন এবং ৮ম দিন থেকেই আমাদের 𝐃𝐚𝐢𝐥𝐲 𝐛𝐮𝐝𝐠𝐞𝐝 𝟏𝟎𝟎 𝐔𝐒𝐃 পৌছানো হয়েছে অতঃপর ১৫ তম দিন থেকে ডিলি বাজেট ২০০+ ডলারে পৌছেছে।
আল্লাহর সাহায্যে এখন পর্যন্ত আমাদের 𝐒𝐚𝐥𝐞𝐬 খুব সামান্য পরিমান 𝐝𝐫𝐨𝐩 করেছে, বাজেট বাড়ানোর পর কিছুটা CPR বেড়েছিলো তবে স্বাভাবিক ছিলো। মাঝখানে একদিন এডশ বন্ধ ছিলো ডলার ইস্যুর কারনে এবং ৪ দিন বাজেট কমিয়ে রাখতে হয়েছিলো কিছু কিছু সাইজ স্টক আউট হওয়ার কারনে। ক্লাইন্টের চাহিদা ছিলো প্রতি ডলারে গড়ে একটা করে 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 হলেও তিনি সন্তুষ্ট থাকবে।
বিঃদ্র প্রথম দুই দিন ফেক কাষ্টমার ঝালাইছিলো পরে কাষ্টম কোডিং এর মাধ্যমে ফেক অর্ডার ব্লক করেছি
কেহ চাইলেও একটার বেশী অর্ডার প্লেস করতে পারে নাই।
এটা সব চেয়ে উপকারী ছিলো মডারেটরদের সময় বাচানোর জন্য।
6️⃣ আগষ্ট এর ২০ দিনের সামারি হলো
Total ad spent : 1941 𝐔𝐒𝐃
Total Purchase : 4000 (with organic sale)
𝐀𝐎𝐕 : 1000 𝐁𝐃𝐓
𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧 𝐑𝐚𝐭𝐞 : 𝟕.13%
𝐂𝐚𝐧𝐜𝐞𝐥 𝐑𝐚𝐭𝐞 : 𝟓%
𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐑𝐚𝐭𝐞 : 36%
ROAS : 33,27,043 BDT
ROI প্রকাশ করার অনুমতি ক্লাইন্ট দেয় নাই।
যেভাবে চলতেছে যদি সব কিছু ঠিক থাকে রানিং সেপ্টেম্বর মাসে ১ কোটি টাকার সেল আসবে - ইনশা আল্লাহ।