03/12/2025
আলহামদুলিল্লাহ এটাও একটা সফল প্রজেক্ট।
এই প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করেছিলাম অক্টোবরের ৩ তারিখ থেকে, ক্লাইন্ট খুব বাজে পরিস্থিতির মধ্যে ছিলো,
আল্লাহতায়ালা সেই পরিস্থিতি কাটিয়ে তুলেছেন।
★ সেপ্টেম্বরে তাহার সেলস ছিলো মাত্র ১৯৪,০৪৩ টাকা।
★ অক্টোবরে আমাদের স্ট্রাট্রেজিতে কাজ শুরু করার পর সেলস পেয়েছিলাম ৯৩২,৪৯০ টাকা।
★ নভেম্বরে সেলস পেয়েছি প্রায় ১,১৪৭,০০০ টাকা (পেন্ডিং সহ)
ইনশাআল্লাহ আমরা আশাবাদী খুব শিগ্রই ৩০ লাখ টাকার সেলসে পৌছে যাবো।
সাদাসিদা বুষ্ট/এডস না করে স্ট্রাট্রেজী মেইনটেইন করে কাজ করুন দেখবেন ই-কমার্স দারুন সাফল্য নিয়ে আসবে।
Product: Leather shoes
AOV: 2500 Taka