JS Digital Marketing Agency

JS Digital Marketing Agency OUR Service
1. Google ads
2. Facebook ads
3. Instagram Marketing
4. Local business ads
5. Twitter Marketing
6. Paypal Payment
7. Youtube Marketing
8. Seo
(1)

Instagram Marketing
9. Twitter marketing
10. Business page optimization
11.

আজ ১০ অক্টোবরস্ক্রিনশোটে দেখানো ক্লাইন্টের আজকের অর্ডার সংখ্যা ৩০০ অতিক্রম করবে। স্ক্রিনশট নেয়া হয়েছে রাত ১০ টায়। ৩ টা ক...
10/10/2025

আজ ১০ অক্টোবর
স্ক্রিনশোটে দেখানো ক্লাইন্টের আজকের অর্ডার সংখ্যা ৩০০ অতিক্রম করবে। স্ক্রিনশট নেয়া হয়েছে রাত ১০ টায়।
৩ টা ক্যাম্পেইন, ৭ টা এডসেট, ৩৬ টা এডকপি
Spend: 240$
Purchases: 260
Return: 220k
October Sale Target 1 Crore.

Message adsTotal spend: 1071 $Sales: 1,200K TkNext SaleTarget: 3,000K  Tk Per Month
09/10/2025

Message ads
Total spend: 1071 $
Sales: 1,200K Tk
Next SaleTarget: 3,000K Tk Per Month

প্রোডাক্টঃ জুতা, সু আইটেম প্রোডাক্টের স্টক কম তাই গতকালের চেয়ে বাজেট কমিয়ে রেখেছি এই পেইজে। কিছুদিনের মধ্যে প্রোডাক্ট স্...
08/10/2025

প্রোডাক্টঃ জুতা, সু আইটেম
প্রোডাক্টের স্টক কম তাই গতকালের চেয়ে বাজেট কমিয়ে রেখেছি এই পেইজে। কিছুদিনের মধ্যে প্রোডাক্ট স্টক হবে তখন আবার হাই বাজেটের সেলসে যাবো ইনশা আল্লাহ।

ইনশা আল্লাহ মাসিক ৩০ লাখ টাকার সেলস টার্গেটে নিয়ে যাবো এই বিজনেসের। চেষ্টা এমনটাই রেখেছি নিজের সাথে নিজের টার্গেট ও চ্যালেঞ্জ। বাকিটা আল্লাহ ভরসা।

Product: CrocsAds result date: 01 Oct 2025ইনশা আল্লাহ প্রতিদিন লাখ টাকার সেলসে পৌছানোর টার্গেটে কাজ করতেছি।
01/10/2025

Product: Crocs
Ads result date: 01 Oct 2025
ইনশা আল্লাহ প্রতিদিন লাখ টাকার সেলসে পৌছানোর টার্গেটে কাজ করতেছি।

Meta Andromeda আপডেট আশার পর যারা বলতেছেন অডিয়েন্স টার্গেটিং কাজে আসে না তাঁদের  জন্য ১ বালতি সমবেদনা। আপনারা যারাই বলেছ...
29/09/2025

Meta Andromeda আপডেট আশার পর যারা বলতেছেন অডিয়েন্স টার্গেটিং কাজে আসে না তাঁদের জন্য ১ বালতি সমবেদনা।
আপনারা যারাই বলেছেন টার্গেটিং কাজে আসে না আমি নিশ্চিত যে আপনি একাধিক অডিয়েন্স টেষ্ট করেন নাই এন্ড CPM, CTR, PLCR, CR এসব মেট্রিক্স কম্পেয়ার ও ক্যাল্কুলেট করেন নাই।

সময় করতে পারলে প্রুফ সহ একটা পোষ্ট করবো

হ্যালো গাইস পরামর্শ দেন তো আমি যে ব্যবসায়ীদেরকে বিজনেস স্কেল আপ ও বিজনেস গ্রো করার কন্সাল্টেন্সি দেই বিনিময়ে কয় টেকা ফি ...
12/09/2025

হ্যালো গাইস পরামর্শ দেন তো
আমি যে ব্যবসায়ীদেরকে বিজনেস স্কেল আপ ও বিজনেস গ্রো করার কন্সাল্টেন্সি দেই বিনিময়ে কয় টেকা ফি নেয়া উচিৎ!

এই যে ১ ঘন্টা ৩০ মিনিট কন্সাল্টেন্সি দিলাম, কয় টেকা নিলে দ্রত বড় লোক হইতে পারমু!

এক নজরে আজকের কয়েকটি Landing page এডস এর রেস্পন্স। আলহামদুলিল্লাহ,  সুম্মা আলহামদুলিল্লাহ।
12/09/2025

এক নজরে আজকের কয়েকটি Landing page এডস এর রেস্পন্স। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।

Campaign OverviewCampaign Start Date: 12 AugustInitial Budget: $10Scaled Up To: $300 DailyTotal Ad Spend: $1941Orders: 4...
06/09/2025

Campaign Overview

Campaign Start Date: 12 August

Initial Budget: $10

Scaled Up To: $300 Daily

Total Ad Spend: $1941

Orders: 4000+

CPR Range: $0.33 – $0.68

🛑 Client Problem

Messenger Ads থেকে সেলস আসছিল না।

$30–$40 বাজেটে আটকে ছিলেন।

বাজেট বাড়ালেই Sales Drop করতো।

হতাশ হয়ে Ads বন্ধ করেছিলেন।

✅ Our Solution

Landing Page তৈরি → Direct Conversion Funnel.

Multiple Campaigns → Backup + Support Ads.

Custom Coding → Fake Orders Block.

Day-by-Day Budget Scaling → Stable Growth.

📈 Performance Metrics (20 Days)

Total Purchase: 4000 (with organic sales)

AOV: 1000 BDT

Conversion Rate: 7.13%

Cancel Rate: 5%

Return Rate: 36%

ROAS: 33,27,043 BDT

ROI: Client Restriction

🔮 Future Projection

👉 সেপ্টেম্বর মাসে টার্গেট: ১ কোটি টাকার সেলস – ইনশাআল্লাহ।

🔑 Key Takeaways

Small Budget → Gradual Scaling = Sustainable Success.

Right Landing Page Design = Higher Conversions.

Fraud Prevention = Cost & Time Efficiency.

⚡ This case study proves that with the right strategy + ex*****on, scaling an e-commerce business is not only possible, it’s inevitable!

এটি একটি সফল এডস ক্যাম্পেইন এর CASE STUDYই-কমার্স ও এডস বিষয়ে আগ্রহ থাকলে বিস্তারিত পড়তে পারেন। ⏬$1941 ডলার স্পেন্ট করে ...
05/09/2025

এটি একটি সফল এডস ক্যাম্পেইন এর CASE STUDY
ই-কমার্স ও এডস বিষয়ে আগ্রহ থাকলে বিস্তারিত পড়তে পারেন। ⏬
$1941 ডলার স্পেন্ট করে প্রায় 4000 টি অর্ডার পেয়েছি।
সর্বনিম্ন 𝐂𝐏𝐑 $𝟎.33, এবং সর্বোচ্ছ 𝐂𝐏𝐑 $𝟎.68 ছিলো।
1️⃣ ক্যাম্পেইন পাব্লিশ করেছিলাম ১২ আগষ্ট , প্রথম দিন বাজেট ছিলো 𝟏𝟎 𝐔𝐒𝐃। ছবিতে দেখানো এডস রিপোর্ট এর স্ক্রিনশট নেয়া হয়েছে 31 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 এর পর। ২০ আগষ্ট ডেইলি বাজেট ছিলো 𝟏𝟎𝟎 𝐔𝐒𝐃 এবং পরবর্তীতে 𝐃𝐚𝐢𝐥𝐲 𝐛𝐮𝐝𝐠𝐞𝐝 𝟑𝟎𝟎 𝐔𝐒𝐃 পর্যন্ত পৌছেছে।
2️⃣ ক্লাইন্টের প্রবলেম ছিলো তার 𝐌𝐞𝐬𝐬𝐞𝐧𝐠𝐞𝐫 এডস থেকে সেলস আসতেছে না, তিনি তার লাইফে সর্বোচ্ছ ৩০-৪০ ডলার বাজেটের মধ্যে আটকে ছিলেন, 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐬𝐜𝐚𝐥𝐞 𝐮𝐩 করার জন্য বাজেট বাড়ালেই সেলস ড্রপ করতো এবং প্রত্যাশা অনুযায়ী সেলস না পাওয়ার কারনে বেশ কিছু দিন 𝐚𝐝𝐬 বন্ধ রেখেছেন। আমাকে হতাশার সহিত বিস্তারিত বিষয় জানালে পরিকল্পনার সহিত পরামর্শ দিয়েছি 𝐋𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐏𝐚𝐠𝐞 দিয়ে সেলস করার বিষয়ে, যদিও এর আগেও বেশ কয়েকবার বলেছিলাম ওয়েবসাইটে শিপ্ট করার জন্য কিন্তু তিনি ইগ্নোর করেছিলেন।
3️⃣ বেশ কিছুদিন অপেক্ষা করার পর ক্লাইন্ট তার বন্ধুর মাধ্যমে একটা 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 রেডী করেছেন, আমাকে এক্সেস দেয়ার পর দেখি এর চেয়ে বাজে ওয়েবসাইট আমার লাইফে দেখি নাই, নুনতম কাষ্টমাইজেশন ছিলো না, জাষ্ট থিম এন্ড প্লাগিন ইন্সটল করে ডেলিভারি দেয়া হয়েছে, এই সাইটের ডিজাইন কোন ভাবেই বাংলাদেশি কাষ্টমারদের জন্য না।
অবশেষে সেই 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 কিছুটা কাষ্টমাইজ করার চেষ্টা করলাম, বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর বুঝলাম এই সাইট কাষ্টমাইজ না করে এর বর্তমান ডিজাইন ডিলেট করে সম্পুর্ন নতুন সাইট তৈরি করাই উত্তম হবে। অবশেষে প্রথমে একটা 𝐋𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐏𝐚𝐠𝐞 ডিজাইন করে প্রোডাক্ট আপলোড দিয়ে 𝐋𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐏𝐚𝐠𝐞 এর কাজ সম্পন্ন করলাম। এবং এডস রান করার প্রস্তুতি নিলাম।
4️⃣ ক্লাইন্ট জানাইছে তার ফ্যাক্টরিতে 50,𝟎𝟎𝟎 পিছ 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐬 আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ঈদের আগেই সব স্টক ক্লিয়ার করবো। সেই হিসেবে প্রতি মাসে আমাদের প্রয়োজন হবে গড়ে 𝟑,𝟎𝟎𝟎 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲. আমাদের হিসেবে রাখতে হবে 𝐂𝐚𝐧𝐜𝐞𝐥 𝐨𝐫𝐝𝐞𝐫 ও 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐨𝐫𝐝𝐞𝐫 এর বিষয়ে। যেহেতু ক্যাশ অন ডেলিভারী তাই রিটার্ন অর্ডার থাকবেই। বাংলাদেশ থেকে COD সেলস করে রিটার্ন অর্ডার হবে না এটা কল্পনাই করা সম্ভব না।
5️⃣ প্রথম দিন ১০ ডলার বাজেটে এডস শুরু করার পর ক্রমাগত 𝐃𝐚𝐲 𝐛𝐲 𝐃𝐚𝐲 বাজেট বাড়াইছি, একটা 𝐚𝐝𝐬 𝐜𝐚𝐦𝐩𝐚𝐢𝐠𝐧 থেকে একাধিক 𝐛𝐚𝐜𝐤𝐮𝐩 এডস ক্যাম্পেইন করেছি, একইসাথে একাধিক 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐚𝐝𝐬 𝐜𝐚𝐦𝐩𝐚𝐢𝐠𝐧
ও রেখেছি, যেন একটা ক্যাম্পেইন 𝐟𝐚𝐢𝐥 করলেও সেলসে কোন প্রভাব না পড়ে। আলহামদুলিল্লাহ ৩১ আগষ্ট ছিলো এডস রান করার ২০ তম দিন এবং ৮ম দিন থেকেই আমাদের 𝐃𝐚𝐢𝐥𝐲 𝐛𝐮𝐝𝐠𝐞𝐝 𝟏𝟎𝟎 𝐔𝐒𝐃 পৌছানো হয়েছে অতঃপর ১৫ তম দিন থেকে ডিলি বাজেট ২০০+ ডলারে পৌছেছে।
আল্লাহর সাহায্যে এখন পর্যন্ত আমাদের 𝐒𝐚𝐥𝐞𝐬 খুব সামান্য পরিমান 𝐝𝐫𝐨𝐩 করেছে, বাজেট বাড়ানোর পর কিছুটা CPR বেড়েছিলো তবে স্বাভাবিক ছিলো। মাঝখানে একদিন এডশ বন্ধ ছিলো ডলার ইস্যুর কারনে এবং ৪ দিন বাজেট কমিয়ে রাখতে হয়েছিলো কিছু কিছু সাইজ স্টক আউট হওয়ার কারনে। ক্লাইন্টের চাহিদা ছিলো প্রতি ডলারে গড়ে একটা করে 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 হলেও তিনি সন্তুষ্ট থাকবে।
বিঃদ্র প্রথম দুই দিন ফেক কাষ্টমার ঝালাইছিলো পরে কাষ্টম কোডিং এর মাধ্যমে ফেক অর্ডার ব্লক করেছি
কেহ চাইলেও একটার বেশী অর্ডার প্লেস করতে পারে নাই।
এটা সব চেয়ে উপকারী ছিলো মডারেটরদের সময় বাচানোর জন্য।
6️⃣ আগষ্ট এর ২০ দিনের সামারি হলো
Total ad spent : 1941 𝐔𝐒𝐃
Total Purchase : 4000 (with organic sale)
𝐀𝐎𝐕 : 1000 𝐁𝐃𝐓
𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧 𝐑𝐚𝐭𝐞 : 𝟕.13%
𝐂𝐚𝐧𝐜𝐞𝐥 𝐑𝐚𝐭𝐞 : 𝟓%
𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐑𝐚𝐭𝐞 : 36%
ROAS : 33,27,043 BDT
ROI প্রকাশ করার অনুমতি ক্লাইন্ট দেয় নাই।
যেভাবে চলতেছে যদি সব কিছু ঠিক থাকে রানিং সেপ্টেম্বর মাসে ১ কোটি টাকার সেল আসবে - ইনশা আল্লাহ।

৩৩ লাখ ২৭ হাজার টাকার প্রোডাক্ট ডেলিভারী হয়েছে মাত্র ২০ দিনে।আগষ্টের ১২ থেকে ৩১ তারিখ পর্যন্ত আমাদের এজেন্সীতে চলমান একট...
05/09/2025

৩৩ লাখ ২৭ হাজার টাকার প্রোডাক্ট ডেলিভারী হয়েছে মাত্র ২০ দিনে।
আগষ্টের ১২ থেকে ৩১ তারিখ পর্যন্ত আমাদের এজেন্সীতে চলমান একটা প্রতিষ্ঠানের টোটাল অর্ডার ছিলো প্রায় ৪০০০।
বিস্তারিত পরবর্তী পোষ্টে আসবে।

ইনশাআল্লাহ সেপ্টেম্বরে ১ কোটি টাকার সেলস আসবে সেই প্রস্তুতিতে গড়ে প্রতিদিন ৩৫০-৪০০ অর্ডার আসতেছে।
আলহামদুলিল্লাহ

গতকাল ০২ সেপ্টেমবরের মেসেজ ক্যাম্পেইন
03/09/2025

গতকাল ০২ সেপ্টেমবরের মেসেজ ক্যাম্পেইন

আমার এই ক্লাইন্ট এর সেপ্টেম্বর সেল টার্গেট ১ কোটি  টাকা। ইনশা আল্লাহ, কোন মসিবত ও ঝামেলা সামনে না আসলে আমরা ৯০ লাখের বেশ...
02/09/2025

আমার এই ক্লাইন্ট এর সেপ্টেম্বর সেল টার্গেট ১ কোটি টাকা।
ইনশা আল্লাহ, কোন মসিবত ও ঝামেলা সামনে না আসলে আমরা ৯০ লাখের বেশি সেলস করতে পারবো ইনশা আল্লাহ।
০১ সেপ্টেম্বর অর্ডার ছিলো প্রায় ৫০০, আজ দুই সেপ্টেম্বর বাজেট কিছুটা কমিয়ে দিয়েছি স্টাফদের খুব কষ্ট হচ্ছে তাই। আজকের ওয়েবসাইট অর্ডার ছিলো ৩৯৯ আলহামদুলিল্লাহ।
বড় টার্গেট নিয়ে কাজ করুন দেখবেন আপনার ব্রান্ড মানুষ চিনবেই। ছোট পরিষরে কাজ করে টানাটানিতে থাকতে হয়, বিজনেসের মজা পাওয়া যায় না।
আল্লাহ আপনার জন্য রিজিক রেখেছেন, আপনার কাজ হলো সেই রিজিক চেষ্টা করে খুজে বের করা।
প্রয়োজনে whatsapp করুন 01894024079

Address

Muscat
612

Alerts

Be the first to know and let us send you an email when JS Digital Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share