Oman Prabashi

Oman Prabashi 'বুকে ব্যথা মুখে হাসি নাম তার-প্রবাসী'

আমরা গরীব বলে যে কৃতগগ নই এটা কেহ বলতে পারবে না।ইরোপিয়ান হয়েও আমাদের পোস্টে প্রথম হা হা দেবার জন্য আমরা এক প্রবাসী ভাইয়ে...
14/01/2025

আমরা গরীব বলে যে কৃতগগ নই এটা কেহ বলতে পারবে না।ইরোপিয়ান হয়েও আমাদের পোস্টে প্রথম হা হা দেবার জন্য আমরা এক প্রবাসী ভাইয়ের কাছে কৃতগগতা প্রকাশ করছি।আমরা ভাইকে কবিতার মাধ্যমে কৃতগগতা জানাচ্ছি।

আকাসেতে কত তারা
একটা শুধু চাদ
ভালোবাসা নিবেন অনেক
আবিরর হাসান মোহাব্বাত
মাইকেল জাহাঙ্গির
সেকেনাল মোবাইল বিক্রেতা। ওমান।

09/01/2025

আমরা গরীব দেশের গরীব পবাসী বলে অনেকে আমাদের লাইক কমেন করেন না।আমরা ওমানে গায়ে গতরে খাটি। মাঠ কাজ করি, বিল্ডিং বানাই, সবজি চাস করি। ইরোপিয়ান দেশে হান্ডি পাতিল মাজি না।মনে রাখবেন আল্লাহ চাইলে একদিন আমরাও পেমাজ হবো। আমাদের অনেক লাইক কমেন থাকবে। তখন অবশ্য আমরা কাউরে পাততা দিমু না।

নজরুল নজরুল
শোগল মাজরা।

07/01/2025

সুইচ প্রবাসীরা উলটা ভুলটা ল্যাখলেও মানুষ লাইক কমেন করে। কারণ তারা ইরোপিয়ান। তাদের দেশে বরাপ পরে। তাদের বেতন লাখের উরপে। যদিও তারা ব্যাশিরবাগ হোটেলের ব্যাকসাইডে হানডি পাতিলা মাঝে, ধোয়া পালা করে। যাইওক, আনারকে আমরা আরবিতে রোম্মান বলি।সুযোগে আপনাদের একটা আরবি শিখাই দিলাম। এটাই বাস্তব।
মাইকেল জাহাঙ্গীর
সেকেনাল ফোন বিক্রেতা

07/01/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ফেছবুকে অনেক দ্যাশি প্রবাসীদের পেজ আছে। তারমইধ্যে আমরা হইলাম সবচেয়ে গরীব দেশের গরীব পেজ।তারপরও আমরা কিন্তুক বাঙালিদের থেকে অন্যাক উন্নত।অনেকে বলেন ওমান প্রবাসীদের কাছে তাদের ওম্যান বিয়ে দিবেন না। কারণ ওমান প্রবাসীরা মুকমাফি, গরীব। আমরা সেসকল জালীম ওম্যানের বাপদের বুল পমান করতে চাই।আমরা সুইচজারলেন্ড এভং ইটালি ওয়ালের সাথে প্রতিযোগিতা করতে চাই। আশা করি লাইক, কমেন করে পাশে থাকবেন।।
সহযোগী এদমিন
ওমান প্রবাসী

Address

Muscat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oman Prabashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share