26/07/2024
সকাল ১০:৩০ টার পর
শান্তিনগরের ওইদিক আমার রিক্সা থামায় পুলিশ। জিজ্ঞেস করে কই যাইতেসি, বাসা কই এরপর স্টুডেন্ট আইডি কার্ড দেখতে চাইলো, দেখাইলাম। কার্ড পড়ে আমার দিকে তাকায় বলতেসে ওহ আচ্ছা ইস্ট ওয়েস্ট?
এরপরের ৪ থেকে ৫ মিনিট ছিলো আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে দমবন্ধ মুহূর্ত!
এইটুকুতে আশেপাশে পথযাত্রীরা থেমে যেয়ে প্রত্যক্ষদর্শী হওয়া শুরু করসে।
পুলিশ আমাকে বলতেসে-
-- আপনার মোবাইলটা বের করেন।
-- আমি জিজ্ঞেস করলাম কেন?
-- চেক করবো
--আমার মোবাইল ফোন তো রাষ্ট্রীয় সম্পদ না, আমার মোবাইল আমার ব্যক্তিগত জিনিস আমার অনুমতি ছাড়া আমার মোবাইল কারো ধরার অধিকার নাই। (কেউ একজন বলতেসে মানুষের মরতে পারমিশন লাগতেসে না আর মোবাইল চেকের পারমিশন লাগবে)
--মোবাইল বের করতে বলসি মোবাইল দেখাবেন এতো বেশি কথা কেন বলতেসেন?
-- পরে আমি বলসি তাইলে আপনাদের মোবাইলও দেন আমি চেক করবো।কোনো আইনে নাই যে পুলিশ কোনো alligations ছাড়া কারো ব্যক্তিগত জিনিস চেক করবে।
এরপর আশেপাশের মানুষ চিল্লানো শুরু করসে পুলিশের উপর। চিল্লাইসে শুধু মেয়ে মানুষকে চাপাচাপি করতেসে ফোন দেখাইতে এইজন্য নাইলে ছেলে মানুষ থাকলে হয়তো ধরেই নিয়ে যাইতো।
এরপর আমার রিক্সা ছেড়ে দিসে,পিছন দিয়ে কেউ একজন বলতেসে "শুধু মহিলা কনস্টেবল নাই দেখে"
রুহের জগতে থাকতে কোন পাপ করছিলাম যে আল্লাহ এই দেশে জন্ম নেয়াইছেন আল্লাহই ভালো জানেন৷
- জেরিন