Natok Kom Koro

Natok Kom Koro It's complete

01/09/2024

যাএাবাড়ীর কাজলায় কি হয়েছিল সেদিন!!

29/07/2024

""আমারে যাইতে দেন না, আমার একটা ছোট বোন আছে '''

~২৯ই জুলাই~

সেনাবাহিনীর তরুণ অফিসারদের কথা। ধন্যবাদ সামি এই গুরুত্বপূর্ণ কাজটায় কো অর্ডিনেট করার জন্য।এই চিঠিটা জুলকারনাইন সামি সেনা...
29/07/2024

সেনাবাহিনীর তরুণ অফিসারদের কথা। ধন্যবাদ সামি এই গুরুত্বপূর্ণ কাজটায় কো অর্ডিনেট করার জন্য।

এই চিঠিটা জুলকারনাইন সামি সেনাবাহিনীর কিছু তরুণ অফিসারদের সাথে কথা বলে কো অর্ডিনেট করেছে। একজন সাংবাদিক হিসেবে এই চিঠিতে যারা সহমত হয়েছেন বা সাইন করেছেন তার তালিকা সামির কাছেই আছে। একজন সাংবাদিক তার সোর্স প্রকাশ করবে না। হয়তো কোন সুবিধাজনক সময়ে নামগুলো জানতে পারবো। সামি এটা নিয়ে গত কাল থেকে কাজ করছে,

এটা ব্যক্তিগত ক্যাপাসিটিতে কিছু তরুণ সেনা অফিসারের বক্তব্য সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্য না।

"কি সুন্দর বিমান!😅😅🇧🇩✊💔
28/07/2024

"কি সুন্দর বিমান!😅😅🇧🇩✊💔

১৮ জুলাই : পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে : পলক ২৪ জুলাই : আমরা ইন্টারনেট বন্ধ করিনি, আগুনের কারণে বন্ধ ...
28/07/2024

১৮ জুলাই : পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে : পলক

২৪ জুলাই : আমরা ইন্টারনেট বন্ধ করিনি, আগুনের কারণে বন্ধ হয়ে গেছে : পলক

২৭ জুলাই : ডাটা সেন্টারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি : মুঠোফোন এসোসিয়েশন

২৭ জুলাই ( 2ঘন্টা আগে ) : ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে : পলক

এদের মুখ থেকে কথা বের হলেই মিথ্যা ছাড়া আর কিছুনা🤣🤣

26/07/2024

❝আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি, এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না? এটা হতে পারে? এতগুলো লাশের উপর দাঁড়িয়ে পুরো ক্যাবিনেট যেমন ছিলো তেমনই আছে...আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ চাই।❞
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে সাংস্কৃতিক কর্মীদের গানের মিছিলে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী সৈয়দ রেজওয়ানা হাসান।
জাতীয় প্রেসক্লাব
২৬.০৭.২৪

26/07/2024

সকাল ১০:৩০ টার পর

শান্তিনগরের ওইদিক আমার রিক্সা থামায় পুলিশ। জিজ্ঞেস করে কই যাইতেসি, বাসা কই এরপর স্টুডেন্ট আইডি কার্ড দেখতে চাইলো, দেখাইলাম। কার্ড পড়ে আমার দিকে তাকায় বলতেসে ওহ আচ্ছা ইস্ট ওয়েস্ট?

এরপরের ৪ থেকে ৫ মিনিট ছিলো আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে দমবন্ধ মুহূর্ত!

এইটুকুতে আশেপাশে পথযাত্রীরা থেমে যেয়ে প্রত্যক্ষদর্শী হওয়া শুরু করসে।

পুলিশ আমাকে বলতেসে-
-- আপনার মোবাইলটা বের করেন।
-- আমি জিজ্ঞেস করলাম কেন?
-- চেক করবো
--আমার মোবাইল ফোন তো রাষ্ট্রীয় সম্পদ না, আমার মোবাইল আমার ব্যক্তিগত জিনিস আমার অনুমতি ছাড়া আমার মোবাইল কারো ধরার অধিকার নাই। (কেউ একজন বলতেসে মানুষের মরতে পারমিশন লাগতেসে না আর মোবাইল চেকের পারমিশন লাগবে)

--মোবাইল বের করতে বলসি মোবাইল দেখাবেন এতো বেশি কথা কেন বলতেসেন?
-- পরে আমি বলসি তাইলে আপনাদের মোবাইলও দেন আমি চেক করবো।কোনো আইনে নাই যে পুলিশ কোনো alligations ছাড়া কারো ব্যক্তিগত জিনিস চেক করবে।
এরপর আশেপাশের মানুষ চিল্লানো শুরু করসে পুলিশের উপর। চিল্লাইসে শুধু মেয়ে মানুষকে চাপাচাপি করতেসে ফোন দেখাইতে এইজন্য নাইলে ছেলে মানুষ থাকলে হয়তো ধরেই নিয়ে যাইতো।

এরপর আমার রিক্সা ছেড়ে দিসে,পিছন দিয়ে কেউ একজন বলতেসে "শুধু মহিলা কনস্টেবল নাই দেখে"


রুহের জগতে থাকতে কোন পাপ করছিলাম যে আল্লাহ এই দেশে জন্ম নেয়াইছেন আল্লাহই ভালো জানেন৷

- জেরিন

Address

Muscat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natok Kom Koro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share