জাতীয় নাগরিক কমিটি

  • Home
  • Oman
  • Muscat
  • জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি জনগণেই রাষ্ট্রের আসল মালিক

সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতি নিয়ে আর কোন পোস্ট দেবো না। কিন্তু কথায় কথায় আমাদের দেশ ও জনগনের মালিক সেজে বসা রাজনৈতিক ...
19/02/2025

সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতি নিয়ে আর কোন পোস্ট দেবো না। কিন্তু কথায় কথায় আমাদের দেশ ও জনগনের মালিক সেজে বসা রাজনৈতিক নেতাদের মন্তব্য দেখে শুধু জুলাই আগস্টের জনপ্রিয় শ্লোগান টি মনে পরে "দেশটা কারো বাপের না"।

তেমনি ভাবে দেশটা রাজনীতিবিদদের একক মালিকানা না। ওনারাই সব বোঝেন দেশের আর বাকি সব ধইন্চা?

বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতাদের পেশা রাজনীতি মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ইত্যাদি ইত্যাদি। তাই তারা স্বঘোষিত জনদরদী সেজে জনগণের ক্ষমতা ছলে বলে কৌশলে হাতিয়ে নেন। তারপর শুরু করেন ওনাদের স্বার্থ উদ্ধার।

২০২৫ এর প্রধান জনদরদীদের জনগণের নামে জনস্বার্থ বিরোধী আপত্তিনামা

১. রাষ্ট্র সংস্কারে আপত্তি!
২. আনুপাতিক হারে নির্বাচনে আপত্তি!
৩. ৭২ এর সংবিধান বাতিলে আপত্তি!
৪. আমলীগ নিষিদ্ধে আপত্তি!
৫. ইস্কন নিষিদ্ধে আপত্তি!
৬. চুপ্পুর অপসারণে আপত্তি!
৭. ছাত্রদের নতুন দল মানতে আপত্তি!
৮. দিল্লি স্টার আর পোথমালো নিষিদ্ধে আপত্তি!
৯. জুলাই বিপ্লবের ঘোষণা পত্রে আপত্তি!
১০. জুলাই বিপ্লবীদের স্বীকৃতি দিতে আপত্তি!
১১. ছাত্র সংসদ নির্বাচনে আপত্তি!
১২. আমলীগ ছাড়া নির্বাচনে আপত্তি!
১৩. জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে আপত্তি।

মোটামুটি বিগত ১৬ বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েও ওনারা রাতারাতি ফ্যাসিবাদীদের সব কিছুর পক্ষে। এমনকি কেউ ওনাদের স্বার্থের বিরুদ্ধে গেলেই স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া শুরু করেছেন।
এমনকি যেই জামায়াতের উপর ভর করে গত কয়েক দশক তাদের রাজনীতি ক্ষমতায় ভাগাভাগি আজ তারাই নাকি মোনাফেক? আসলেই মোনাফেক কারা?

এবার আসি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় আগে হলে কি সুবিধা ও অসুবিধা?

যদি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হয় তবে প্রত্যেক এলাকায় নির্বাচনে দল ক্ষমতায় না থাকলে প্রভাব প্রতিপত্তি খাটানো যাবে না। তাই মনোনয়ন বানিজ্য কম হবে। স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিত্ব নির্বাচিত হবেন যার অধিকাংশই ওনাদের দলের হবে না।

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হলে কি সুবিধা।
দলীয় সরকার ক্ষমতায় থাকলে বিশাল মনোনয়ন বানিজ্য হবে। তারপর নেতাদের স্ত্রী, শালা, সমন্ধী, ভাই, বোন, আত্মীয় স্বজন হবেন চেয়ারম্যান মেয়র ইত্যাদি। আর কি কি ঘটবে তা আমরা অতীতেই দেখেছি।

তাই আমাদের উচিত আরো শক্তভাবে আমাদের মতামত প্রকাশ করা যাতে জনগণের নামে ওনারা আমাদের কাঁ

18/02/2025
দলীয় সরকারের অধীনে স্থানীয় বা জাতীয় কোন ইলেকশনই হওয়া উচিত না। সুযোগ যেহেতু আসছেই, সেহেতু সকল ইলেকশন অন্তর্বর্তীকালীন...
17/02/2025

দলীয় সরকারের অধীনে স্থানীয় বা জাতীয় কোন ইলেকশনই হওয়া উচিত না। সুযোগ যেহেতু আসছেই, সেহেতু সকল ইলেকশন অন্তর্বর্তীকালীন সরকার করে যাক।

এইটা শুধু এই বছর না, এইবার শুরু হোক। প্রতি ৪ বছর পর পর সেইম সাইকেলেই চলতে থাকুক। সব নির্বাচনের মেয়াদ ৪ করে দেওয়া হোক। কেয়ারটেকার আসবে। এক যোগে সব ইলেকশন করে চলে যাবে।
দলীয় সরকারের অধীনে ইলেকশনে কী হয়, সেইটা আওয়ামীলীগ দেখাইছে গত ১৫ বছর। রাজনৈতিক দলগুলো এই মধু ছাড়তে চাইবে না, জানা কথা। আওয়ামীলীগ যেমন নিজের অধীনে ইলেকশনের মজা একবার পাওয়ার পর আর ছাড়ে নাই।

এখন রাজনৈতিক দলগুলোও ট্রাই করবে যাতে এরাও অন্তত স্থানীয় ইলেকশন চুরি চামারি করে মোটা অঙ্কের ব্যবসা করতে পারে। ডক্টর ইউনূসের উচিত এই ব্যবসার সুযোগটা বন্ধ করা। যদি সাপোর্ট এর প্রশ্নই আসে, জনগণের কথাই আসে, গণভোট দেন। মানুষ ঠিক করুক তারা কী চায়।

কিছু রাজনৈতিক দলের সিন্ডিকেটকে জনগণের প্রতিনিধি ভাবলে সেইটা রাজনীতি না বোঝা জনগণের উপর এই সরকারের একটা জুলুম হবে। ডক্টর ইউনূসকে কোন রাজনৈতিক দল ক্ষমতায় বসায় নাই। জনগণ বসাইছে। আশা করি রাজনৈতিক দলগুলোর পরামর্শ শুনতে যাইয়া উনি জনগণের পরামর্শ নেওয়ার কথা ভুলে যাবেন না।

- সাদিকুর রহমান

15/02/2025
বিএনপি আগেও জনগণের কথা বলেনি এখনও জনগণের কথা বলে না তারা এখনো হাসিনার রাজনীতি ফলো করে
14/02/2025

বিএনপি আগেও জনগণের কথা বলেনি
এখনও জনগণের কথা বলে না
তারা এখনো হাসিনার রাজনীতি ফলো করে

একেই বলে বিবেকবান মানুষ।নেতা হওয়ার আগে মানুষ হতে হয়
13/02/2025

একেই বলে বিবেকবান মানুষ।
নেতা হওয়ার আগে মানুষ হতে হয়

12/02/2025
এরা মানুষ হবে কবে
11/02/2025

এরা মানুষ হবে কবে

10/02/2025

বাংলাদেশের বেশিরভাগ শিক্ষক সৈরাচারের নীতি ধারণ করে। বিগত সরকারের আমলে যত দুর্নীতি অনৈতিক কাজের সাথে জড়িত ছিল
এখন আবার সৈরাচারের পক্ষে আন্দোলন করে অরাজকতা করতেছে

09/02/2025

যারা জাতির পিতার বলে বেলে মুখে ফেনা তুলে তারা শোন

09/02/2025

এক জন রাষ্ট্রপতি চাইলে ফাসির আসামী কে মুক্ত করে দিতে পারে। সেই রাষ্ট্রপতির নিয়োগ
নির্বাচনের মাধ্যমে হবে না। তাই হতে পারে না
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে জনগণ নির্বাচিত করবে।

গুজব লীগের জন্ম থেকেই মিথ্যা
09/02/2025

গুজব লীগের জন্ম থেকেই মিথ্যা

08/02/2025

বিএনপি / আওয়ামীলীগ কখনো চায়না এদেশে অন্য কোন দল ক্ষমতায় আসুক।তারা মনে করে এই দেশটা তাদের পৈত্রিক সম্পদ।এই দুই দল এই সম্পত্তি ভাগযোগ করে খাবে অন্য কাউকে খেতে দিবেনা। তৃতীয় দল আসলে এই দুই দলেরই ভাগে কম পড়ে যাবে। আমরা জনগন এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝবো ততোই আমাদের মঙ্গল/ দেশের মঙ্গল। এই জন্য ১ বারের জন্য হলেও জামাতকে ১ বার ক্ষমতায় আনা দরকার,,,যাতে এই দুল দুইটা শিক্ষা পায়। কপি

Address

Muscat

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় নাগরিক কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাতীয় নাগরিক কমিটি:

Share