14/06/2025
অনেকেই মনে করেন আমার উচিত ড. ইউনুসকে সর্বাত্মক সমর্থন দেয়া৷ নির্বাচনের পরিবর্তে ড ইউনুসকে অন্তত ৫ বছর ক্ষমতায় রাখার পক্ষে আমার জোড়ালো অবস্থান আশা করেন অনেকে৷ কিন্তু আমি আমার অনেক সমর্থকের মন ভেঙে দ্রুত নির্বাচন এবং একপ্রকার বিএনপির পক্ষেই অবস্থান নিয়েছি৷ অনেকেই মনে করছেন আমি বিএনপির কাছে বিক্রি হয়ে গিয়েছি!
বিক্রিতো ভাই প্রতিদিনই হই, আওয়ামিলীগের সময় জামায়াত ছিলাম, জামায়াতের কাছে বিএনপি আর বিএনপির কাছে এনসিপি৷ এসব সমালোচনা নিয়েই অনলাইনে থাকতে হয়৷ আমি কখনই কমেন্ট অফ করা বা কাউকে ব্লক করি না৷ মত প্রকাশের স্বাধীনতার কথা বলবো আবার কমেন্ট অপশন অফ করে রাখবো এটা দ্বিচারিতা৷
তবে, যে যাই কমেন্ট করুক বিক্রি হইনি কখনও হবোও না৷ আমি সারাজীবনই স্বাধীনচেতা ছিলাম কখনই বন্দি হতে পছন্দ করিনি, লাভ ক্ষতি চিন্তা না করেই যা বলতে ইচ্ছে করে বলে ফেলি, তবে বিক্রি হইনি৷
এখন প্রশ্ন করতে পারেন, আমি কেন ড. ইউনুসের পক্ষে না গিয়ে বিএনপির পক্ষে গেলাম? আচ্ছা আপনি বলুন ইউনুসের পক্ষে থাকবো কেন? এই সরকার এখন পর্যন্ত কি করেছে যার জন্যে আমি তাদেরকে অন্ধ সমর্থন দিয়ে যাবো? বিডিআর সদস্যদের মুক্তি, আলেমদের মুক্তি, ফেনীর ১৬ জন নিরপরাধ মানুষের মুক্তি, প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানো, ঘু'ষ, চাঁ'দাবাজি বন্ধ এমনকি জুলাই-আগস্ট আ'ন্দোলনে যারা আ'হত-নি'হত হয়েছেন তাদেরকেও যথাযথ ক্ষতিপূরণ দেয়নি এই সরকার! আসিফ নজরুল -ফারকীর পদত্যাগ চেয়েছি, চুপ্পুর পদত্যাগ চেয়েছি, সন্তাষ শর্মাকে গ্রে'ফতার প্রথম আলো ডেইলিস্টারের কোন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ কোনটাই মানেনি ড. ইউনুস৷ তাহলে আমি কেন শুনবো?
হ'ত্যা মা:মলার আ'সামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অফিস করছে, যাকে মনে হচ্ছে ধরছে আবার ছেড়ে দিচ্ছে এভাবেই এদেশের মানুষের সাথে তামাশা করছে বর্তমান সরকার৷ যে কারনেই আমরা এমন একটা সরকার চাই যারা জনগনের প্রতি দায়বদ্ধ থাকবে৷
এই সরকারের হাতে আরও প্রায় ১০ মাস সময় আছে আশা করি এই সময়টুকু কাজে লাগাবে৷ যদি আসলেই আন্তরিকতা দেখি আমিই বলবো সরকার আরও ১০ বছর থাকুক৷ কিন্তু বাস্তবতা হলো, এখনও হাসিনার সরকারের বেশিরভাগ এমপি মন্ত্রী দেশেই অবস্থান করছে৷
গতকাল চুয়াডাঙ্গায় সাবেক আওয়ামি এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার এ্যাভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা গিয়েছে৷ একটু চিন্তা করুন প্রশাসনের নাকের ডগায় আওয়ামি-খু'নের আ'সামী দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে তাকে গ্রে'ফতার করা হয়নি৷ সারাদেশে হ'ত্যা-মা'মলাগুলো নিয়ে একপ্রকার ছেলে খেলা চলছে! তাহলে আমরা কেন এই সরকারকে ব্লাঙ্ক সাপোর্ট দিয়ে যাবো?
৫ তারিখের পর থেকে অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু খুব কষ্ট লাগে ১০ মাসে এদেশের কোন পরিবর্তন হলো না!
এই দায় কার?