Digital Television

Digital Television বাংলাদেশের নিউজ চ্যানেল। সব সময়, সব দিকে, সব খবর

16/06/2025
দায়িত্বশীল পর্যায় থেকে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা জরুরী। এটা ব্যক্তি ইমেজ কে বিতর্কিত করে ফেলে।মুফত...
16/06/2025

দায়িত্বশীল পর্যায় থেকে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা জরুরী। এটা ব্যক্তি ইমেজ কে বিতর্কিত করে ফেলে।
মুফতি আমির হামজা সাহেবকে ধন্যবাদ, তিনি ভুল স্বীকার করেছেন।

ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম মিন্টুকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে...
15/06/2025

ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম মিন্টুকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে...

14/06/2025

সেনাবাহিনী বিভিন্ন জেলায় আওয়ামিলীগকে পুনর্বাসনের কাজ করছে, জানায়ে রাখলাম আরকি ইচ্ছা হলে ব্যবস্থা নিয়েন৷

14/06/2025

কেউ জানে না আপনার ডিউটি কয়টায় শুরু হয় কয়টায় শেষ! সবাই জানে বিদেশে গিয়া ভুইলা গেছে আমাগোরে।

চুয়াডাঙ্গায় হ’ত্যা মাম’লার আ’সামি আওয়ামি এমপি সোলায়মান হক জোয়ারদারকে গার্ড অব অনার দিয়েছে। অথচ ৩ আগস্ট সে বলেছিল ছ...
14/06/2025

চুয়াডাঙ্গায় হ’ত্যা মাম’লার আ’সামি আওয়ামি এমপি সোলায়মান হক জোয়ারদারকে গার্ড অব অনার দিয়েছে। অথচ ৩ আগস্ট সে বলেছিল ছাত্রদের মারার জন্যে গু’লি খরচের দরকার নেই, ইটভাটায় ফেলে দাও। ধন্যবাদ স্থানীয় এসপি-ডিসি সাহেব।

14/06/2025

অনেকেই মনে করেন আমার উচিত ড. ইউনুসকে সর্বাত্মক সমর্থন দেয়া৷ নির্বাচনের পরিবর্তে ড ইউনুসকে অন্তত ৫ বছর ক্ষমতায় রাখার পক্ষে আমার জোড়ালো অবস্থান আশা করেন অনেকে৷ কিন্তু আমি আমার অনেক সমর্থকের মন ভেঙে দ্রুত নির্বাচন এবং একপ্রকার বিএনপির পক্ষেই অবস্থান নিয়েছি৷ অনেকেই মনে করছেন আমি বিএনপির কাছে বিক্রি হয়ে গিয়েছি!
বিক্রিতো ভাই প্রতিদিনই হই, আওয়ামিলীগের সময় জামায়াত ছিলাম, জামায়াতের কাছে বিএনপি আর বিএনপির কাছে এনসিপি৷ এসব সমালোচনা নিয়েই অনলাইনে থাকতে হয়৷ আমি কখনই কমেন্ট অফ করা বা কাউকে ব্লক করি না৷ মত প্রকাশের স্বাধীনতার কথা বলবো আবার কমেন্ট অপশন অফ করে রাখবো এটা দ্বিচারিতা৷
তবে, যে যাই কমেন্ট করুক বিক্রি হইনি কখনও হবোও না৷ আমি সারাজীবনই স্বাধীনচেতা ছিলাম কখনই বন্দি হতে পছন্দ করিনি, লাভ ক্ষতি চিন্তা না করেই যা বলতে ইচ্ছে করে বলে ফেলি, তবে বিক্রি হইনি৷
এখন প্রশ্ন করতে পারেন, আমি কেন ড. ইউনুসের পক্ষে না গিয়ে বিএনপির পক্ষে গেলাম? আচ্ছা আপনি বলুন ইউনুসের পক্ষে থাকবো কেন? এই সরকার এখন পর্যন্ত কি করেছে যার জন্যে আমি তাদেরকে অন্ধ সমর্থন দিয়ে যাবো? বিডিআর সদস্যদের মুক্তি, আলেমদের মুক্তি, ফেনীর ১৬ জন নিরপরাধ মানুষের মুক্তি, প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানো, ঘু'ষ, চাঁ'দাবাজি বন্ধ এমনকি জুলাই-আগস্ট আ'ন্দোলনে যারা আ'হত-নি'হত হয়েছেন তাদেরকেও যথাযথ ক্ষতিপূরণ দেয়নি এই সরকার! আসিফ নজরুল -ফারকীর পদত্যাগ চেয়েছি, চুপ্পুর পদত্যাগ চেয়েছি, সন্তাষ শর্মাকে গ্রে'ফতার প্রথম আলো ডেইলিস্টারের কোন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ কোনটাই মানেনি ড. ইউনুস৷ তাহলে আমি কেন শুনবো?
হ'ত্যা মা:মলার আ'সামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অফিস করছে, যাকে মনে হচ্ছে ধরছে আবার ছেড়ে দিচ্ছে এভাবেই এদেশের মানুষের সাথে তামাশা করছে বর্তমান সরকার৷ যে কারনেই আমরা এমন একটা সরকার চাই যারা জনগনের প্রতি দায়বদ্ধ থাকবে৷
এই সরকারের হাতে আরও প্রায় ১০ মাস সময় আছে আশা করি এই সময়টুকু কাজে লাগাবে৷ যদি আসলেই আন্তরিকতা দেখি আমিই বলবো সরকার আরও ১০ বছর থাকুক৷ কিন্তু বাস্তবতা হলো, এখনও হাসিনার সরকারের বেশিরভাগ এমপি মন্ত্রী দেশেই অবস্থান করছে৷
গতকাল চুয়াডাঙ্গায় সাবেক আওয়ামি এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার এ্যাভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা গিয়েছে৷ একটু চিন্তা করুন প্রশাসনের নাকের ডগায় আওয়ামি-খু'নের আ'সামী দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে তাকে গ্রে'ফতার করা হয়নি৷ সারাদেশে হ'ত্যা-মা'মলাগুলো নিয়ে একপ্রকার ছেলে খেলা চলছে! তাহলে আমরা কেন এই সরকারকে ব্লাঙ্ক সাপোর্ট দিয়ে যাবো?
৫ তারিখের পর থেকে অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু খুব কষ্ট লাগে ১০ মাসে এদেশের কোন পরিবর্তন হলো না!
এই দায় কার?

অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে চোকার্স তকমা ঘুচলো প্রোটিয়াদের। মার্করামের অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৫ উই...
14/06/2025

অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে চোকার্স তকমা ঘুচলো প্রোটিয়াদের। মার্করামের অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো দ. আফ্রিকা।

14/06/2025

ফ্যা'সিষ্ট হাসিনার রাষ্ট্রপতি হামিদ যদি নির্দোষ হয় তাহলে সাকিব আল হাসানের এমপি হওয়াতে দোষ কিসের? সাকিবকে দ্রুত দেশে আসতে দিন৷ এখন পর্যন্ত দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সে৷

14/06/2025

১ ঘণ্টা ১৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকে কেটে গেলো সব আঁধার

23/05/2025

প্রস্তুতি নিচ্ছে আওয়ামিলীগের নেতাকর্মীরা!

09/05/2025

শুনলাম আওয়ামিলীগ নি'ষিদ্ধের দাবীতে ঢাকার সমাবেশ ঘিরে প্রথম আলো অফিসে শো'কের মাতম চলতেছে।
তার মানে কিছু একটা ঘটবে

Address

Bangladesh
Muscat
1201KA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share