18/10/2025
খুব সুন্দর কিছু কথা। একজন একজনকে বুঝবে এটাই তো সম্পর্ক। যদি আসলে এরকম হয়। দুিইজন মানুষের সম্পর্ক কতই না সুন্দর হয়—|
🤵♂️ সরি,,
🤵♀️ কেনো,,
🤵♂️ নিজের কর্ম ব্যস্ততায় তোমাকে ঠিক ভাবে সময় দিতে পারি না।
🤵♀️ আমি কি বাচ্চা।
🤵♂️ না,,
🤵♀️ আমি কি ইন' mature.
🤵♂️ নাহ,,
🤵♀️ তুমি আমার পুরুষ,, তোমার কর্মব্যস্ততাই তোমার শোভা পায়। যা করছো। এটা তোমার ফ্যামিলি জন্য। আর আমার ভবিষ্যতের জন্য। বরং আমি আরো বেশি খুশি হই। যে একটা পুরুষ তার ব্যস্ততার শেষে সে আমাকে খুঁজে নেয়।
🤵♂️ সত্যি,, আমার আর বলার কিছু কিছু নেই,। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে,। কাউকে জীবনে পেয়েছি যে আমার সকল ব্যস্ততা বুঝতে পারে। প্রিয় শোনো...?
🤵♀️ হুম বলো...
🤵♂️ সারা জীবন এভাবে আমার ব্যস্ততা শেষে। ক্লান্তি অবস্থায় তোমার নীড়ে ফিরলে। বুকে আমাকে একটু আশ্রয় দিও,, যেটা হবে আমার শান্তির আশ্রয়।
🤵♀️ দিবো-দিবো বলতে হবে না।
🤵♂️ ভালোবাসা কতই না সুন্দর তাই না..? দুটি হৃদয়ের মেন্টালিটি যদি হয় এক। একজন আরেকজনের ব্যস্ততা খুব সহজে বুঝতে পারে। ব্যস্ততারই শহরে নানান মানুষ নানান কাজে ব্যস্ত থাকে। তার ফাঁকে প্রিয় মানুষটাকে ভালোবাসে। আর সেই প্রিয় মানুষটা যদি তার সকল ব্যস্ততা বুঝে। তাকে বুকে আশ্রয় দেয়। এর থেকে সুন্দর আর কি হতে পারে। মেনশন অথবা শেয়ার করুন তাকে। যে এইভাবেই আপনার কর্ম ব্যস্ততায় আপনার উপর রাগ না করে। আপনাকে বুকে আশ্রয় দেয়। অথবা আপনি, যাকে আপনার বুকে আশ্রয় দেন।