Abegi Mon By

Abegi Mon By আসসালামু আলাইকুম,
কলমের স্পর্শে আমি বিদ্রোহী
নেয়ের পক্ষে সর্বদা থাকার চেষ্টা করি.!

my profile - MH-Mehedi Hasan
my 2nd page - অন্তরালের আমি.০২
my group - https://www.facebook.com/share/g/18dCejre2A/

☞follow page
আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগতম,

রেগে,,,,,,,
02/09/2025

রেগে,,,,,,,

কিসের এত অহংকার।
20/08/2025

কিসের এত অহংকার।

সময় খুব চালাক,
18/08/2025

সময় খুব চালাক,

আমি এমন একজনে-মায়ায় পড়েছি- যার আমার প্রতি কোন টান নেই _____লেখা : মেহেদী হাসান _______
17/08/2025

আমি
এমন একজনে-
মায়ায় পড়েছি- যার
আমার প্রতি কোন টান নেই _____

লেখা : মেহেদী হাসান _______

বর্তমানে যুগের সাথে যারা।লেখা : মেহেদী হাসান
15/08/2025

বর্তমানে যুগের সাথে যারা।

লেখা : মেহেদী হাসান

সত্যবাদীকে আল্লাহ পছন্দ করেন
13/08/2025

সত্যবাদীকে
আল্লাহ পছন্দ করেন

10/08/2025

———পুরুষ ———
সবসময় একটা নারীর কাছ থেকে কি খোঁজে তোমাদের কি মনে হয়।
তোমরা নিশ্চয়ই আশা করছ শরীরের সুখ। -- সরি

একটা পুরুষ সব সময় বা অধিকাংশ সময় শারীরিক সুখের জন্য যায় না। পুরুষ যায় কিসের জন্য জানো। এই সমাজে পুরুষের একটাই ক্ষুধা। তার বুকের মধ্যে শূন্যতা শুধু একটা জিনিস নিয়েই। সেটা হচ্ছে সম্মান।
জানো তো পুরুষকে কিন্তু কেউ নিঃশর্তভাবে ভালোবাসে না। মা ভালোবাসে যে বুড়ো হলে আমার সন্তান দেখবে। আর বইয়ের তো অবিয়াসলি ভাবনা আমাকে খাবার পড়বার থাকবার দেবে।
আমার সন্তানের তো অবিয়াসলি চিন্তা, আমার বাবা আমাকে দেখভাল করবে। পুরুষকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে নাই।

সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পুরুষ ব্যবহৃত। পুরুষ ব্যবহৃত হয়ে আছে শুধু। আর এই কারণে।
পুরুশের বুকের ক্ষুদাটা আছে না। আমাকে একটু, আদর করুক, ভালবাসুক, সম্মান করুক, এটা চায়।
শরীর চায় না। শরীর তো পতিতালয় পাওয়া যায় খুব কমে দামে বা বে ওচে ফ্রী ও পাওয়া যায়।

তাই সব পুরুষ রাস্তা-ঘাটে মেয়েদের শরীল চায় না। একজন পুরুষ পৃথিবী তিন কোটি ৯১ লাখের উপরে নারীর থেকে খুঁজে বের করে। একজন নারীকে বিয়ে করে।
তার থেকেই সুখ দুঃখ ভালোবাসা
ক্যারিং শেয়ারিং সম্মান চায় এবং আশা করে-----|

কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, লেখা : মেহেদী হাসান             ।
04/08/2025

কখনো কাউকে কথা বলার জন্য বারবার
অনুরোধ করার দরকার নেই,

লেখা : মেহেদী হাসান

মায়া সবার প্রথি আসেনা। যার প্রথি আসে সে বোঝে না।
04/08/2025

মায়া
সবার প্রথি আসেনা।
যার প্রথি আসে সে বোঝে না।

04/08/2025

✦─── আফসোস───✦

আব্বারে ভালোবাসি কওয়ার লাইগা পড়াশোনা করছি কুপি জ্বালাইয়া।

গরীব হইলে নাকি আব্বা-আম্মারে
ভালোবাসি কওয়া যায় না।

পড়াশোনা শেষ কইরা চাকরি নিছি কিছুদিন আগে।
বাস্তবতা তাই বলে।
আব্বারে ভালোবাসি কওয়ার লাইগা
যাওয়ার সময় শুনলাম, আব্বা চইলা গ্যাছে ম্যালা দূরে। যত দূরে গেলে আব্বারে আর কোনোদিন ভালোবাসি কওয়া যাইবো না--ততো দূরে।

আব্বার লাইগা কিছু করতে না পারার কষ্ট
আমারে আজীবন ভালোবাসা থাইকা দূরে রাখবো─✦

লেখা : অদৃশ্য

আল্লাহ, কাউকে তার সাধ্যাতীত কোন কাজের বার দেন নাই।সূরা: বাকারা : ২ /২৮৬
04/08/2025

আল্লাহ, কাউকে তার
সাধ্যাতীত কোন কাজের বার দেন নাই।
সূরা: বাকারা : ২ /২৮৬

04/08/2025

তোমার ফিরে আসার সেই রাস্তায়
ঠাই দাঁড়িয়ে থাকতাম।
শেষ সিগারেট,
লাইটার আর তোমার দেওয়া দুঃখটুকু
বুক পকেটে রাখতাম-----তোমার সাথেই থাকতাম..!

লেখা : খুজে পাওয়া

Address

Manah Bank Muscat
Nizwá
619

Telephone

+96891856827

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abegi Mon By posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abegi Mon By:

Share