11/12/2025
আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ প্রো পলিটিশিয়ান, পাক্কা রাজনীতিবিদ। তরুণদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ,এমনকি অন্যতম সফল উপদেষ্টা!
কেন বললাম!
*বিএনপির ইশরাকরে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হতে দেয় নাই।
পুরো জিনিসটা আসিফই খেলছে।
*গণহত্যা সমর্থনকারী সাকিবরে এই আসিফই খেলছে।
*তামিমরে বিসিবির চেয়ারম্যান হতে দেয় নাই।
বড় দলের সহায়তা নিয়া অনেক দৌড়ঝাঁপ দিয়েও পারে নাই।
*আসিফের নামে বহু গুজব ছড়াইছে কিন্তু সব কয়টা গুজব আসিফ একাই খেলে দিছে।
প্রত্যেকটা গুজব নিজেই প্রমাণ করে দিছে।
এই আসিফই দাদাদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 'আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ' প্রকল্পটা চালু করে গেছে।
এটা তখন টের পাবেন যখন কোন শত্রুদেশ হুট করে আক্রমণ করে বসবে।
গত দিন ঘোষণা দিলো ,ভারতের দূতাবাসের নাম লিখতে নিতে হবে ফেলানীর নাম।
সেই ফেলানী ,যাকে ভারতের বিএসএফ সীমান্তে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখছিলো।
মানে ভারতীয় দূতাবাস সংলগ্ন সড়কের নাম হচ্ছে ফেলানীর নামে।
রোডের নাম হচ্ছে 'ফেলানি এভিনিউ'!
শাপলা চত্বরের শহীদ পরিবারকে অনুদান দিছে এই আসিফ।
এই আসিফের হাত ধরেই ক্রীড়া মন্ত্রণালয়ে একটা রেভ্যুলেশন ঘটবে সামনে হয়তো টের পাবেন।
আসিফের হাত ধরে অনেক পরিবর্তন আসছে ,আসবে।
আসিফ মাত্র ১৬ মাসে যে যে কাজে হাত দিছে, পরবর্তী নির্বাচিত সরকার ১৬ বছরেও হাত দেয়ার সাহস দেখাবে না।
কারণ আসিফ আজাদী, দাদাদের দেশের গোলামীর স্বভাব আসিফের নাই।
আজকে সংবাদ সম্মেলনে দেখরলাম, কি কি কাজ করছে সবকিছু আসিফ ও আর সহযোগিরা বলছে।
সে আজকে পদত্যাগের আগে নিজের কূটনৈতিক পাসপোর্ট, আয় ও সম্পদের বিবরণী জমা দিছে।
সচ্ছলতা ,জবাবদিহিতা কিভাবে করতে হয় দেখিয়ে গেছে।
আমি মনে করি , আসিফ সফল, দুইজন ছাত্র তরুণ উপদেষ্টাসহ বহু উপদেষ্টা থেকে আসিফের অবদানে সবচেয়ে উপরে রাখবো।
আসিফরা বাংলাদেশে নেতৃত্ব দেয়ার সবচেয়ে যোগ্য।
(আলোচনা সমালোচনার বাহিরে) আফিসরা শুধু নেতা না আসিফরা বীর, সাহসী, বিপ্লবী, ত্যাগী, বাংলাদেশপন্থী।
মনে নাই, এই আফিসদের হুংকার হাসিনার মসনদ কাঁপিয়ে দিছিলো!
হাজার হাজার নিরপরাধী মানুষ মুক্তি পাইছে।
খুনির বিচার হচ্ছে, দেশ শক্তিশালী হচ্ছে, গুম সংস্কৃতি বন্ধ হয়ার পথে।
হয়তো অনেকে তার অবদান স্বীকার করবে না হিংসায়। কারণ আমরা নোংরা রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ছি।
দলীয় কোন্দলে ,ক্ষমতার লোভে রক্তের ভাইকে মেরে দিচ্ছি।
প্রতিবার নোংরা রাজনীতির চর্চার কারণে বিপ্লবীদের আমরা কালের বিবর্তনে হারিয়ে ফেলি।
এবার হারায়েন না! হারাইলে বাংলাদেশ দুর্বল হয়ে পড়বে। আসিফদের হারায়েন না, তাদের পাশে রাখেন, সহায়তা করেন, ভুল ধরিয়ে দেন।
সবাই মিলে নিরাপদ একটা বাংলাদেশ উপহার দেন!!!