Top history. বাংলা

Top history. বাংলা খেলাধুলা, বিনোদন আর নানা রঙিন মুহূর্ত – সব একসাথে এখানে! 🏆🎯🎬
(1)

মায়ের দোয়া টীম ক্রিকেট খেলার যুগ্য না তারা ধান লাগানোর যুগ্য 😀😀
25/09/2025

মায়ের দোয়া টীম ক্রিকেট খেলার যুগ্য না তারা ধান লাগানোর যুগ্য 😀😀

মেসিকে দলে ভেড়ানোর অপূর্ণ স্মৃতি জানালেন গেতাফে সভাপতি৷ গেতাফে সভাপতি আনহেল তোরেস এক চমকপ্রদ স্মৃতি তুলে ধরলেন, যা বদলে ...
24/09/2025

মেসিকে দলে ভেড়ানোর অপূর্ণ স্মৃতি জানালেন গেতাফে সভাপতি৷

গেতাফে সভাপতি আনহেল তোরেস এক চমকপ্রদ স্মৃতি তুলে ধরলেন, যা বদলে দিতে পারত ইউরোপিয়ান ফুটবলের ইতিহাস।

তিনি জানান, ২০০৪ সালের ১৮ আগস্ট তৎকালীন ক্রীড়া পরিচালক আলফ্রেদো দোরোকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন ক্যাম্প ন্যুতে। উদ্দেশ্য ছিল তরুণ লিওনেল মেসিকে গেতাফেতে আনা। আলোচনাও হয়েছিল, এমনকি প্রাথমিক এক চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল দুই পক্ষ।

কিন্তু সবকিছু থেমে যায় বার্সেলোনার কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের সিদ্ধান্তে। তিনি তোরেসকে জানান, দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন, তাই মেসিকে ছাড়ার সুযোগ নেই। বরং তিনি মেসিকে মাঠে নামিয়ে কিছু সময় খেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।

তোরেস বলেন, “আমরা প্রায় পেয়ে যাচ্ছিলাম মেসিকে। মনে হচ্ছিল স্বপ্নটা হাতের নাগালেই। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ফিরতে হয়েছিল খালি হাতে।”

সোর্স RadioMARCA

মাস্তানতুওনো লেভান্তের বিপক্ষে  ম্যাচ শেষে যেই কথা গুলো বললেন 🗣️---ফ্রাঙ্কো মাস্তানতুওনো"কোচ জাবি আমাকে ডানদিকে খেলতে, 1...
24/09/2025

মাস্তানতুওনো লেভান্তের বিপক্ষে ম্যাচ শেষে যেই কথা গুলো বললেন

🗣️---ফ্রাঙ্কো মাস্তানতুওনো

"কোচ জাবি আমাকে ডানদিকে খেলতে, 1v1 খুঁজতে এবং দলকে রক্ষণাত্মক পর্যায়ে সাহায্য করতে বলেছেন, কারণ দলের আমার কাছ থেকে এটাই দরকার।"

🗣️----"যে খেলোয়াড় আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? জুড বেলিংহাম। সে খুবই আশ্চর্যজনক, এত অনন্য। সে এমন একজন নেতাও।"

🗣️---কি আমাকে সবচেয়ে বেশি হতবাক করেছে? আমার সতীর্থরা কতটা নম্র।

কারভাজাল, উদাহরণস্বরূপ, তিনি ৬ টি ইউসিএল জিতেছেন, কিন্তু তিনি নম্র, তিনি একজন নেতা এবং তিনি একজন দুর্দান্ত ব্যক্তি।

কিলিয়ান, ভিনি, জুডের জন্যও একই..."

🗣️--- "আমি এই নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করছি।

🗣️---"দিনের পর দিন, আমি ভাল বোধ করছি এবং আমি আরও আত্মবিশ্বাসী বোধ করছি।"

লিও মেসির শুভেচ্ছা উসমান ডেম্বেলেকে 🐐"Grande Ous!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। তুমি এর যোগ্য।" ❤️👉 কিংবদন্তির শ...
23/09/2025

লিও মেসির শুভেচ্ছা উসমান ডেম্বেলেকে 🐐

"Grande Ous!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। তুমি এর যোগ্য।" ❤️

👉 কিংবদন্তির শুভেচ্ছা, কিংবদন্তি মঞ্চে!
ডেম্বেলে ব্যালন ডি’অর জিতলেন, আর গোট লিওনেল মেসির কাছ থেকে এমন স্বীকৃতি—এর চেয়ে বড় মুহূর্ত আর কী হতে পারে! 🖤

ব্যালন ডি'অর জয়ী ওসমান ডেম্বেলে ব্যালন ডি'অর রানার্সআপ লামিন ইয়ামলব্যালন ডি'অর থার্ড পজিশন ভিতিনহাব্যালন ডি'অর ফোর্থ পজি...
22/09/2025

ব্যালন ডি'অর জয়ী ওসমান ডেম্বেলে

ব্যালন ডি'অর রানার্সআপ লামিন ইয়ামল
ব্যালন ডি'অর থার্ড পজিশন ভিতিনহা
ব্যালন ডি'অর ফোর্থ পজিশন মোহাম্মদ সালাহ্
ব্যালন ডি'অর পঞ্চম স্থান রাফিনহা ⚽⚽❤️❤️

😄
22/09/2025

😄

সেরা তরুণ প্লেয়ার Lamine Yamal 💀😊
22/09/2025

সেরা তরুণ প্লেয়ার Lamine Yamal 💀😊

এবারের ব্যালন ডি'ওর ব্যাটেলে মার্টিনেজ রয়েছেন ২০ নাম্বার পজিশনে!
22/09/2025

এবারের ব্যালন ডি'ওর ব্যাটেলে মার্টিনেজ রয়েছেন ২০ নাম্বার পজিশনে!

ক্যারিয়ারে এর আগে কখনোই ব্যালন ডি অরের জন্য নমিনেশন পায়নি ওসমান ডেম্বেলে।অথচ,আজ সবকিছু ঠিকঠাক থাকলে,প্রথমবারের মত ব্যালন...
22/09/2025

ক্যারিয়ারে এর আগে কখনোই ব্যালন ডি অরের জন্য নমিনেশন পায়নি ওসমান ডেম্বেলে।
অথচ,আজ সবকিছু ঠিকঠাক থাকলে,প্রথমবারের মত ব্যালন ডি অর জিততে যাচ্ছেন ওসমান ডেম্বেলে।

এইটাকেই হয়তো বলে কামব্যাক উথট পার্সোনাল এচিভমেন্ট।

ফুটবল অনেক কিংবদন্তী আছে,যারা বহুবার ব্যালন ডি অরের জন্য নমিনেশন পেয়েও,একবারও ব্যালন ডি অর জিততে পারেনি।

অগ্রীম অভিনন্দন ওসমান ডেম্বেলে।🎉✌️

বাংলাদেশের জন্য হঠাৎ রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ভারতের সামনে সবাইকেই হোঁচট খেতে হবে এটা নিয়ে সন্দেহ নেই, তবে বাংলাদেশ য...
22/09/2025

বাংলাদেশের জন্য হঠাৎ রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ভারতের সামনে সবাইকেই হোঁচট খেতে হবে এটা নিয়ে সন্দেহ নেই, তবে বাংলাদেশ যদি ভারতের সামনে খুব ছোটো ব্যাবধানে পরাজিত হয় তাহলে তারা ফাইনালে চলে যাবে।
কারণ বাংলাদেশের এই মুহূর্তে ফর্ম অনুযায়ী একদমই ফর্মে না থাকা পাকিস্তান দলকে পরাজিত করা বাংলাদেশের কাছে কঠিন ব্যাপার নয়, আর সেটা করলেই ফাইনাল।
কারণ শ্রীলঙ্কা খুব বেশি হলে একটা ম্যাচ জিততে পারবে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান খুব বেশি হলে একটা ম্যাচ জিততে পারবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কারণ দুজনেই ভারতকে পয়েন্ট দিয়ে দেবে।
সুতরাং বাংলাদেশ এখানে পাকিস্তানকে হারালেই কেল্লাফতে।
আর যেহেতু ক্রিকেট অনিশ্চিয়তার খেলা, বাই চান্স যদি শ্রীলঙ্কা দুটো ম্যাচ জিতে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেট কাজে দেবে তাই ভারতের সাথে অল্প মার্জিনে পরাজিত হওয়া জরুরি।
আর পাকিস্তান যদি আজ ভারতকে পরাজিত করে সেই ক্ষেত্রেও বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করলেই ফাইনাল খেলবে নেট রান রেটের জোরে।
ভারত পাকিস্তান ফাইনাল ভেবেছিলাম, এখন দেখছি ভারত বাংলাদেশ হতে পারে। আপনার কি মনে হয় কে কে ফাইনাল খেলতে পারে ?

পিএসজি ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাবে না—এই কথা অনেকেই বলতেছে , কিন্তু বিষয়টা পুরোপুরি এমনটা  নয়। ব্যালন ডি’অরের দিন অর্থাৎ...
22/09/2025

পিএসজি ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাবে না—এই কথা অনেকেই বলতেছে , কিন্তু বিষয়টা পুরোপুরি এমনটা নয়। ব্যালন ডি’অরের দিন অর্থাৎ আগামীকাল পিএসজির Le Classique ডার্বিম্যাচ রয়েছে মার্সেইর বিপক্ষে । এই কারণে পুরো স্কোয়াড অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছে না।

তবে ওসমান ডেম্বেলে অনুষ্ঠানে থাকবেন, কারণ তিনি ম্যাচটির জন্য ফিট নন।

আমাদের দেশের অনেক মিডিয়া পুরো ঘটনা না বলে শুধু বলছে পিএসজি নাকি যাবে না।

পিএসজি Ligue 1 কর্তৃপক্ষের কাছে ম্যাচের সময় পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু লিগ কর্তৃপক্ষ তা বাতিল করে দিয়েছে।

তাই আসল কথা পিএসজি না, বরং পুরো স্কোয়াড যাচ্ছে না।

৩৮ বছর বয়সেও যেন তরুণের উদ্যমে মাঠ কাঁপালেন লিওনেল মেসি 🐐🔥📊 মেসির পরিসংখ্যান বনাম ডিসি ইউনাইটেড:⚽ ২ গোল🎯 ১ অ্যাসিস্ট🥶 ৪ ...
21/09/2025

৩৮ বছর বয়সেও যেন তরুণের উদ্যমে মাঠ কাঁপালেন লিওনেল মেসি 🐐🔥

📊 মেসির পরিসংখ্যান বনাম ডিসি ইউনাইটেড:
⚽ ২ গোল
🎯 ১ অ্যাসিস্ট
🥶 ৪ শট অন টার্গেট
✨ ২টি বড় সুযোগ সৃষ্টি
🎯 ১০০% লং বল
💨 ৮ সফল ড্রিবল
🛡️ ৮ গ্রাউন্ড ডুয়েল জয়
⭐ SofaScore রেটিং: ১০/১০
🏆 অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ

🌟 বয়স তার জন্য কেবল একটি সংখ্যা!
গোল করেন, অ্যাসিস্ট দেন, খেলা বানান—
মেসি মানেই ফুটবলের সম্পূর্ণতা। 💗

Address

Ruwi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Top history. বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Top history. বাংলা:

Share