MR. RUBEL

MR.  RUBEL With this page we feed andWill make videos on surfing and fishing

25/04/2025

ভারতীয় গোয়েন্দা সংস্থার খ'প্প'রে জামায়াতনিচে দেয়া লিংক এর বাইরে আমার কোন ফেইসবুক পেইজ নেই। বিভ্রান্তি এ....

25/04/2025

শিরোনাম: "নদীর কণ্ঠে"

(১)
নদী বয়ে চলে আপন পথেই,
বুকে তার হাজার গল্প।
চাঁদের আলোয় হাসে সে,
আকাশ ছুঁয়ে স্বপ্নে ডুবে।

(স্বর)
নদী বলে, "থেমো না তুমি,
প্রবাহেই খুঁজে নাও জীবন।"
জলে তার কান্না, জলে তার গান,
বয়ে চলে সে নিরব স্পন্দন।

(২)
তীরে বসে শুনি আমি,
নদীর ছন্দ, নদীর বয়ান।
ফিরে আসে ফেলে আসা দিন,
ভাসে স্মৃতির নৌকাখান।

(স্বর)
নদী বলে, "ভুলে যা সব ব্যথা,
ভাস একবার আমার সাথে।"
চলে যাই দূরের ডাকে,
নদীর কোলে শান্তির সাথে।

ChatGPT can make

25/04/2025

গজলের শিরোনাম: “নবীর প্রেমে হৃদয় আমার”

নবীর প্রেমে হৃদয় আমার, ভাসে যে আলোয় রাত্রি দিন,
নাম তাঁর শুনলেই যেন, মেলে প্রাণে শান্তির বীন।

আবু তাহার দরদ ভরা, মুখে মোহাম্মদ নাম,
সাল্লু আলাইহি ওয়া সাল্লাম বলে, কাঁপে গো অন্তর ঘাম।

মক্কার বুকে যে চাঁদ উঠেছিল, আনল দুনিয়ায় জ্যোতি,
তাঁর কদমে ছিল রহমতের ধারা, মুছে দিল সব অন্ধকার গীতি।

নবীর পথই শান্তির পথ, হিদায়তের আলো জ্বালে,
চল তাঁর দেখানো পথে সবার, রাখি ঈমানের মালা গলে।

25/04/2025

আমার ছোট্ট গ্রাম

সবুজ মাঠে ছড়িয়ে আছে
ধানের শীষের গান,
নদীর পাশে বাঁশবনের
নীরবতা সন্ধ্যাবাণ।

মাটির পথ, কাঁচা ঘর,
কেউ নেই খুব বেশি,
তবুও মনটা খুঁজে পায়
সুখের একটুখানি রেশি।

সকালে পাখির কলতান,
গরুর গলার ঘণ্টা,
গ্রামের বুকে জেগে ওঠে
প্রকৃতির সেই কণ্ঠটা।

পড়ন্ত বেলায় নদী তীরে
ছেলেমেয়ের দৌড়ঝাঁপ,
নিস্তব্ধতায় ডুবে থাকে
বটগাছের ছায়ার কাপ।

এইতো আমার শান্ত গ্রাম,
ভালোবাসার ঠিকানা,
যেখানেতে প্রতিটি প্রাণ
ধরেছে মাটির মানা।

25/04/2025

প্রেমের আলো

হে হৃদয়, প্রিয় কি আমাদের দুয়ারে এসেছিল?
নাকি তুমি রাতের নীরবতায় শুধু স্বপ্ন দেখেছিলে?

এক দৃষ্টিতে সে এমন সৌন্দর্য বিলায়,
ভালোবাসা যেন আকাশ ছুঁয়ে যায়।

আমরাই তো শুরু করেছিলাম প্রেমের যাত্রা,
হারিয়েও গেছি তারই স্মৃতিতে বারংবার।

চোখের জল নিঃশব্দে গড়ায়,
তবু সে শোকই আমাদের আলোয় রাঙায়।

যদি জানতে চাও, প্রেম এখনও বেঁচে আছে,
স্মৃতির নীরবতাতেই সে বারবার ফিরে

25/04/2025

গজল: না হয় ভালোবাসিনি
শিল্পী: মুহাম্মদ মিলাদ রশিদী

না হয় ভালোবাসিনি, ভুল করিনি তাই কি?
একটু যদি বলতেন, আল্লাহর পথ পছন্দ নাই কি?
আপনারে ভালোবেসে, করলাম জীবন ধ্বংস,
একটু যদি বলতেন, ধর্মই আপনার আসল সঙ্গ।

চোখের পানি শুকায় না, নামাজে মন বসে না,
হৃদয়ে দুঃখ জমেছে, তাওবা করে শান্তি আসে না।
এই প্রেমের যন্ত্রণাতে, আমি কাঁদি প্রতি নিশিতে,
হয়তো আল্লাহ চায়, আমি ফিরি তাঁর রহমতে।

24/04/2025

গজল: "রব্বে আমার নুরের আলো"

রব্বে আমার নুরের আলো,
তুমি ছাড়া নেই কোনো ভালো।
তোমার দয়ায় বাঁচি আমি,
তোমার নামেই মেলে শান্তি।

দুনিয়ার সব ধন-সম্পদ,
চাই না আমি, যদি পাই হিদায়ত।
তুমি ছাড়া নেই যে আশ্রয়,
তোমার রহমে হৃদয় শ্রয়।

নবীজীর প্রেমে ভিজে মন,
তার পথেই খুঁজে পাই জীবন।
জান্নাত তুমি দাও আমায়,
তাওবায় যেন ডুবে যাই।

আখেরাতে করো দয়া,
ভুলের জন্য করো মাফ করা।
রব্বে আমার, এই দোয়া করি,
তুমি ছাড়া নেই অবশিষ্ট কিছুই।

24/04/2025

তোমারই প্রেমে দিওয়ানা হই
(ইসলামিক গজল)

তোমারই প্রেমে দিওয়ানা হই,
রব্বে আলামিন, করুণা দিই।
আঁধারে ডুবে পথ ভুলেছি,
নূরের চাঁদনী, তুমি দেখাওই।

দুনিয়ার মোহে হৃদয় ভরে,
ভুল পথে চলে যায় এই মন।
তাও তুমি দাও রহমতের ছায়া,
ডেকে নাও তুমি বারংবার।

নবীর চরণে রাখি এই আশা,
সালাম জানাই অশ্রুসিক্ত ভাষা।
তাহারই সুন্নত আঁকড়ে ধরি,
জীবনের গন্তব্য জান্নাত করি।

আল্লাহু, আল্লাহু, তুমি যে প্রিয়,
তোমারি নামে শান্তি জেগে ওঠে।
প্রতি নিঃশ্বাসে তোমারি ডাক,
তোমারি পথেই হোক শেষ ঠিকানা।

23/04/2025

কবিতা
মদিনার মাটিতে স্বপ্ন ঝরে

মদিনার মাটিতে শান্তি নামে,
আলো ঝরে হৃদয়থামে।
সবুজ গম্বুজ, সুবাস ছড়ায়,
নবীর শহর, প্রেমে ভাসায়।

জ্যোৎস্না রাতে রাস্তার ধারে,
নামাজ পড়ে কেউ চোখের জ্বারে।
আল্লাহর নাম, দরুদে ভরে,
মদিনার হাওয়া প্রাণে ঘুরে।

কাঙ্ক্ষিত সেই রওজা পাকে,
যেথা প্রেমিক চোখের জলে ডাকে।
যার নামে সৃষ্টি সারা জাহান,
তাঁর শহর মদিনা, শান্তির নিদান।

এই হৃদয় চায় শুধু একটুখানি,
মদিনায় কাটুক শেষ জীবনের বাণী।
যেখানে বাতাসও বলে "সালাম",
মদিনা শরীফ, তুই আমার ইসলাম।

27/03/2025

Address

Salalah

Telephone

+96872782080

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR. RUBEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR. RUBEL:

Share

Category