Oli Shahariya

Oli Shahariya �লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ �

04/01/2024

প্রবাস জীবনের আজ প্রায় ২ বছর ৩মাস পার
করলামা।এই ২বছর ৩মাসে অনেক কিছুর অভিজ্ঞতা হল। এই দিন গুলো যে কিভাবে অতিক্রম করলাম তা শুধু আমি আর আমার আল্লাহ তায়ালা জানেন।দুই বছর তিন মাসের মধ্যে যে জিনিসটা পেয়েছি তা হচ্ছে একাকীত্ব,
ডিপ্রেশন, দুশ্চিন্তা, । যে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এসেছি প্রবাস নামক জেলখানায় , সেই পরিবারের আপন মানুষদের কাছ থেকে শুনতে হয়, তুই কি করেছিস, 😟।
এর থেকে মনে হয় বড় দুঃখ আর কোন কথা হতে পারে না, এই পৃথিবীর বুকে। জন্ম থেকে এ পর্যন্ত শুধু দিয়ে গেলাম সবাইকে, কিন্তু কারো কাছ থেকে কোন কিছু পেলাম না। পেলাম শুধু ধিক্কার, অভিমান, রাগ, ডিপ্রেশন, চিন্তা -টেনশন। আমরা যারা প্রবাসীরা আছি তারা শুধু এই উপহার গুলো পেয়ে থাকি, পরিবার আত্মীয়-স্বজন সবার কাছ থেকে। দিনশেষে আমরাই হেরে গেলাম। হেরে যাবো সবার কাছে এবং কি মৃত্যুর কাছে। আসবে এমন একদিন,
যেদিন আমার এই দেহ সাদা কাফনের মধ্যে বাক্স বন্দী হবে। বন্দী হবে সকল আবেগ ভালবাসা, রাগ -অনুরাগ, ক্ষোভ, আর নিজের জীবনের প্রতি যত অভিযোগ সব।আসবে এমন একদিন যেদিন আমি জিন্দা মানুষ নই, সাদা কাফনে মোড়ানো বাক্সবন্দী আমার লাশ। সেদিন আর কোন অভিযোগ থাকবে না কারো প্রতি,থাকবে না কোন অভিমান।
শুধু একটাই অনুরোধ সবার প্রতি ---
পারলে ক্ষমা করে দিও আমায় 😒😌

লেখা : অলি সাহারিয়া।

তোমারে ছাড়া কিচ্ছু ভাল্লাগে না আমার। সুমনের গান, জীবনানন্দের কবিতা কিংবা প্রিয় হুমায়ুনের উপন্যাস কিংবা রবীন্দ্রনাথ,। আমা...
30/12/2023

তোমারে ছাড়া কিচ্ছু ভাল্লাগে না আমার। সুমনের গান, জীবনানন্দের কবিতা কিংবা প্রিয় হুমায়ুনের উপন্যাস কিংবা রবীন্দ্রনাথ,।
আমার শুধু ত্রিভুবন পিছনে ফালাইয়া তোমার কাছে ছুইটা যাইতে মন চাইতেছে। কিন্তু জীবন আমারে যেই দিক নিয়ে যাইতেছে - সে দিকে তোমার কাছে যাওয়ার রাস্তা নাই। জীবন আমারে সেই দিকেই নিয়া যাইতেছে যে দিকে কোনোদিনও যাইতে চাই নাই আমি।
এতসব অপেক্ষায়, আক্ষেপ, ব্যার্থতা, আর তোমার শূন্যতায় ভরপুর জীবন নিয়া নিজেরে এখন মনে হয় জবাই করে ফালাইয়া রাখা কবুতরের ছানা— বাঁইচা থাইকাও যেন ছটফট করতে করতে মইরা যাইতেছি রোজ।

লেখা: অলি শাহারিয়া।

আমি তোমারে ভুলতে গিয়া ভুলে যাই আমারে।🤔 ভুলে যাই সভ্যতা, চেনা জগত, তবুও তোমারে ভুলা হয় না😟। তোমারে ভোলা সম্ভব না। সম্ভব ন...
28/12/2023

আমি তোমারে ভুলতে গিয়া ভুলে যাই আমারে।🤔 ভুলে যাই সভ্যতা, চেনা জগত, তবুও তোমারে ভুলা হয় না😟। তোমারে ভোলা সম্ভব না। সম্ভব না তোমার মায়া কাটানো🤫। রোজ যতটা নিঃশ্বাস তুমি নাও অতটা নিঃশ্বাসের চেয়ে বেশি আমি তোমার নাম জুপি😌। বিশ্বাস করো পরাণ, তামাম দুনিয়ার সবকিছু ভুলতে পারে প্রেমিক, শুধু একদিন যারে বুকের বা পাশে ঠাঁই দেয় তারে ভুলে যেতে পারে না। আমিও পারি না, একদম পারি না..🤗🥰

📧📧 অলি সাহারিয়া।

Address

Salalah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oli Shahariya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share