04/01/2024
প্রবাস জীবনের আজ প্রায় ২ বছর ৩মাস পার
করলামা।এই ২বছর ৩মাসে অনেক কিছুর অভিজ্ঞতা হল। এই দিন গুলো যে কিভাবে অতিক্রম করলাম তা শুধু আমি আর আমার আল্লাহ তায়ালা জানেন।দুই বছর তিন মাসের মধ্যে যে জিনিসটা পেয়েছি তা হচ্ছে একাকীত্ব,
ডিপ্রেশন, দুশ্চিন্তা, । যে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এসেছি প্রবাস নামক জেলখানায় , সেই পরিবারের আপন মানুষদের কাছ থেকে শুনতে হয়, তুই কি করেছিস, 😟।
এর থেকে মনে হয় বড় দুঃখ আর কোন কথা হতে পারে না, এই পৃথিবীর বুকে। জন্ম থেকে এ পর্যন্ত শুধু দিয়ে গেলাম সবাইকে, কিন্তু কারো কাছ থেকে কোন কিছু পেলাম না। পেলাম শুধু ধিক্কার, অভিমান, রাগ, ডিপ্রেশন, চিন্তা -টেনশন। আমরা যারা প্রবাসীরা আছি তারা শুধু এই উপহার গুলো পেয়ে থাকি, পরিবার আত্মীয়-স্বজন সবার কাছ থেকে। দিনশেষে আমরাই হেরে গেলাম। হেরে যাবো সবার কাছে এবং কি মৃত্যুর কাছে। আসবে এমন একদিন,
যেদিন আমার এই দেহ সাদা কাফনের মধ্যে বাক্স বন্দী হবে। বন্দী হবে সকল আবেগ ভালবাসা, রাগ -অনুরাগ, ক্ষোভ, আর নিজের জীবনের প্রতি যত অভিযোগ সব।আসবে এমন একদিন যেদিন আমি জিন্দা মানুষ নই, সাদা কাফনে মোড়ানো বাক্সবন্দী আমার লাশ। সেদিন আর কোন অভিযোগ থাকবে না কারো প্রতি,থাকবে না কোন অভিমান।
শুধু একটাই অনুরোধ সবার প্রতি ---
পারলে ক্ষমা করে দিও আমায় 😒😌
লেখা : অলি সাহারিয়া।