মনি

মনি Hi I am Nahida Sultana Moni

বিয়ের জন্য প্রস্তাব পাঠাতে পারেন।
30/04/2025

বিয়ের জন্য প্রস্তাব পাঠাতে পারেন।

সিদ্ধান্ত নিয়েছি ,আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব। ঠিক করেছি, আরেকবার কাউকে খুব করে ভালোবাসবো। তবে এবার একশো ভাগ সত্যিকারের ...
11/02/2025

সিদ্ধান্ত নিয়েছি ,
আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব।
ঠিক করেছি, আরেকবার কাউকে খুব করে ভালোবাসবো।

তবে এবার একশো ভাগ সত্যিকারের প্রেম চাই এবার আমার
হোক সেটা কৈশোরের প্রথম প্রেমের মত সরল, সাদা সিধে
সামান্য চোখের দেখা, হাতে হাত ছোঁয়ায় জীবন ধন্য হওয়া প্রেম,
অথবা যৌবনের নেশা জাগানো মাতাল করা প্রেম।

আমি চাই এবার আমার একটা গভীর প্রেমের গল্প হোক।

রবি ঠাকুর এর অমিত লাবন্য, শরৎচন্দ্রের দেবদাস পার্বতী,
সমরেষ এর মাধবী অনিমেষ এর প্রেম কেও ছাপিয়ে যাক,
আমার প্রেম কালজয়ী সব প্রেমের উপন্যাসকেও হার মানাক

আমার প্রেমের গভীরতা,
এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাক
যোগ্য প্রেমিক পেলে,
এবার আমি আলেকজান্দ্রিয়ার ক্লিওপেট্রা হব, স্পারটার হেলেন হব।

প্রেমিক হিসেবে শামস ই তাবরিজ এর মত পাগল কাউকে পেলে
আমিও এবার জগত সংসার ছেঁড়ে জালালুদ্দিন রুমি হব।

মুখে ভালোবাসি বলা প্রেম অনেক হয়েছে
আমি একটা সত্যিকারের প্রেম চাই......!

আজকাল একটা একশ ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব তৃষ্ণা জাগে।
আজকাল তথাকথিত প্রেমিকদের আবেগমাখা প্রেমের কথাও বিষ লাগে

কবি উপন্যাসের নিতাই মত দীর্ঘশ্বাস ফেলে বলতে ইচ্ছে করে
ভালবেসে মিটলো না আশা, কুলালো না এ জীবনে।
হায়! জীবন এত ছোট ক্যানে,এ ভুবনে?’

মরে যাবার আগে একবার আমি সত্যিই,
একটা সত্যিকারের প্রেম চাই...।😍🥰

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
08/01/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।
জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
07/10/2024

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

17/05/2024

Virat Kohli

ঈদের দিনের সেলামী।
14/04/2024

ঈদের দিনের সেলামী।

Address

Salalah

Alerts

Be the first to know and let us send you an email when মনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category