Freelancer Nazmul

  • Home
  • Freelancer Nazmul

Freelancer Nazmul Hi, I am Md Nazmul Hasan. I am Professional Digital marketer.

জীবনের প্রথম ধাপটা অর্জন করতে পারলামআল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। 🤲🤲🤲
21/04/2023

জীবনের প্রথম ধাপটা অর্জন করতে পারলাম
আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। 🤲🤲🤲

Try something new
23/03/2023

Try something new

Today
21/03/2023

Today

Try Something New
19/03/2023

Try Something New

🥰খুব সুন্দর একটা প্রশ্ন?? ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা সবাই-ই কম বেশি পরিচিত। আমাদের অধিকাংশের-ই এ বিষয়ে খুব গভীর জ্ঞ...
07/03/2023

🥰খুব সুন্দর একটা প্রশ্ন??
ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা সবাই-ই কম বেশি পরিচিত। আমাদের অধিকাংশের-ই এ বিষয়ে খুব গভীর জ্ঞান না থাকলেও সাধারন একটা ধারণা আছে।

🎆আপনি যদি চাকরি না পেয়ে থাকেন অথবা ছাত্র হয়ে থাকেন তাহলে লেখা পড়ার পাশা-পাশি অনলাইন থেকে আয় করতে পারেন।।

♥️ ফ্রিল্যন্সিং অর্থ মুক্ত পেশা বা আয় । অর্থাৎ আমরা সহজ ভাবেই বুঝতে পারি এ পেশায় স্বাধীনতা রয়েছে। বর্তমানে ফ্রিল্যন্সিং অধিক জনপ্রিয়তা পাওয়ার কারণ কাজের স্বাধীনতা । এ কাজের জন্য অফিসে গিয়ে ৯ টা থেকে ৫ টা পর্যন্ত কাজ করার প্রয়জন হয় না চাইলে ঘরে বসে সুবিধামত সময় নির্ধারণ করে কাজ করা যেতে পারে। আপনি চাইলে কারো অধিনে কাজ নাও করতে পারেন। সে সঙ্গে রয়েছে বাড়তি উপার্জনের সুযোগ।এ সেক্টরে অনেক ফিল্ড আছে, আপনার ব্যাকগ্রাউন্ড, স্কিল, ইন্টারেস্ট যে ফিল্ডের সাথে মিলে যায় সেটা নিয়ে পারে।

✨যে কেউ তার দক্ষতা এবং পছন্দ অনু্যায়ী কাজ বেছে নিয়ে কাজ করতে পারেন।
আরেকটা অনেক বড় এডভান্টেজ হলো আপনি যদি বুঝেশুনে করতে পারেন তবে আপনার উপার্জনের জন্য ভিন্ন কোন চিন্তা করতে হবে না। কারোর চাকরি করতে হবে না, কারোর কটু কথাও শুনতে হবে না। আর আপনার ভাবখানা থাকবে চরম লেভেলের কারণ আপনি ইনকাম করছেন ডলার। এখন স্বীগ্ধান্ত আপনার।

🏆🏆এবার কিছু কঠিন কথা বলি, আপনার যদি আয় করার কোন পথ না থাকে অর্থাৎ আপনি যদি বেকার হয়ে থাকেন এবং আকষ্মিকভাবে যদি আপনি বেকারত্ব দূর করতে চান তবে ফ্রীল্যান্সীং আপনার জন্য নয়। ফ্রীল্যান্সীং হলো দক্ষদের জায়গা। এখানে দক্ষ হতে না পারলে টিকে থাকা মুশকিল। আপনাকে অবশ্যই কাজগুলো জানতে হবে এটা হলো প্রথম শর্ত তারপর যেকোনো একটা কিংবা কয়েকটা কাজে দক্ষ হতে হবে। তবে আর আপনাকে ঠেকায় কে।।

🎁আপনার যদি মুক্ত পেশা পছন্দ হয় তবে আপনি ফ্রীল্যান্সীং করতে পারেন। তবে অবশ্যই ধৈর্য, সততা ও নিষ্ঠার সাথে লেগে থাকতে হবে। যদি ইচ্ছে করেন আপনি কারোর চাকরি করবেন না এমন মুক্ত কোন পেশা যা ঘরে বসেই করা যায় তাহলে আপনি করতে পারেন। ইনকাম করবেন ডলারে। স্বাগতম আপনাক।

ফ্রীল্যান্সীং এক ধরনের চাকরি এর মতো তবে নির্ধারিত কোন সময় নেই এবং কি নির্ধারিত কোন ইনকাম নেই আপনার যত প্রয়োজন ততো নিতে পারবেন... 🔥👌

Resume...
04/03/2023

Resume...

স্মার্ট ইনকাম আপনাকে অনেক স্মার্ট করে দিবে।
26/02/2023

স্মার্ট ইনকাম আপনাকে অনেক স্মার্ট করে দিবে।

14/02/2023

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং❤️‍🔥🤔আমরা অনেকেই মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করার কথা শুনলে হাসি ঠাট্টা করি, কিন্তু চাইলে মোবাইল দি...
11/02/2023

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং❤️‍🔥

🤔আমরা অনেকেই মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করার কথা শুনলে হাসি ঠাট্টা করি, কিন্তু চাইলে মোবাইল দিয়ে ও ফ্রিলান্সিং করা সম্ভব👍।

💁আপনারা যারা গেম,ফেসবুক,মেসেন্জার ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক ইউটিউব কে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, এটাই মূলত ফ্রিল্যান্সিং।

💁 আর আমাদের অযুহাতের অভাব নাই, আমার কি কম্পিউটার আছে, আমি কি ইংলিশ পারি, আমার নেট ভালো পায় না, আমি তো গ্রামে থাকি, আমি কি পারবো? নানান ধরনের অযুহাত, চেষ্টা করলে সব কাজেই সহজ হয়। হ্যা ভাই আপনিও পারবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন।....মানুষ চাইলে সবই সম্ভব দরকার নিজের প্রতি বিশ্বাস আর ধৈর্য সহকারে কাজ কর.. 🥰

31/01/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Nazmul:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share