A M A N A H by Jummah

A  M  A  N  A  H  by Jummah Her thoughtful curation of Life & Design ✨
Architect || Curator || Storyteller

🔁 "দামী স্বপ্ন, তড়িঘড়ি টেবিল"নতুন শহর, নতুন বাসা—প্রথম কাজ ছিল একটা ঠিকঠাক work setup বানানো।PC-এর জন্য কাঠের টেবিল ডিজা...
10/08/2025

🔁 "দামী স্বপ্ন, তড়িঘড়ি টেবিল"

নতুন শহর, নতুন বাসা—
প্রথম কাজ ছিল একটা ঠিকঠাক work setup বানানো।
PC-এর জন্য কাঠের টেবিল ডিজাইন দিয়েছিলাম,
কিন্তু সেটি ডেলিভারি হতে সময় লাগবে আরও অনেকদিন।

তার মধ্যে আবার কাজ শুরু করার চাপ!
তাই বাবা পাশের দোকান থেকে কিনে আনলেন
এই folding table—
দেখতে সাধারণ, কিন্তু তখন এটা ছিল আমাদের জরুরি উদ্ধারকারী।

অনেক যত্নে, ধীরে ধীরে
দামী সেই PC-টা সেট করলাম টেবিলের উপর।
কিন্তু যেই না প্রথমবার চালু করতে গেলাম—
মাথায় যেন আকাশ ভেঙে পড়ল!

💔 তখনও জানতাম না,
এটাই হতে যাচ্ছে আমাদের জীবনের
সবচেয়ে তেতো প্রতারনার শুরু…

📌 আগামী পোস্টে থাকবে সেই প্রতারণার পুরো গল্প!

#টুকরো_সংসার #পুরোনোঘরেরগল্প

আবার ফিরে এলাম সেই গল্পে…মাঝে কয়েকটা দিন থেমে ছিলাম, কিন্তু পুরোনো ঘরের গল্প থেমে নেই।আজ থেকে আবার শুরু — আমার সেই যত্নে...
10/08/2025

আবার ফিরে এলাম সেই গল্পে…
মাঝে কয়েকটা দিন থেমে ছিলাম, কিন্তু পুরোনো ঘরের গল্প থেমে নেই।
আজ থেকে আবার শুরু — আমার সেই যত্নে গড়া ছোট্ট সংসারের টুকরো টুকরো স্মৃতি ফিরিয়ে আনার যাত্রা।
যা একদিন ছিল আমার আশ্রয়, শান্তি, আর শেখার জায়গা।





#টুকরো_সংসার #ঘর #পুরোনো_দিনের_গল্প

নিজের ঘরেই যেন পর… 🏚️💔এতদিন ধরে চলছিল একরকম দমবন্ধ সময় — মানিয়ে নেওয়ার লড়াই, নিজেকে খুঁজে ফেরার একটানা ক্লান্তি।একটা...
27/07/2025

নিজের ঘরেই যেন পর… 🏚️💔

এতদিন ধরে চলছিল একরকম দমবন্ধ সময় — মানিয়ে নেওয়ার লড়াই, নিজেকে খুঁজে ফেরার একটানা ক্লান্তি।

একটা সময় এমন হয়েছিল — ভাবতাম নিজের বলার মত কিছু নেই। নিজের জায়গাটুকু কেমন যেন হারিয়ে ফেলেছিলাম। নিজের সাথে নিজের ও আশপাশের মানুষদের সাথে সম্পর্কগুলো ভালো রাখার একটা পথ খুজঁছিলাম।

🍃সেই খোঁজ থেকেই শুরু — আলাদা একটা পথে হাঁটা, একটু নিজের মত করে বাঁচবার চেষ্টা।

নতুন একটা বাসা নেওয়া এই পথচলারই একটা অংশ — সীমিত বাজেট, সীমাহীন চাওয়া, আর অজস্র আতঙ্কের মধ্যেও যতটুকু পারা যায় গুছিয়ে তোলা।

এখনো কিছুই পুরোপুরি তৈরি না — আসবাব, দরকারি জিনিস, কিছুই একসাথে হয়নি ঠিকঠাক।
তারই মাঝে একটা ongoing প্রজেক্টের দায়িত্ব, সামনে ক'টা পেইন্টিং অর্ডারের ডেলিভারি ডেডলাইন, মাথার ভেতর ঘুরপাক খাওয়া আরও অনেক প্ল্যান…

এই কারণেই হয়তো গত কিছুদিন ধরে নিয়মিত পোস্ট করতে পারিনি—
ভেতরের ঝড়টা এখনো পুরো থামেনি,
তবু ধুলোর ভেতরেও একটা আলো দেখা যাচ্ছে।☀️

একদম গোছানো নয় — বরং একটু এলোমেলো, একটু ধীর, একটু ক্লান্ত... কিন্তু আশায় ভরা।

"সব ঠিক হলে শুরু করব" — এই ভাবনাটা ফেলে দিয়ে, যতটুকু পারি ঠিক ততটুকু নিয়েই হাঁটছি এবার।

খুব শিগগিরই এই নতুন ঠিকানা, আমার ongoing কাজ, আর গুছিয়ে তোলার ছোট ছোট গল্পগুলো নিয়েই ফিরে আসব
— একদম নিজের মতো করে।🌻

❝ নিজস্বতা ❞শব্দটা অনেকের কাছে বড় কিছু নয়,কিন্তু এখন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা।আমি “নিজ ঘর” বলে নামমাত্র একখান...
20/07/2025

❝ নিজস্বতা ❞

শব্দটা অনেকের কাছে বড় কিছু নয়,
কিন্তু এখন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা।

আমি “নিজ ঘর” বলে নামমাত্র একখানা ঘর পেয়েছিলাম,
কিন্তু দিনে দিনে সেখানেই নিজেকে হারিয়েছি।
আমি দিনরাত খেটে গুছিয়েছি কারও অফিস,
কিন্তু কারও কর্তৃত্বের চিৎকারে—
হাসিমুখে ইস্তফা দিয়েছি নিজের অর্জিত স্থানের।

আমি যেখানেই থেকেছি—
সেখানে আমার নামে কিছু ছিল না,
শুধু ছিল অন্য কারও দাবি, অন্য কারও নিয়ম।
ঘর হোক, অফিস হোক—
আমি ছিলাম, কিন্তু ছিলাম না।

সব জায়গায় শুনেছি —
"আমার ঘর",
"আমার নিয়ম",
"আমার এটা, আমার ওটা"...

আর আমি আমার স্বপ্নগুলোকে
সেই ‘আমার’-এর নিচে ভাঁজ করে রেখে দিয়েছি।

নিজের মতো করে কিছু করলেই
অপরাধবোধে ভরে উঠত মন,
চুপ থেকেছি,
ভেবেছি— আর একটু সহ্য করলেই
সব ঠিক হয়ে যাবে।
ভেবেছি— শান্তি চাইলে নীরব থাকাই ভালো।

কিন্তু প্রতিবার,
নিজের থেকে একটু একটু করে হারিয়ে গেছি।

তবু থেকেছি...
ভালোবাসা পাবো এই ভেবে থেকেছি।
নিজের নামের পাশে একটু "নিজস্ব" জায়গা জুটবে বলেই থেকেছি।

কিন্তু একদিন ভেঙে পড়েছি—
কারণ বুঝে গেছি,
নিজের মতো করে বাঁচতে না পারলে, কোনো থাকারই মানে নেই।
আমিই যদি মুছে যেতে থাকি, আমার থেকে কে আর কীই বা পাবে!

আজ আমি আর কারও তৈরি করা নিরাপত্তা চাইনা।
আমি চাই—
একটা ছোট্ট জায়গা,
যেখানে ভুল করলেও সেটা আমার,
যেখানে কিছু গড়লে সেটার ছায়ায়ও আমিই থাকব।

নিজস্বতা চাওয়া স্বার্থপরতা নয়,
ওটা নিজের প্রতি দায়িত্ব।

আর এখন,
আমি সেই দায়িত্বটাই নিচ্ছি—
নীরবে, ধীরে,
নিজেকে আঁকড়ে ধরে।

কারণ আমি জানি—
নিজস্বতা কেবল থাকার জায়গা নয়,
ওটা শ্বাস নেওয়ার অধিকার।

লেখা ✍️ A M A N A H by Jummah ©️

#নিজস্বতা
#নিজেরজন্য
#ভালোথাকারঅধিকার
#চুপথেকেছিলাম



Finding a home...  একটা এমন জায়গা যেখানে  ভেতরের কোলাহলগুলো একটু একটু করে শান্ত হবে।
14/07/2025

Finding a home...
একটা এমন জায়গা যেখানে
ভেতরের কোলাহলগুলো একটু একটু করে শান্ত হবে।

যখন সব কিছু অচেনা লাগে, তখন একটু চেনা সবুজ অনেক আপন হয়ে ওঠে।বারান্দা থেকে নিয়ে গাছগুলোকে আশ্রয় দিয়েছিলামএই ছোট্ট কোণায় —...
04/07/2025

যখন সব কিছু অচেনা লাগে, তখন একটু চেনা সবুজ অনেক আপন হয়ে ওঠে।
বারান্দা থেকে নিয়ে গাছগুলোকে আশ্রয় দিয়েছিলামএই ছোট্ট কোণায় —
চুপিচুপি আমার একাকীত্বের মতোই বেড়ে চলেছে এরা, নিঃশব্দে।

এইটুকু জায়গা, আমার সবথেকে বেশি আপন মনে হত। 💚
যখন ঘরটা আমার হতো না,
তখন এই কোণাটাই আমাকে নিজের মতো করে আগলে রাখত।

🪴 নরম আলো, গাছের ছায়া, আর একটুখানি মায়া — তাতেই গড়া ছিল আমার শান্তি।



A  M  A  N  A  H — a soft beginning 🌿  More than a name, it’s a part of my father’s story, now reborn with mine —  and q...
03/07/2025

A M A N A H — a soft beginning 🌿
More than a name, it’s a part of my father’s story, now reborn with mine —
and quietly echoing the name of a woman I deeply loved.

This page is a quiet space — where design meets memory,
and beauty holds hands with story.

I am Jummah.
With an architect’s eye and a heart shaped by legacy,
I’ve built this space not just to share what I create — but what I carry.

Amanah is where lines, light, and love gently meet.
Some stories will arrive in colors and corners.
Some in silences only I could write.

Welcome to a space of curated calm and thoughtful living.
Where legacy lives softly. ✨

Dirección

Bahaddarhat, Khaja Road
Chandgaon
4212

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando A M A N A H by Jummah publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir

Categoría