04/08/2025
🇵🇱 Poland (পোল্যান্ড)
• Course Language: অনেক ব্যাচেলর ও মাস্টার্স কোর্স ইংরেজিতে অফার করে, বিশেষ করে বেসরকারি ও কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়।
• Scholarships:
• Poland Government Scholarship (NAWA):
– মাস্টার্স ও পিএইচডি স্টুডেন্টদের জন্য, পুরো ফান্ডেড: টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, থাকা-খাওয়ার খরচ সহ।
• University Scholarships:
– বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেরিট বেসড বা নিড বেসড স্কলারশিপ পাওয়া যায়।
🇳🇱 Netherlands (নেদারল্যান্ডস)
• Course Language: প্রায় সব মাস্টার্স এবং অনেক ব্যাচেলর কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Holland Scholarship – €5,000 এককালীন।
• Orange Tulip Scholarship – পুরো অথবা আংশিক টিউশন ফি কাভার করে।
• Visa Ratio: ভালো, কিন্তু ফান্ড প্রমাণ দরকার হয়।
🇩🇪 Germany (জার্মানি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে হয়।
• Scholarships:
• DAAD Scholarship – মাসিক €934 থেকে শুরু, টিউশন ফ্রি, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Tuition Fees: প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ফ্রি বা খুব কম ফি।
• Visa Ratio: ভালো, ব্লক অ্যাকাউন্ট লাগবে।
🇫🇮 Finland (ফিনল্যান্ড)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স – দুটোই ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• University-based টিউশন ফি স্কলারশিপ ও স্টাইপেন্ড (up to 100%)।
• Visa Ratio: ভালো এবং ফান্ড প্রমাণ করা লাগে।
🇸🇪 Sweden (সুইডেন)
• Course Language: মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• Swedish Institute Scholarship (SISGP) – পুরো ফান্ডেড স্কলারশিপ (tuition, monthly expense, airfare)।
• University-specific স্কলারশিপ।
• Visa Ratio: ভালো, ফান্ড ও IELTS দরকার।
🇫🇷 France (ফ্রান্স)
• Course Language: অনেক মাস্টার্স কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Eiffel Excellence Scholarship – মাসিক €1,181 থেকে শুরু, ট্রাভেল, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Campus France এর বিভিন্ন স্কলারশিপ।
• Tuition Fees: সরকারী বিশ্ববিদ্যালয়ে টিউশন কম।
• Visa Ratio: উন্নতমানের SOP লাগবে।
🇮🇹 Italy (ইতালি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• DSU Scholarship – সম্পূর্ণ ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া।
• Invest Your Talent in Italy – ফান্ডেড স্কলারশিপ কিছু কোর্সে।
• Visa Ratio: খুব ভালো, প্রতি বছর অনেক বাংলাদেশি পান।
🇧🇪 Belgium (বেলজিয়াম)
• Course Language: ইংরেজিতে মাস্টার্স বেশি, কিছু ব্যাচেলরও পাওয়া যায়।
• Scholarships:
• VLIR-UOS Scholarship – পুরো ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ (priority to Bangladesh)।
• Visa Ratio: মাঝারি, কাগজ ঠিক থাকলে হয়।
🇭🇺 Hungary (হাঙ্গেরি)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স দুইটাই ইংরেজিতে।
• Scholarships:
• Stipendium Hungaricum Scholarship – পুরো ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া, মাসিক স্টাইপেন্ড।
• Visa Ratio: ভালো এবং IELTS ছাড়াও apply করা যায়।
🇨🇿 Czech Republic (চেক রিপাবলিক)
• Course Language: মাস্টার্স কোর্সে ইংরেজি প্রচুর আছে।
• Scholarships:
• Government scholarship + University scholarship।
• Tuition Fees: তুলনামূলকভাবে কম।
• Visa Ratio: মাঝারি।