Kazi Aminur Rahaman

Kazi Aminur Rahaman I from Indian citizen
but now I live in Poland

চলার পথে নতুন সঙ্গী।।।।।গায়ের রং কালো হলেও মনটা অনেক ভালো।।।ঈদ মোবারক।।।।
16/06/2024

চলার পথে নতুন সঙ্গী।।।।।
গায়ের রং কালো হলেও মনটা অনেক ভালো।।।

ঈদ মোবারক।।।।

দেখার মতো তেমন কিছু নেই কিন্তু কেন পোস্ট করলাম এটাও হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেএকটু ভালো করে দেখলে বোঝা যাবে বিল্ডিং ...
11/05/2024

দেখার মতো তেমন কিছু নেই
কিন্তু কেন পোস্ট করলাম এটাও হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারে

একটু ভালো করে দেখলে বোঝা যাবে বিল্ডিং টার বয়স ১৬৬ বছর বয়স তারপরেও ভিতরে এবং বাইরের দিকটা এত সুন্দর হয়ে আছে যেটা বলে কাউকে বোঝানো যাবে না।

08/05/2024
সময় খারাপ যাচ্ছে বলে নিজেকে ভেঙে ফেলো না। একটা কথা মনে রেখো গাছ তার সবুজ পাতা হারিয়ে ফেলে। কিন্তু অপেক্ষার ফলে আবার তা...
10/02/2024

সময় খারাপ যাচ্ছে বলে নিজেকে ভেঙে ফেলো না।

একটা কথা মনে রেখো গাছ তার সবুজ পাতা হারিয়ে ফেলে। কিন্তু অপেক্ষার ফলে আবার তারা তাদের সবুজ পাতা ফিরে পায়।

তাই এখন দিনগুলো খারাপ যাচ্ছে বলে। আগামী দিন খারাপ যাবে এমন কোন কথা নেই আগামী দিন ভালোর জন্য অপেক্ষায় থাকো।

আজ নয়তো কাল সময় একদিন ভালো আসবেই।।।।।।।।।

একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয়...
08/02/2024

একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়
একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয় কিছু টাকার জন্য।

কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় না ঠিক আগের মত করে যেমন স্কুল ছুটি হলে যেমন বাড়ি ফিরে আসতাম।
একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায় টাকার জন্য কেউ পাশে থাকে না।

পরিবার সেতো আগেই জানিয়ে দেয় এখন নিজের পথ নিজে দেখো।
একটা নির্দিষ্ট বয়সের পর মার আদর আর পায় না আগের মত করে।
যদিও আমি মনে করি মা তো মা ওনার আদর কখনো কমেনা।

ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজে মেটাতে পারনা আবার পরিবারের ভালো বাসা চাও কেনো।

একটা সময় ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে টাকার জন্য
তবে সেটা ক্যারিয়ারের জন্য।

নয়তো পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায়।

একটা সময় পরিবারের কাছে সামান্য কিছু আবদার করার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা।

ঠিক এমন সময় পরিবারের কাছ থেকে সুখ জিনিস টা ভাবার চেয়ে নিজে আত্ত হত্যা করা অনেক সহজ (তবে এটাও টাকার জন্য )।

এমন একটা সময় আসে কিছু ভালো লাগেনা ।।।।
এই সময় একটা ছেলে কতটা কষ্টে থাকে কেউ জানতেও পারেনা।জানার কেউ চেষ্টা করেনা।

একটা নির্দিষ্ট বয়সের পর পৃথিবী জানিয়ে দেয়
আমিন তুমি সোনর চামচ মুখে নিয়ে জন্মনি।
তখন তুমি একা শুধু একা।

সময় পরিবর্তন হয়ে চলে ।।।

এমন একটা সময় আসবে তোমার কাছে টাকা ,বাড়ি,গাড়ি
সব থাকবে কিন্তু মনের ভিতর সুখ খুঁজে পাবেনা।

এটা আমার একান্ত মতামত।

কথা গুলো ভালো লাগলো তাই পোস্ট করলাম।

আমরা সকলে ফটো দেখে বুঝতে পারছি এটা আম।কিন্তু এই আমটার নাম কি যদি কেও জেনে থাকেন জানাবেন।
31/01/2024

আমরা সকলে ফটো দেখে বুঝতে পারছি এটা আম।

কিন্তু এই আমটার নাম কি

যদি কেও জেনে থাকেন জানাবেন।

আজকে ডিউটি অফ ছিলো ।কাজের জন্য একটু পাশের শহরে গিয়ে ছিলাম।মন চাইলো দুটো ফটো তুলতে ।কেমন লাগছে একটু জানিও।
02/12/2023

আজকে ডিউটি অফ ছিলো ।

কাজের জন্য একটু পাশের শহরে গিয়ে ছিলাম।
মন চাইলো দুটো ফটো তুলতে ।

কেমন লাগছে একটু জানিও।

Adres

UL WILENSKA 5/3
Studzienice
76-200

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy Kazi Aminur Rahaman umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Skontaktuj Się Z Firmę

Wyślij wiadomość do Kazi Aminur Rahaman:

Udostępnij

Kategoria