
02/10/2024
যা ছিল সব হাড়ালো
কিছুই হল না আপন
অভিশপ্ত জীবন আমার
অভিশপ্ত জীবন।।
এ বলো কেমন পাওয়া
চির নিঃস্ব হয়ে যাওয়া
দয়ালের ও হয়না দয়া
দিল অভাব-অনটন।।
যেকাজেই দেই হাত
পাই অপমান অপবাদ
হয়ে গেলাম বরবাদ
ঘুরে দাড়াব কখন।।
ইকবাল চিশতী কপাল দোষে
ফেঁসে গেছি ভবে এসে
ঠকে গেলাম ভালোবেসে
হলোনা আশা পূরণ।।