এলাচি

এলাচি মজার মজার শব্দের খেলা খেলতে পেজটি ফলো করে রাখুন
(61)

09/07/2025
আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল : কাজলদাম্পত্যজীবনের ২৫ বছর পার করলেন বলিউড দম্পতি কাজল ও অজয় দেবগন। দুই ছেলেমেয়ে...
02/07/2025

আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল : কাজল

দাম্পত্যজীবনের ২৫ বছর পার করলেন বলিউড দম্পতি কাজল ও অজয় দেবগন। দুই ছেলেমেয়ে নিয়ে তাদের সুখের সংসার এখনো টিকে আছে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানালেন, ‘দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।’

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। তখন ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন অভিনেত্রী।

হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি। শেষমেশ পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন এই জুটি।

দাম্পত্যজীবনে কখনো গদগদ প্রেমের প্রকাশ দেখা যায়নি এই দম্পতির মধ্যে। অজয় সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। তবে কাজল বরাবরই খোলামেলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা। সে অর্থে দেখতে গেলে, আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।’

তাহলে সংসার কিভাবে টিকলো? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।’

অভিনেত্রী মনে করেন, সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেওয়াই আসল রহস্য। কোনও কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন তিনি। সেই কারণেই ২৫ বছরের দাম্পত্যে টিকে গিয়েছেন অজয়-কাজল।

আজকের সকালের ঘটনা। (29 June 2025)আমার এক সহকর্মী মিরপুর-১১ থেকে কাওরান বাজার যাচ্ছিলেন মেট্রোরেলে। মেট্রোরেলে এই নারীকে ...
29/06/2025

আজকের সকালের ঘটনা। (29 June 2025)
আমার এক সহকর্মী মিরপুর-১১ থেকে কাওরান বাজার যাচ্ছিলেন মেট্রোরেলে। মেট্রোরেলে এই নারীকে শিশুটির সঙ্গে দেখে তাঁর সন্দেহ হয়।
নারীটি আগারগাঁও স্টেশনে নেমে যান। যদিও আমার সহকর্মীর গন্তব্য ছিল কাওরান বাজার, তবু তিনি সন্দেহবশত আগারগাঁওতেই নেমে পড়েন। কারণ, তাঁর নিজেরও দুইটি মেয়ে আছে এবং তাঁর মনে হয় শিশুটি এই নারীর সন্তান নয়। বিষয়টি তাঁকে অস্বাভাবিক লাগে।
স্টেশন থেকে বের হওয়ার সময় তিনি নারীকে জিজ্ঞাসা করেন, "এই শিশু আপনার কে হয়?"
নারীটি উত্তর দেন, "আমার মেয়ে।"
শিশুটি তখনো স্পষ্ট করে কথা বলতে পারে না, আধো আধো কথা বলে।
আমার সহকর্মী শিশুটিকে জিজ্ঞেস করেন, "তোমার মা কোথায়?"
শিশুটি মাথা নাড়িয়ে বলে, "মা নাই।"
তখন সঙ্গে সঙ্গে নারীটি শিশুটিকে বলে, "এই যে মা।"
পরে আবার আমার সহকর্মী শিশুটিকে জিজ্ঞেস করেন, "তোমার মা কে?"
এবার শিশুটি ওই নারীকে দেখিয়ে দেয়।
এরপর সহকর্মী নারীকে জিজ্ঞেস করেন, "আপনি কোথায় থাকেন?"
নারীটি বলেন, "মিরপুর-১১ তে।"
"আপনার স্বামী কী করেন?"
উত্তর দেন, "ছোট একটা চায়ের দোকান চালান। আমি বাসায় কাজ করি।"
"স্বামীর মোবাইল নাম্বার দিন," বললে নারীটি বলেন, "নাম্বার মুখস্থ নেই, আমারও কোনো মোবাইল নেই।"
"আগারগাঁওতে কোথায় যাচ্ছেন?" জানতে চাইলে বলেন, "এখান থেকে বাসে করে মহাখালিতে যাবো। একজন আত্মীয় হাসপাতালে ভর্তি, তাঁকে দেখতে যাবো।"
পরে আমার সহকর্মী সকাল ৯:১৭ মিনিটে তাঁদের মহাখালি-গামী ‘রইস’ বাসে তুলে দেন।
শিশুটির সাজ-পোশাক এবং চেহারা দেখে কোনভাবেই মনে হচ্ছে না সে এই নারীর সন্তান।
অনেক সময় দেখা যায়, বাবা-মা দুজনই চাকরিজীবী হওয়ায় বাসায় কাজের মহিলা থাকেন। কিছু ক্ষেত্রে কাজের মহিলারা শিশুদের নানা খারাপ কাজে ব্যবহার করেন। আমাদের সন্দেহ, হয়তো এই নারী শিশুটিকে ব্যবহার করে রাস্তায় ভিক্ষা করেন।
তবে এটাও হতে পারে আমাদের সন্দেহ একেবারে ভুল।
পোস্টটি করার উদ্দেশ্য হলো, যদি কেউ এই শিশুটিকে চিনে থাকেন, তাহলে দয়া করে তার বাবা-মা বা আত্মীয়-স্বজনকে দ্রুত জানাবেন।
আমার কলিগঃ
সালেহ আহম্মেদ হেলালী
মোবাইলঃ 01673459054

We kindly request everyone to share this post on their social media platforms to help ensure the child's safety.

24/06/2025

Prince & Tandra &tandramoment

23/06/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো!!❤

17/06/2025

Good Night

24/02/2025

ছিনতাই না করলে নিরিবিলি রাস্তায় ৩-৪ জন অকারণে দাঁড়ায় থাকবেন না। হুদাই ডর লাগে!🙂

01/01/2025

Happy New Year everyone

Me after watching 5mins craft
09/11/2024

Me after watching 5mins craft

25/09/2024

-ভালো থেকো সবাই......🙂

আমি আর কখনো ফেসবুকে...See more

Adres

Wroclaw

Strona Internetowa

https://youtube.com/channel/UCKvwoUQdxVbJ3jVku2jvMKQ

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy এলাচি umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Udostępnij

Kategoria