30/05/2025
টাকা দান করে দিবেন,
তারপরও কাউকে টাকা ধার দিবেন না।
টাকা ধারের মাশুল :
১) চোখে তেল দিয়ে খুঁজবেন নাগাল পাবেন না।
২) অ কান্দনি কাঁদবেন, চোখের ঘুম হারাবেন।
৩)নিজের ফোনের টাকা খরচ করে কল দিবেন তারপর নাম্বার ব্লক, ইমু ব্লক চৌদ্দগুষ্টি ব্লক তবু তার নাগাল পাবেন না।
৪) মাথাটা নত করে টাকা চাইতে হবে।
৫) নাখে রশি লাগিয়ে ঘুরাবে।
৬) নত হবেন, কাতর হবেন, নিজের কঠিন বিপদের কথা বলবেন তবুও পাওনাদারের মন গলাতে পারবেন না , গললেও টাকা বার করতে পারবেন না।
৭) কত হাজার তারিখ পাবেন হিসেব নাই।
৮) সাথে ফ্রিতে পাবেন অকাট্ট বাসায় গালাগালি।
আচ্ছা বলেন তো নিজের খেয়ে, নিজের পরে, কি ঠেকাটা লাগচে আমার পকেটের টাকা অন্যকে দিয়ে আজ চোখে তেল দিয়ে কান্দা,
সুখে থাকলে ভুতে কিলালে আর যা হয় আর কি 😪
একটু টাকা পয়সা হইলে কত নাই মানুষও শখা হইতে আসে, জনম জনমের শত্রু ও আসে রূপ পাল্টাইয়া বুক ভরা ভালবাসা দেখাইতে হায়রে সময়।
বি: নিজের জীবনের অভিজ্ঞতা নোট করে রাখলাম