Shajjad Khan

Shajjad Khan Content Creator.

20/06/2025

আমেরিকা প্রথম নেতানিয়াহুর কথায় সাড়া দিয়ে, so-called nuclear শক্তি অর্জন থেকে বাধা দেওয়ার দোহাই দিয়ে, প্রথম হামলা চালায়—

Iraq (2003)

Libya (2011)

Syria (2011 – বর্তমান)

Yemen (2015 – বর্তমান, পরোক্ষভাবে)

এবং অবশেষে Iran (যেখানে চলছে ক্রমাগত চাপ, গুপ্ত অভিযান)

এই ঘটনাগুলোর পেছনে নেতানিয়াহুর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। তবে… সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে কৌশল।

Iraq-এর আক্রমণ ছিল একরকম প্ররোচনার ফল, কিন্তু এরপরের যুদ্ধগুলো ছিল নিজেকে peace ambassador — মানে শান্তির দূত — হিসেবে প্রতিস্থাপনের এক ভয়ানক নাটক।
তবে এই নাটকের মঞ্চে দাঁড়িয়ে আমেরিকা নিজের পায়ের নিচ থেকে টান দিয়ে ফেলেছে নিজেরই শক্তির মাটিটা।

এটাই ছিল the beginning of the destruction of American power structure.
এবং এটা শুরু হয় ঠিক 2003 সালের Iraq attack এর পরেই।

আজকের দিন পর্যন্ত আমরা যে হামলাগুলো দেখি — তা আর কারো প্ররোচনায় না, বরং এক self-driven collapse এর বহিঃপ্রকাশ। America is no longer in control of itself.

আর এর পেছনে একটিমাত্র কারণ —
America is already occupied by AIPAC.

এক সময় আমি America-কে সম্মানের চোখে দেখতাম।
আপনি যদি White House-এর সামনে গিয়ে সেখানকার President এর পুরো বংশধারা তুলে গালি দেন — তবুও আপনাকে সহ্য করা হতো।
কারণ সেখানে ছিল freedom of speech।

কিন্তু এখন?

AIPAC lobby এমনভাবে America'র power structure-কে ধ্বংস করেছে — এখন আপনি Israel এর অন্যায় কর্মকাণ্ড নিয়ে কথা বললেই, America-র ভেতরেই আপনাকে চুপ করিয়ে দেওয়া হয়।
American students পর্যন্ত হয়রানির শিকার হচ্ছে, নিজ দেশের local police এর হাতে।

এই পৃথিবীতে আমরা যাকে America বলে চিনি,
America doesn’t exist anymore.

06/04/2025

কালেমা খচিত পতাকা সাধারণ করাই আজকের বিপ্লব।

18/02/2025
25/01/2025

হযরত উমর ফারুক (রাঃ)-এর জীবনের এই ঘটনা খেলাফতের প্রকৃত চিত্র তুলে ধরে। একজন খলিফা কেমন হওয়া উচিত? তিনি কি শুধুই ক্ষমতার অধিকারী, নাকি প্রজাদের সেবক? বৃদ্ধার প্রতি হযরত উমরের দায়িত্ববোধ ও ন্যায়বিচার আমাদের শাসনব্যবস্থার গভীর ভাবনার দিকে নির্দেশ করে। গণতন্ত্রে নেতৃত্ব নির্বাচন হয় জনগণের মাধ্যমে, কিন্তু নেতৃত্ব কি সর্বদা জনকল্যাণ নিশ্চিত করে? খেলাফতের শাসনব্যবস্থায় নেতৃত্ব মানে প্রজাদের প্রতি সরাসরি দায়বদ্ধ থাকা।

এই গল্পটি আমাদের শেখায়, আদর্শ শাসক কেমন হওয়া উচিত—অহংকারহীন, দায়িত্বশীল এবং জনগণের কল্যাণে নিবেদিত। গণতন্ত্র ও খেলাফতের মধ্যে মূল পার্থক্য কোথায়? কোন ব্যবস্থায় জনগণের অধিকার ও কল্যাণ সর্বাধিক সুরক্ষিত?

24/01/2025

ভবিষ্যৎ রাজনীতি ও বৈশ্বিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু?-১

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও বৈশ্বিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠার সম্ভাবনা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্যালেস্টাইন-ইসরাইল সংঘাত ধীর হয়ে এলেও, এশিয়া নতুন ভূ-রাজনৈতিক মঞ্চে রূপ নিচ্ছে, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশের ধর্মীয় ও ভৌগোলিক প্রেক্ষাপট, পশ্চিমা শক্তির হস্তক্ষেপ, এবং ভারত-ইসরাইলের ভূমিকার আলোকে বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।

কীভাবে গণতন্ত্রের ব্যর্থতা এবং ইসলামের প্রতি মানুষের আগ্রহ রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে, সেই বিষয়ে আমরা আলোকপাত করেছি। একই সঙ্গে, ধর্মীয় উত্থানকে দমন করার জন্য সম্ভাব্য ষড়যন্ত্র ও পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।

এই আলোচনা আপনাকে বর্তমান রাজনীতি সম্পর্কে সচেতন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

26/12/2024
17/12/2024

সমসাময়িক বিষয় নিয়ে কিছুটা বকবক করা।

17/12/2024

যারা মাহফুজ আলমের স্ট্যাটাসে উহায় আগুন লাগছে তাদের জন্য।

17/12/2024

আমার প্রেডিকশন এই যে, আকামীকাল থেকে যারা আন্দোলনে যুক্ত ছিলো তাদের উপর গুপ্ত এটাক বাড়তে থাকবে, অনেককে হ★ত্যা★ও করা হবে, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের।

16/12/2024

ডারতীয় মিডিয়া বাংলাদেশ বিরোধী মিছিল করছে কেন?

Address

Bureij

Alerts

Be the first to know and let us send you an email when Shajjad Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shajjad Khan:

Share