Hamas War

Hamas War ফিলিস্তিন যুদ্ধের আপডেট পেতে

28/03/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Ibrahim Goni Muhammad, Arthur Kapilikisha

21/01/2024

জনপ্রিয়তা।

16/01/2024

১০০ দিন পার হয়ে যাওয়ার পরেও আমাদের মুজাহিদরা একটুও ক্লান্ত হয়নি, দুর্বল হয়নি, ভেঙে পড়েনি। তাদের দৃঢ়তা আগের মতোই বহাল আছে।

আহত আর ক্ষত নিয়ে ১০০ দিন পার হওয়ার পরেও আমাদের জনগণ ইস্পাতের ন্যায় দাঁড়িয়ে আছে।

সুসংবাদ গাজাবাসীর জন্য, সুসংবাদ গাজার পবিত্র মাটির জন্য। আল্লাহর ইচ্ছায় অচিরেই এই মাটি স্বাধীন হবে। গাজাবাসী আকসায় প্রবেশ করবে।

স্বাধীনতার সকাল অচিরেই দেখা দিবে। আমাদের ত্যাগ এবং জনগণের রক্ত বৃথা যাবে না।

নিজ কাজে আল্লাহ পরিপূর্ণ ক্ষমতাবান পরাক্রমশালী। যদিও অধিকাংশ লোক তা জানে না।

10/01/2024

সৌদি আরব হা*মাসকে শত্রু মনে করে থাকে। হা*মাসের পক্ষে মৌন সমর্থনকারী আলেমদের জেল এ ঢুকিয়ে রাখে। হা*মাসের কয়েক নেতা সৌদি জেলে বন্দী। সৌদি আরব শুধু একা নিজে নয়,সে জর্ডান, বাহরাইন,মিশর আর আরব আমিরাতকে নিয়ে হা*মাসবিরোধী খেলায় মেতে উঠেছে। হা*মাস নেতাদের আলজেরিয়ায় নির্বাসন করার চক্রান্ত করেছিলো সৌদি আরব। হা*মাসের উৎপত্তি মুসলিম ব্রাদারহুড থেকে। সেই মুসলিম ব্রাদারহুড মিশরের ক্ষমতায় এসে টিকতে পারে নি তিনটা দেশের কারণে৷ ই*সরায়েল, যুক্তরাষ্ট্র আর সৌদি আরব। সৌদি আরবের সবচেয়ে বড় ভয় মুসলিম ব্রাদারহুড তথা হা*মাস আন্দোলন যদি সৌদিতে প্রবেশ করে তাহলে তাদের রাজতন্ত্রের কবর রচিত হবে৷ এজন্য তারা হা*মাসকে দমন করার জন্য যা যা করা দরকার তার সবই ভিতরে ভিতরে করে যাচ্ছে। হা*মাসবিরোধী মুসলিম দেশগুলোর জোট হচ্ছে সৌদি আরব, জর্ডান, মিশর,আরব আমিরাত আর বাহরাইন। আর হামা*সের পক্ষে অক্ষ শক্তি হিসেবে কাজ করে যাওয়া তিনটি দেশ ইরান,তুরষ্ক আর কাতার।

08/01/2024

ব্রেকিং নিউজ:

ইরানকে সৌদি আরবের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা।

কিন্তু ইরান বলেছে,

যু*দ্ধ আমরা করছিনা। হা*মাস,হি*জবুল্লাহ এবং আ&নসারউল্লাহ সবার নিজস্ব প্রতিনিধি আছে। তারা ইরানের বন্ধু হলেও ইরানের মুখাপেক্ষী নয়। ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করলেই তারা যুদ্ধ বন্ধ করবে। এখানে আমাদের কিছু করার নাই বরং আমরা তাদের সিদ্ধান্তকে সমর্থন করি

উল্লেখ্য ইতিমধ্যে গা*জা যু*দ্ধে ৬০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। কিন্তু ই*সরাইলের অর্জন শূন্য। এছাড়াও চারপাশের আক্রমণে কোনঠাসা হয়ে পরেছে তারা

গত ২৪ ঘন্টায় গা*জায় ১৯ সৈন্য সহ ১০৩ জন ইস*রায়েলি সৈন্য নিহ*ত হয়েছে

26/12/2023

পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক দুটি কষ্ট হচ্ছে-
একাকী থাকা আর কাজহীন থাকা।

মৃত্যুর পর কবরে এত দীর্ঘ সময় মানুষ একাকী কিভাবে থাকবে ?
তখন যদি কোন কাজ না থাকে, তখন সময় কাটবে কিভাবে ?

৭২ ঘণ্টায় ৬০ ই*সরায়েলি সামরিক যান ধ্বং*স করেছে হা*মাস।
26/12/2023

৭২ ঘণ্টায় ৬০ ই*সরায়েলি সামরিক যান ধ্বং*স করেছে হা*মাস।

গাজ্জায় ধ্বংসযজ্ঞ চালানোর পর এক বিধ্বস্ত বাড়ির দেয়ালে বিয়ের তারিখ লিখে ছবি তুলেছিলো মোশে নামের এই সেনা। লিখেছে এই তা...
25/12/2023

গাজ্জায় ধ্বংসযজ্ঞ চালানোর পর এক বিধ্বস্ত বাড়ির দেয়ালে বিয়ের তারিখ লিখে ছবি তুলেছিলো মোশে নামের এই সেনা। লিখেছে এই তারিখ ভুলে যেওনা। গতকাল প্রতিরোধযোদ্ধাদের হাতে নিহত হয়েছে মোশে😃😃😃

25/12/2023

গতকাল গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত ১৪ জন ই*সরায়েলি সৈন্য

🔻স্টাফ সার্জেন্ট ডেভিড বোগদানোভস্কি, ১৯
🔻স্টাফ সার্জেন্ট ওরেল বাশান, ২০
🔻স্টাফ সার্জেন্ট গ্যাল হার্শকো, ২০
🔻স্টাফ সার্জেন্ট রায় ইলিয়াস, ২১
🔻স্টাফ সার্জেন্ট ইটামার শেমেন, ২১
🔻মাস্টার সার্জেন্ট নাদাভ ইছাচার ফারহি, ৩০ বছর
🔻মাস্টার সার্জেন্ট এলিয়াহু মীর ওহানা, ২৮
🔻সার্জেন্ট। (প্রথম শ্রেণির) এলিয়াসাফ শোশান, ২৩
🔻সার্জেন্ট। (প্রথম শ্রেণির) ওহাদ আশুর, ২৩
🔻ওশরি মোশে বুৎজাক, ২২ বছর
🔻স্টাফ সার্জেন্ট নির রাফায়েল কানানিয়ান, ২০
🔻স্টাফ সার্জেন্ট বিরহানু কাসি, ২০
🔻মাস্টার সার্জেন্ট শাই টারমিন, ২৬
🔻ওয়ারেন্ট অফিসার আলেকজান্ডার স্পিটস, ৪১

25/12/2023

প্রতি ফোটা
রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ!

প্রত্যেকটা মা-বোনের
জীবন ও ইজ্জতের বদলা অবশ্যই নেওয়া হবে ইনশাআল্লাহ!

আমাদের এক একটা
সন্তানের রক্তের বদলা অবশ্যই নেয়া হবেই হবে ইনশাআল্লাহ!

আমরা না পারলেও
আমাদের সন্তানেরা ইহু*দিদের কলিজার উপরে দাঁড়িয়ে আল আকসা বিজয় করবেই করবে ইনশাআল্লাহ!

25/12/2023

আবু উবায়দা হাফিঃ
সামরিক মুখপাত্র; আল-কাসসাম বিগ্রেড।

হামাসের সামরিক শাখা গত ৪ দিনেঃ

🔺২৪ টি আক্রমণ চালিয়েছে।
🔺১৫০ ই*সরাইলি সেনা হ*ত্যা করেছে।
🔺৩৫টি সামরিক যান ধ্বংস করেছে।
🔺কয়েক ডজন ই*সরাইলি সেনাকে আহত করেছে।

Address

Khan Yunis

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamas War posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share