Bangladesh Press Club Portugal

Bangladesh Press Club Portugal পর্তুগাল-বাংলাদেশ প্রেসক্লাব। পর্তু?

03/02/2024

লিসবনে মুসলিম বিদ্বেষী বিক্ষোভ, কি ঘটতে যাচ্ছে!?

লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মুরারিয়া-মার্তৃম মনিজ এলাকায় ১১৪৩ নামে একটি কট্টরপন্থী গ্রুপের পক্ষ থেকে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে, যে গ্রুপটি দীর্ঘসময় ধরে কট্টরপন্থীদের নিয়ে সংগঠিত হয়েছে। গ্রুপটির নেতৃত্বে রয়েছেন কট্টরপন্থী মারিও মাচাডো। এই গ্রুপটিতে পর্তুগালের বিভিন্ন কট্টরপন্থী রাজনৈতিক দলের সদস্যরাও সংযুক্ত রয়েছে।

১১৪৩ গ্রুপের এই আন্দোলনের মূল লক্ষ্যবস্তু লিসবনে বসবাসরত মুসলিম ধর্মাবলম্বী ও সাধারণ অভিবাসীরা। ইতিমধ্যেই গিমারাইসে বাংলাদেশি একটি সুপারমার্কেটে তারা ভীতিকর কিছু চিহ্ন এঁকে গেছে। তাদের একমাত্র লক্ষ্য সাধারণ অভিবাসীদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করা যাতে করে পর্তুগালকে অভিবাসীরা নিরাপদ মনে না করে।

আশার কথা হলো কট্টরপন্থীদের এই বিক্ষোভে লিসবন মিউনিসিপালিটি ও পর্তুগিজ পুলিশ অনুমতি দেয়নি। সর্বশেষ তারা কোর্টে গেলে গতকাল শুক্রবার পর্তুগিজ কোর্টও কট্টরপন্থীদের এই বিক্ষোভের অনুমোদন দেয়া হয়নি। তারপরও বিক্ষোভ করতে পারে কট্টরপন্থীরা। জননিরাপত্তা নিশ্চিতে লিসবন সিটি কাউন্সিল, পুলিশ, স্থানীয় জুন্তার পক্ষ থেকে সব ধরণের সর্বাত্মক ব্যাবস্থা করা হয়েছে।

ফাররাটই বা কট্টরপন্থী রাজনীতি ইউরোপে ক্রমেই ভংয়কর রুপ ধারণ করছে, ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ ফাররাইটকেই এখন সন্ত্রাসী হামলার প্রধান ঝুঁকিপূর্ণ টার্গেট হিসেবে ঘোষণা করেছে। কট্টরপন্থীদের এসব বিক্ষোভকে গুরুতরভাবে নেয়ার সময় এসেছে। তাই পর্তুগালের কট্টরপন্থীদের এই আন্দলনে কমিউনিটির সাধারণ মানুষেরা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

আজ ৩ ফেব্রুয়ারি শনিবার আপনারা কাজ না থাকলে লিসবনের মুরারিয়া-মার্তৃম মনিজ এলাকা অযথা চলাফেরা করবেন না। সবচেয়ে উত্তম হয় যদি আজকের দিনের জন্য আপনারা এই এলাকা এড়িয়ে চলেন। যদিও তাদের অনুমতি নেই তারপরও কট্টরপন্থীরা আশপাশের সড়কে থাকতে পারে। গুপ্ত হামলার আশংকাও থাকে তাই বাড়তি সাবধানতা জরুরি।

আপনাদের জীবনের নিরাপত্তা আর যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এই এলাকা পরিহার করা ছাড়া কোনো বিকল্প নেই। ওরা চাইবে যেকোনো উপায়ে অভিবাসীদের সামনে পেলে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি করার যাতে করে হাঙ্গামা করে তাদের বিক্ষোভকে সফল ঘোষণা করতে পারে। ব্যাবসায়ীদের জন্য সবচেয়ে নিরাপদ দুপুরের পর থেকে দোকান বন্ধ রাখা। বড় ধরণের ঝুঁকির মুখে পড়ার শংকার চেয়ে কয়েকঘন্টা দোকান বন্ধ রাখায় ব্যাবসায়ীক ক্ষতি হলেও পরিস্থিতি বিবেচনায় এমনটাই করা শ্রেয়।

দু:খের সাথে বলতে হচ্ছে, বিশেষ করে হিজাব পরিহিতা কেউ এই সময়টাতে ঐ এলাকায় বাইরে যাবেন না, এটা খুব বিপদজনক হতে পারে। একবার মার্তৃম মনিজ পার্কে আমার চোখের সামনে কট্টরপন্থী একজন এক বাংলাদেশি হিজাব পরিহিতা নারীর হিজাব টেনে খুলে ফেলতে চেয়েছে তাকে বারবার হেনস্থা করার চেষ্টা করেছে পরে আমি সামনে এগিয়ে গিয়ে প্রতিবাদ করে পুলিশ ডেকে তাকে সরিয়ে দিই, যদিও পুলিশ তাকে গ্রেফতার করেনি।

কট্টরপন্থীরা বিক্ষোভ করতে গিয়ে আইন ভঙ্গ করলে সেটার জন্য তারা দায়ী থাকবে এবং আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হবে। সহিংস পরিস্থিতি তৈরি করতে পারলে কট্টরপন্থী রাজনৈতিক দলের লাভ। যাই যেকোনো মূল্যে আপনারা উক্ত এলাকা এড়িয়ে চলবেন। অনেকেই তামাশা দেখার আগ্রহ নিয়ে এসব এলাকায় যান, দয়া করে আজ এমনটা করতে যাবেন না। নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিবেন না। জননিরাপত্তায় কট্টরপন্থীদের বিক্ষোভে অনুমতি না দিয়ে পর্তুগিজ পুলিশ (পিএসপি) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সজাগ অবস্থানে থাকবে।

আমরা জানি সমগ্র ইউরোপেই জনপ্রিয় হচ্ছে কট্টর ডানপন্থী রাজনীতি, পর্তুগালের মতো শান্তিপ্রিয় একটি দেশে এমন পরিস্থিতি দেখা অপ্রত্যাশিত এবং খুব দু:খজনক। প্রিয় কমিউনিটি আপনারা বিচলিত হবেন না। পর্তুগাল একটি গনতান্ত্রিক দেশ যেখানে আইনের শাসন রয়েছে, যেখানে দূর্নীতির অভিযোগ উঠলেও একজন প্রধানমন্ত্রী পদ ছেড়ে চলে যায় সেখানে আইনের প্রতি আস্থা আমরা রাখতেই পারি, সেখানেই আপাতত আমাদের আসল ভরসা। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।

~ নাঈম হাসান

Endereço

Lisbon
1100-083

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Bangladesh Press Club Portugal publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Compartilhar